udyam registration certificate – UDYAM বা UDYOG Certificate কি, এর সুবিধা কি কি, রেজিষ্ট্রেশন পদ্ধতি, certificate print , প্রয়োজনে সংশোধন ও ডিলিট কিভাবে করবেন।

udyam registration certificate

📝👉 উদ্যোগ আধার কি

Udyog বা udyam registration certificate হল একটি ১২ সংখ্যার নম্বর যা ভারত সরকারের MSME মন্ত্রণালয় দ্বারা প্রদান করা হয়। এটি পাওয়ার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।। ১৮ সেপ্টেম্বর, ২০১৫-তে সরকার l উদ্যোগ আধার মেমোরেন্ডাম জারি জারি করে। Udyog এর সাহায্যে ক্ষুদ্র, ছোট এবং মাঝারি এন্টারপ্রাইজ গুলো MSME মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন করতে পারবে।

আগে এই উদ্যোগ রেজিস্ট্রেশনের জন্য দুই থেকে তিনটি ফরম ফিলাপ করে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টস দিয়ে এপ্লাই করতে হতো। এবং প্রক্রিয়াটি ছিল অনেকটাই জটিল। তাই অনেক ক্ষুদ্র থেকে মাঝারি এন্টারপ্রাইজ গুলো এই রেজিস্ট্রেশন করা থেকে বিরত থাকতো। তাই এই প্রক্রিয়াটিকে সহজ করার জন্য এবং বেশি সংখ্যক এন্টারপ্রাইজ বিশেষত একেবারে ক্ষুদ্র থেকে এন্টারপ্রাইজ গুলো যাতে এই উদ্যোগ রেজিস্ট্রেশনের সুবিধা ভোগ করতে পারে তার জন্য এই প্রক্রিয়াটিকে অনলাইন করা হয়।

যার ফলে সময় ও শ্রম উভয়শশ্রয় হয়। বিভিন্ন ধরনের ঝামেলা থেকে ব্যক্তিরা মুক্ত হয়। নিম্নে অনলাইনের মাধ্যমে অভিযোগ রেজিস্ট্রেশন পদ্ধতি উল্লেখ করা হল। এবং কিভাবে অনলাইনে আপনারা সার্টিফিকেট টিকে ডাউনলোড করে প্রিন্ট করবেন তার প্রসেসও উল্লেখ করা হল। যা আপনাদের অনেক সাহায্যকারী হতে পারে।

📝👉 MSME বিভাগ কি

MSME বিভাগ ভারতে চলমান ক্ষুদ্র, ছোটো ও মাঝারি ব্যাবসা কারীদের নিয়ন্ত্রণের জন্য কাজ করে। এই মন্ত্রক ব্যবসা কারীদের ব্যাবসা শুরু করার জন্য অর্থনৈতিক ও প্রযুক্তিগত দিক দিয়ে সহায়তা করে থাকে।

📝👉উদ্যোগ আধার প্রকল্পের ইতিহাস

২০০৬ সালে সংসদে একটি আইন পাস করে সরকার দ্বারা করার চেষ্টা করা হয়। এই আইনের মাধ্যমে সরকার সমস্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ইন্টারন্যাশনাল স্তরে নিয়ে যাওয়ার এবং তাদের মধ্যে ব্যাবসায়িক প্রতিযোগিতার মনোভাব বাড়ানোর চেষ্টা করে। এর ফলে ওইসব ক্ষুদ্র ও ছোট ব্যবসায়ীদের ব্যবসা ও শিল্পেরও বিকাশ ঘটে এবং দেশের GDP হারও বৃদ্ধিতে সহায়তা করে।

📝👉 udyam registration certificate এর জন্য প্রয়োজনীয় নথি

সমস্ত প্রয়োজনীয় নথি ও তথ্য নীচে বর্ণনা করা হচ্ছে –

  • আবেদনকরির আঁধার নাম্বার।
  • কাস্ট সার্টিফিকেট ( যদি থাকে )
  • ব্যবসা বা প্রতিষ্ঠানের নাম
  • ব্যবসাটি কি ধরনের তা উল্লেখ করতে হবে
  • ব্যবসার ঠিকানা
  • একটি ইমেইল আইডি
  • একটি চালু থাকা মোবাইল নাম্বার
  • ব্যবসা বা কোম্পানি শুরুর ডেট
  • ব্যবসার জন্য ব্যাংক ডিটেলস
  • ব্যবসা বা প্রতিষ্ঠান কর্মরত ব্যক্তির সংখ্যা
  • প্যান কার্ড
  • পাসপোর্ট সাইজ ছবি

📝👉 কিভাবে শিল্প আধার নিবন্ধন করতে হয়?

উদ্যোগ আধার রেজিস্ট্রেশনের জন্য অফলাইন এবং অনলাইন পদ্ধতি রয়েছে। অফলাইনের থেকে অনলাইনে রেজিস্ট্রেশনের পদ্ধতি খুবই সহজ। নিম্নে অনলাইন রেজিস্ট্রেশনের প্রক্রিয়া ধাপে ধাপে দেখানো হলো~

ধাপ ১ – প্রথমে আপনাকে উদ্যম রেজিস্ট্রেশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। Website টি হলো – udyamregistration.gov.in/ । অফিসিয়াল ওয়েবসাইট যাওয়ার পরে, হোম পেজ আপনার সামনে খুলবে। এই হোম পেজে আপনি “For New Entrepreneurs who are not Registered yet as MSME” option দেখতে পাবেন। আপনাকে এই option টিতে ক্লিক করতে হবে।

Business ideas in Bengali, business ideas at home

ধাপ ২ ~ “For New Entrepreneurs who are not Registered yet as MSME” অপশনে ক্লিক করার পর, পরের পেজটি আপনার সামনে খুলবে। এই পেজে আপনি udyam registration form দেখতে পাবেন। আপনাকে এই রেজিস্ট্রেশন ফর্মে আধার নম্বর এবং এন্টারপ্রাইজের নাম লিখতে হবে এবং Validate & Generate OTP তে ক্লিক করতে হবে।

ধাপ ৩ – এরপর আপনার ওই আধার নাম্বার সঙ্গে যে মোবাইল নাম্বারটি যুক্ত থাকবে তাতে ওটিপি কোড আসবে। ওটিপি কোডটি সঠিক জায়গায় ফিল করতে হবে।

ধাপ ৪ ~ এর পরে, আপনাকে এন্টারপ্রাইজ রেজিস্ট্রেশন ফর্মটিতে রিডাইরেক্ট করা হবে । সেখানে বাকি তথ্য পূরণ করতে হবে। যেমন সোশ্যাল ক্যাটাগরি, জেন্ডার, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ নাকি, এবং আপনার নাম ইত্যাদি তথ্যগুলি পূরণ করতে হবে। এরপর নিচে আপনাকে আপনার অর্গানাইজেশন টাইপ সিলেক্ট করতে হবে।

এরপর আপনাকে প্যান নাম্বার পুট করতে হবে। তারপর আপনাকে আপনার ব্যাবসার ঠিকানা এবং আপনার অফিসের ঠিকানাটিকে দিতে হবে।

ধাপ ৫ ~ এরপর, আপনার ব্যাঙ্কের ডিটেইলস , মোবাইল নম্বর, কর্মীদের সংখ্যা ইত্যাদি দিতে হবে।

ধাপ ৬ ~ এরপর অন্যান্য প্রয়োজনীয় তথ্য যেমন প্রধান কার্যকলাপ, ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল ক্লাসিফিকেশন (NIC) কোড, বিনিয়োগ অর্থের পরিমাণ, DIC ইত্যাদি দিতে হবে।

ধাপ ৭ ~ : এরপর “Declaration” এ ক্লিক করতে হবে।

ধাপ ৮ ~ তারপর “Submit” অপশনে ক্লিক করতে হবে।

ধাপ ৯ ~ আপনি আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি OTP পাবেন। OTP টি দেওয়ার পর, যে captcha code টি দেখতে পাবেন তা দেখে দেখে ফিল করার পর submit করলেই আপনার রেজিষ্ট্রেশন সম্পূর্ন হয়ে যাবে।

এরপর, আপনি আপনার দেওয়া ইমেল আইডিতে একটি নম্বর পাবেন। এই নম্বরটি ভবিষ্যতে ব্যবহার করতে পারবেন, যে কোনো আপডেট বা udyog aadhar certificate কেনসিল করার জন্য।

📝👉 উদ্যম বা উদ্যোগ রেজিস্ট্রেশন নম্বর কিভাবে ভেরিফাই করবেন

udyam verification এর জন্য আপনাকে নিচে স্টেপ গুলি অনুসরণ করতে হবে।

প্রথমে,- আপনাকে udyam এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

এরপরে,- আপনার সামনে হোম পেজ খুলবে। ডেস্কটপে হলে হোম পেজে, এবং মোবাইল হলে ডানদিকে উপরে তিন লাইনে ক্লিক করে Verify/Print অপশনে click করুন।

এরপর,- ক্লিক করলে আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে। নতুন পৃষ্ঠায়, এন্টারপ্রাইজ নম্বর এবং ক্যাপচা কোড পূরণ করতে হবে ।

এরপর,- আপনাকে Verify অপশনে ক্লিক করতে হবে। আপনি ক্লিক করার সাথে সাথে আপনার udyog রেজিস্ট্রেশন নম্বর Verify করা হবে।

Business ideas in Bengali, business ideas at home

📝👉 udyam registration certificate প্রিন্ট করার প্রক্রিয়া

udyam certificate print বা প্রিন্ট করাব জন্যে নিম্নের পদ্ধতিগুলি অনুসরণ করতে হবে।

প্রথম,- উদ্যম সার্টিফিকেট প্রিন্ট করতে udyamregistration.gov.in পোর্টালে যেতে হবে।

এরপরে,- আপনার সামনে হোম পেজ খুলবে। ডেস্কটপে হলে হোম পেজে, এবং মোবাইল হলে ডানদিকে উপরে তিন লাইনে ক্লিক করে Print Udyam Certificate অপশনে click করতে হবে। এরপর নতুন পেজ খুলে যাবে।

এরপর,- নিচে OTP on Mobile as filled in application অপশনটি সিলেক্ট করতে হবে। মোবাইলেতে ওটিপি পাওয়ার জন্য।

এরপর,- আপনাকে UDYAM রেজিস্ট্রেশন নম্বর এবং মোবাইল নম্বর পূরণ করতে হবে। এবং নিচে validate & generate OTP তে ক্লিক করতে হবে।

এরপর,- ওটিপিটি ফিল করে ভেরিফাই বা সাবমিটে ক্লিক করলেই আপনি আপনার সার্টিফিকেটটি স্ক্রিনে দেখতে পাবেন। চাইলে আপনারা সার্টিফিকেট টিকে প্রিন্ট ( udyog aadhar print ) করতে পারবেন, বা চাইলে প্রিন্ট আউট করে নিতে পারবেন।

Business ideas in Bengali, business ideas at home

📝👉UDYOG রেজিস্ট্রেশনে কোনো কিছু পরিবর্তন বা আপডেট এবং delete করার প্রক্রিয়া

udyog বা udyam registration certificate এ কোনো সংশোধন বা ডিলিট করার জন্য নিম্নের পদ্ধতিগুলি অনুসরণ করতে হবে।

প্রথম,- উদ্যম সার্টিফিকেট প্রিন্ট করতে udyamregistration.gov.in পোর্টালে যেতে হবে।

এরপরে,- আপনার সামনে হোম পেজ খুলবে। ডেস্কটপে হলে হোম পেজে, এবং মোবাইল হলে ডানদিকে উপরে তিন লাইনে ক্লিক করে, Update details অপশনে ক্লিক করে Update/Cancel Udyog Registration এ ক্লিক করতে হবে।

এরপর,- নিচে OTP on Mobile as filled in application অপশনটি সিলেক্ট করতে হবে। মোবাইলেতে ওটিপি পাওয়ার জন্য।

এরপর,- আপনাকে UDYAM রেজিস্ট্রেশন নম্বর এবং মোবাইল নম্বর পূরণ করতে হবে। এবং নিচে validate & generate OTP তে ক্লিক করতে হবে।

এরপর,- ওটিপিটি ফিল করে ভেরিফাই বা সাবমিটে ক্লিক করলেই, আপনার udyog Registration আপডেট form ওপেন হয়ে যাবে।

এরপর,- আপনি চাইলে ওই ফার্মের মধ্যেও কোন কিছু পরিবর্তন বা আপডেট করতে পারবেন। এবং উপরিক্ত পদ্ধতিটি ফলো করেই আপনারা আপনাদের udyam registration certificate cancel করতে পারবেন।

Business ideas in Bengali, business ideas at home

তো এই গেল উদ্যোগ আধার রেজিস্ট্রেশন সার্টিফিকেট সম্পর্কিত সম্পূর্ণ জানকারি। যা আপনাদের যে কোন একটি ব্যবসা শুরু করার ক্ষেত্রে খুবই সাহায্যকারী হতে পারে।

সতর্কবার্তা – udyam বা udyog রেজিস্ট্রেশনের জন্য দেওয়া উপযুক্ত তথ্য গুলি ভারত সরকার দ্বারা নির্দেশিত কোন সরকারি নোটিশ নয়। শুধুমাত্র ইনফরমেশন পারপাস এর জন্য দেয়া হয়েছে। বিশদে জানতে সরকারি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন বা udyam এর সঙ্গে যুক্ত সরকারি কর্মচারীর সঙ্গে যোগাযোগ করুন।

FAQ of Udyog registration

Q) Udyog adhaar Registration বা udyam registration certificate কি ?

udyam registration certificate

Udyog aadhar registration বা udyam registration certificate হল ক্ষুদ্র, ছোটো ও মাঝারি ব্যবসার জন্য নেওয়া certificate, যা দেশে যেকোন ধরনের ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয়।

Q) কে পোর্টালে নিবন্ধন করতে পারেন?

দেশের সকল নাগরিক যারা তাদের ব্যবসা শুরু করতে চান তারা পোর্টালে নিবন্ধন করতে পারেন।

Q) Udyog বা udyam Registration এ কত টাকা ফি লাগে ?

দেশের যে কোনো নাগরিক Udyog Registration করতে চাইলে, কোনো ফি ছাড়াই নিবন্ধন করতে পারেন। অনলাইন মাধ্যমে রেজিস্ট্রেশন করলে আবেদনকারীর সময়ও বাঁচবে।

Q) এই পোর্টালটি কাদের দ্বারা পরিচালিত হয়?

পোর্টালটি মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (MSME) মন্ত্রক দ্বারা পরিচালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *