star click – Star-click কি , fake না genuine , প্রতি অ্যাড ক্লিকে কত করে দেয়, একাউন্ট তৈরির পদ্ধতি, ইনকামের পদ্ধতি, টাকা নেওয়ার পদ্ধতি সম্পূর্ণ বিস্তারিত জানুন।
বর্তমান এই লকডাউন পরিস্থিতিতে নিজের পকেট মানি চালানো খুবই কষ্টকর হয়ে পড়েছে। কেননা এই লকডাউনে অনেকেই হয়তো নিজের কাজ হারিয়েছে বা কাজের সঙ্গে যুক্ত থাকতে পারছে না। তাই কিছু ইনকাম করা খুবই কষ্টকর হয়ে পড়েছে।
এর ফলে আমরা অনেক সময়ই খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি যে কিভাবে, কি করলে, কোথা থেকে নিজস্ব পকেট মানি চালানোর মত কিছু টাকা পাওয়া যাবে। তো আপনাদেরকে এই বিষয়ে চিন্তা ভাবনা করার তেমন কোন দরকার নাই , কেননা আজকের এই পোষ্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন।
কিভাবে আপনারা অনলাইনে Star Clicks ওয়েবসাইটের সাহায্যে নিজে থেকে অ্যাড এর উপরে ক্লিক করে ইনকাম করতে পারবেন। প্রত্যেকদিন কমপক্ষে 2 মিনিটে ৮ টাকা করে ইনকাম করতে পারবেন । শুধুমাত্র দশটি অ্যাডের উপরে ক্লিক করে। আজকে আমি আপনাদেরকে star-clicks ওয়েবসাইট সম্পর্কে বলবো । যে আপনারা star-clicks ওয়েবসাইট এ ক্লিক করে কিভাবে ইনকাম করবেন ।
👉 star click website কি
স্টার ক্লিক হলো একটি এডস সার্ভিং আর্নিং ওয়েবসাইট। যেখানে আপনারা অ্যাড ক্লিক করে আর্নিং করতে পারবেন। এই কাজটি আপনারা মোবাইলে সাহায্যে করতে পারবেন। এর জন্য বিশেষ কোন দক্ষতার প্রয়োজন নাই। কেননা শুধুমাত্র ক্লিক করা কাজ।
👉 star click ওয়েবসাইট জেনুইন না ফেক ?
star click ওয়েব সাইটটি ১০০% জেনুইন একটি আরনিং ওয়েবসাইট। ট্রাস্ট পাইলেটে বর্তমানে ২৮,৬০০ জনেরও বেশি রেটিং দিয়েছে এবং রেটিং ৫ এর মধ্যে বর্তমানে ৪.৮ রয়েছে । তাহলেই অনুমান করতে পারছেন যে এই ওয়েবসাইটটি কতটা জেনুইন। আপনারা ট্রাস্ট trustpilot এ গিয়ে এর রেটিং চেক করতে পারেন ।
👉 স্টার ক্লিক ওয়েবসাইটে প্রতিটি অ্যাড ক্লিকে কত করে দেয়
স্টার ক্লিক ওয়েবসাইটের তিনটি প্ল্যান রয়েছে যথা সিলভার মেম্বারশিপ, গোল্ড মেম্বারশিপ এবং প্লাটিনাম মেম্বারশিপ যেগুলির উপরে ডিপেন্ড করে ইনকামের ভ্যালুটা কম বেশি হয় অর্থাৎ অ্যাড ক্লিকের রেট কম বেশি হয়।
আপনারা এই ওয়েবসাইটে সাইন আপ করলেই সিলভার মেম্বারশিপ ফ্রিতে পেয়ে যান আর যদি আপনি গোল্ড মেম্বারশিপ বা প্লাটিনাম মেম্বারশিপ নিতে চান তাহলে আপনাকে কিছু টাকা দিয়ে আপগ্রেড করাতে হবে। যা আমি আপনাদেরকে একদমই রিকমেন্ড করব না।
সিলভার মেম্বারশিপ এ প্রত্যেকটি এক ক্লিকে আপনারা $০.০১ করে পেয়ে পাবেন এর ওপরে নয়।
– গোল্ড মেম্বারশিপ এ প্রত্যেকটি এক ক্লিকে আপনারা কমপক্ষে $০.০১ বা এর ওপরে পেতে পারেন। সে $০.০২, বা $০.০৩ বা এর ওপরে হতে পারে।
– প্লাটিনাম মেম্বারশিপ এ প্রত্যেকটি এক ক্লিকে আপনারা কমপক্ষে $০.০২ বা এর ওপরে পেতে পারেন। সে $০.০৩, বা $০.০৪ বা ০.০৫ বা এর ওপরে হতে পারে।
– এছাড়া প্রত্যেকটি মেম্বারশিপ এর নিজস্ব কিছু সুযোগ সবিধা রয়েছে আপনারা ওয়েবসাইটে লগ ইন করলেই জানতে পেরে যাবেন বা উপরের ইমেজের জানতে পেরে যাবেন।
👉 স্টার ক্লিক ওয়েবসাইটে সাইনআপ অর্থাৎ একাউন্ট ক্রিয়েট করার পদ্ধতি
নিম্নে স্টার ক্লিক ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরির পদ্ধতি ( star click sign up ) স্টেপ বাই স্টেপ দেখানো হলো।
প্রথমত,- আপনাকে star-click.com এ যেতে হবে।
দ্বিতীয়তঃ,- ডান দিকে উপরে থ্রি লাইনে ক্লিক করবেন।
তৃতীয়,- এর পর একটি টপ ডাউন মেনু ওপেন হবে। যেখানে “Sign up” এর উপরে ক্লিক করবেন।
চতুর্থ,- publisher account এরমধ্যে publisher sign up এ ক্লিক করবেন।
পঞ্চম,- আপনাদের কাছে সাইন আপ করার জন্য একটি ফরম ওপেন হয়ে যাবে যেগুলিতে সমস্ত ইনফরমেশন দিয়ে নিচে ” Register” এ ক্লিক করতে হবে।
ষষ্ঠ,- আপনি যে ইমেইল আইডিটা দিবেন তাতে একটি কনফারমেশন ইমেইল যাবে লিংকে ক্লিক করে একাউন্ট ভেরিফাই করে নিবেন। তো আপনার অ্যাকাউন্ট ওপেনিং সাকসেসফুল হয়ে যাবে।
সপ্তম,- তারপর আপনারা ওই ইমেইল আইডি এবং পাসওয়ার্ড যা সাইন আপ করার সময় দিয়েছিলেন ওই গুলি দিয়ে ওয়েবসাইটে লগইন ( star click login ) করে নিবেন।
অষ্টম,- তো আপনারা ওয়েবসাইটিতে লগইন হয়ে যাবেন।
নবম,- তারপর আপনাকে sms verification এ ক্লিক করে একটি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নিবেন।
👉 স্টার ক্লিক ওয়েবসাইটে এড ক্লিক করে আর্নিং কিভাবে করবেন
প্রথমত,- “PPC Ads” আইকনে ক্লিক করবেন তো আপনাদের কাছে নিচে ১০ থেকে ১১ টা অ্যাড শো করাবে।
– দ্বিতীয়তঃ,- এডস গুলির লিংকে ক্লিক করলে যে কোন ওয়েব সাইটে রি-ডাইরেক্ট করে দেবে ওয়েব সাইটটি ওপেন হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাক চলে আসবেন আপনার টাস্ক কমপ্লিট হয়ে যাবে। এর জন্য আপনার বড়জোর ৫-৭ সেকেন্ড সময় লাগবে ।
👉 স্টার ক্লিক ওয়েবসাইটে রেফার করে ইনকাম করার পদ্ধতি
প্রথমত,- হোম ড্যাশবোর্ডে ” Referral” আইকনে ক্লিক করবেন।
দ্বিতীয়তঃ,- তারপর একটু নিচে আসবেন তো চারটি লিঙ্ক পেয়ে যাবেন ওর মধ্যে যেকোনো একটি লিংক শেয়ার করতে পারেন কারণ সবগুলোই আপনার রেফারেল লিংক।
👉star-click website থেকে মানি ট্রান্সফার করার পদ্ধতি
প্রথম,- আপনাকে পেমেন্ট মেথড এড করতে হবে এর জন্য হোম ড্যাশবোর্ডে যে সেটিংস এর আইকনে উপরে ক্লিক করবেন।
দ্বিতীয়,- আপনাদের কাছে কয়েকটি অপশন চলে আসবে, আপনি যদি ব্যাংকে সাহায্যে টাকা নিতে চান তাহলে ” Bank Account ” সিলেক্ট করে ব্যাংকের ইনফরমেশন গুলো দিয়ে সাবমিট করে দিবেন। আর যদি আপনারা Paypal বা Bitcoin এর সাহায্য নিতে চান তাহলে ” Payout settings” এ ক্লিক করে এর paypal ইমেইল আইডি বা Bitcoin এর ওয়ালেট এড্রেস দিয়ে সাবমিট করে দিবেন । তো আপনার পেমেন্ট মেথড এড হয়ে যাবে।
তৃতীয়,- হোম ড্যাশবোর্ডে ব্যাক আসার পর ” Payout ” অপশন এ ক্লিক করবেন তো পেমেন্ট নেওয়ার অপশন দেখতে পেয়ে যাবেন।
চতুর্থ,- যার সাহায্যে পেমেন্ট নিতে চান তা সিলেক্ট করে ” Tranfer ” ক্লিক করলেই আপনার পেমেন্ট রিকোয়েস্ট লেগে যাবে।
👉 FAQ of star click
Q) star click কি ?
স্টার ক্লিক হলো একটি এডস সার্ভিং ইনকাম ওয়েবসাইট। যেখানে আপনারা অ্যাড ক্লিক করে আর্নিং করতে পারবেন।
Q) স্টার ক্লিক ওয়েবসাইট ফেক না জেনুইন ( star click genuine or not )?
স্টার ক্লিক একটি হান্ড্রেড পারসেন্ট জেনুইন আর্নিং ওয়েবসাইট। বর্তমানে যার ট্রাস্ট পাইলটে ৫ এর মধ্যে ৪.৮ রেটিং রয়েছে । যেখানে ২৮,৬০০ জনেরও বেশি রেটিং দিয়েছে । ওপরেতে লিঙ্ক এবং স্ক্রিনশট দেয়া রয়েছে ।
Q) star click ওয়েবসাইটে এড ক্লিক রেট কত ?
স্টার তালিকা ওয়েবসাইটটি প্রত্যেকটি অ্যাড ক্লিকে $০.০১ – $০.০০৫ ডলার দিয়ে করে থাকে । যা টাকাতে কনভার্ট করলে প্রায় ৮ পয়সা থেকে ৪০ পয়সার মত।
Q) star click ওয়েবসাইটে কি কি মাধ্যমে টাকা নেওয়া যায় ?
স্টার ক্লিক ওয়েবসাইট থেকে PayPal, Bitcoin, এবং কিছু কিছু দেশের ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমেও পেআউট নেওয়া যায়।