newspaper sell – আপনি একজন স্টুডেন্ট হয়ে নিউজ পেপার বা ম্যাগাজিন বিক্রির ব্যবসা কিভাবে শুরু করবেন জানুন বিস্তারিত।
আজকের দিনে ইন্টারনেটের অভূতপূর্ন বিকাশের ফলে মানুষ বিভিন্ন ধরনের নিউজ পেপার ও ম্যাগাজিন সমূহ মোবাইলের সাহায্যে অনেকে দেখে নেয় বা পড়ে নেয়। কিন্তু এর মানে এই নয় যে ছাপানো নিউজপেপার ও ম্যাগাজিনের চাহিদা কমে গিয়েছে। আপনারা হয়তো লক্ষ্য করবেন প্রত্যেকদিন লাখ লাখ নিউজ পেপার এবং ম্যাগাজিন পেপার বিক্রি হচ্ছে।
এমন মানুষ এখনো অনেক রয়েছে যারা মোবাইলেতে নিউজ পেপার ও ম্যাগাজিন পড়াকে অপছন্দ করে থাকে। তারা বিশেষত চা খাওয়ার সময় বা গাড়িতে করে অফিসে যাওয়ার সময় নিউজ পেপার বা ম্যাগাজিন কে সঙ্গে নিয়ে যায় অথবা রাস্তাতেই নিউজ পেপার বা ম্যাগাজিন কিনে পড়তে পড়তে অফিসে যাই বা চা খাই।
তাই এই ইন্টারনেটের যুগে যেহেতু নিউজ পেপার বা ম্যাগাজিন পেপারের চাহিদা রয়েছে। তাই আশা করি ভবিষ্যতেও এর চাহিদা অভূতপূর্ন ভাবে থাকবে। কেননা মানুষ সব ক্ষেত্রে যান্ত্রিকতাকে পছন্দ করেনা। তাছাড়া অনেক মানুষেরই বর্তমানের নেশায় পরিণত হয়ে গিয়েছে নিউজ পেপার বা ম্যাগাজিন পেপার পড়াটা। যদি তারা নিউজপেপার বা ম্যাগাজিন পেপার একবারের মত না পড়ে, তাহলে তাদের কোনো কাজেই মন বসে না।
তাই আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে সকালে দুই থেকে আড়াই ঘন্টার মতো ব্যয় করে, আপনি আপনার পড়াশুনোর এবং পকেট খরচা চালানোর টাকা মোটামুটি ইনকাম করতে পারবেন। এই ব্যবসার জন্য খুব বেশি উচ্চশিক্ষিত হওয়ারও প্রয়োজন নাই এবং লক্ষ লক্ষ টাকারও প্রয়োজন নাই।
📝 যোগ্যতা
আপনি যদি মাধ্যমিকও পাস করে থাকেন তাহলে নিউজ পেপার বা ম্যাগাজিন বিক্রির ব্যবসা খুব ভালোভাবে করতে পারবেন। কারণ এক্ষেত্রে শুধুমাত্র নিউজ পেপারটির নাম পড়তে পারলেই চলবে। কেননা মানুষ তো আপনাকে নিউজ পেপারের নাম বলেই তো দিতে বলবে, যে আমাকে একটি এই বাংলা নিউজ পেপার দিন। বা যারা মাধ্যমিক পাসও করেনি তারাও চাইলে এ ব্যবসাটি করতে পারবে। কারণ শুধুমাত্র রিডিং পড়তে পারলেই চলবে।
📝 সময় কখন দিবেন
যেই তারিখের নিউজ পেপার, ওই তারিখেই নিউজ পেপারটিকে বিক্রি করতে হয়। কেননা ওই দিনের অনেক খবর ওই পেপার এর মধ্যে থাকে। তবে অবশ্যই আগের খবরও থাকে। যাই হোক, তাই নিউজ পেপারটিকে আপনাকে সকালবেলায় বিক্রি করতে হবে। তাই সকালবেলা আপনি স্কুলে যাওয়ার পূর্বে এই নিউজ পেপার বা ম্যাগাজিন পেপারটি বিক্রির জন্য সময় বার করতে হবে। সেক্ষেত্রে আপনি সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত সময়টাকে নির্ধারণ করতে পারেন।
📝 পাইকারি হিসেবে পেপার কোথায় পাওয়া যাবে
বিশেষত যেখানেতে আপনার পার্শ্ববর্তী জায়গায় নিউজ পেপার প্রিন্টিং হয়, সেখান থেকে আপনি পাইকারি হিসেবে নিতে পারেন। বা যে সমস্ত ব্যক্তিদেরকে, কোম্পানিগুলি নিউজ পেপার বা ম্যাগাজিন বিতরণের দায়িত্বের রাখেন, তাদের কাছ থেকেও আপনি পাইকারি হিসেবে নিতে পারেন।
যদি দূরে বাড়ি হয় তাহলে দুই তিনবার সেখানে গিয়ে যোগাযোগ করার পর নিউজ পেপার ডিস্ট্রিবিউটারের (News paper distribution) মোবাইল নাম্বার নিয়ে নিবেন, এরপর থেকে ডিস্ট্রিবিউটর কে ফোন করে আপনার নিউজ পেপার বা ম্যাগাজিনের প্রতিটি কে গাড়িতে বা বাসেতে তুলে দিতে বলবেন। এবং আপনি আপনার যেখানে বাস দাঁড়ায় সেখান থেকে নিউজ পেপারের পেটিটিকে নামিয়ে নিবেন। এবং টাকাও আপনি ডিস্ট্রিবিউটর কে অনলাইনে পেমেন্ট করে দিতে পারেন।
📝 বিক্রি কিভাবে করবেন
আপনি চাইলে নিউজ পেপার গুলিকে বাড়িতে বাড়িতে পৌঁছাতে পারেন, বাসটেন্ড বা রেলস্টেশনে ঘুরে ঘুরে বিক্রি করতে পারেন, বাজার এলাকা বা লোকালিটি পূর্ণ এলাকাতেও আপনি নিউজ পেপারগুলিকে বিক্রি করতে পারেন। বিভিন্ন অফিস, আদালত, দোকান জায়গায় নিউজ পেপার পৌঁছানোর কাজ করতে পারেন। তবে যেখানেই করুন আপনাকে সকাল দশটার মধ্যে কাজ কমপ্লিট করতে হবে, কারণ এর পরে আপনাকে স্কুল অথবা কলেজে যেতে হবে।
📝 খরচ ও লভ্যাংশ
খরচ – এই ব্যবসায় খরচ তেমন একটা হয় না। আপনার কাছে যদি মাত্র ১০০০ টাকা থাকে তাহলে আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন। কারণ পাইকারি মূল্যে আপনি যদি তিন টাকা করে প্রতিটি খবরে কাগজ পান, সেক্ষেত্রে ১০০০÷৩ = ৩৩৩.৩৩ অর্থাৎ ৩৩৩টির মতো নিউজ পেপার হয়ে যাবে। পরবর্তীকালে আপনি যখন রোজগার করতে পারবেন, সেই লাভের অংশকে লাগিয়ে আপনি একটু বড় ব্যবসা শুরু করতে পারেন।
লভ্যাংশ – আপনি যে টাকা দিয়ে খবরে কাগজ কিনবেন, প্রত্যেকটি নিউজ পেপারে যদি আপনি এক টাকা করে লাভ রাখেন। তাহলে দিনে যদি ৩৩৩ টা নিউজপেপার বিক্রি করেন, সে ক্ষেত্রে আপনার ৩৩৩ টাকা লাভ হয়ে যাবে। এবং ৩ টাকায় কিনে দু টাকা লাভ রেখে ৫ টাকায় যদি বিক্রি করতে পারেন। সে ক্ষেত্রে আপনার ৬৫০ টাকার মত লাভ হয়ে যাবে।
📝 নিউজ পেপার বা ম্যাগাজিন ব্যবসায় কি কি লক্ষ্য রাখবেন
বিশেষত যারা প্রতিদিন নিউজ পেপার বা ম্যাগাজিন পেপার মেন তাদের প্রতি সব সময় আগ্রহ দেখাতে হবে। প্রয়োজনে তাদের কাছে যদি কুচরো পয়সা না থাকে, যদি বলে পরের দিন নিয়ে নিবে, তাহলে আপনাকে সহমত হতে হবে।
প্রত্যেকদিন ভোরে ওঠা অভ্যাস করতে হবে। কারণ ভোরে উঠে খুব সকালে পেপার নিয়ে বিক্রি বা বাড়িতে বাড়িতে গিয়ে বিলি করতে হবে।আপনার কাছে কমপক্ষে একটি সাইকেল থাকতে হবে।পড়াশুনোর ফাঁকে সকাল বেলা দুই থেকে তিন ঘন্টা বার করতে হবে।