Cuelinks Affiliate marketing – Affiliate Program কি , Cuelinks কি , Cuelinks এ Account তৈরি, ইনকামের পদ্ধতি, পে-আউট পদ্ধতি

cuelinks
business ideas in india
affiliate marketing meaning
business ideas at home
affiliate marketing
Cuelinks Affiliate marketing

অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে মানুষ বিভিন্নভাবে ইনকাম করে চলেছে। সে কম্পিউটার বা ডেক্সটপ ব্যবহার করে অথবা মোবাইলের মাধ্যমেও। যার মধ্যে একটি হলো অ্যাফিলিয়েট প্রোগ্রাম। অ্যাফিলিয়েট প্রোগ্রাম ( affiliate marketing quotes ) এর মাধ্যমে কোন কোন ব্যক্তি মাসে ১০০০০ , ২০০০০ , ৫০০০০ এবং ১০০০০০ টাকা পর্যন্ত ইনকাম করছে । আজ আমি আপনাদেরকে যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম সম্পর্কে বলব তা হল Cuelinks Affiliate program ।

আপনারা তো ভারতের Amazon ( amazon affiliate program llc ) বা Flipkart অ্যাফিলিয়েট প্রোগ্রাম ( affiliate marketing on flipkart )এবং বাংলাদেশের ShopZ বা Daraz ( Daraz affiliate program ) , foodpanda affiliate program এর নাম তো অবশ্যই শুনেছেন ওই ধরনেরই এটি একটি অ্যাফিলিয়েট প্রোগ্রাম। যেখানে আপনারা বিভিন্ন ধরনের ই-কমার্স ওয়েবসাইট এর প্রডাক্ট গুলির এফিলিয়েট লিংক ক্রিয়েট তৈরি করতে পারবেন ।

Cuelinks Affiliate program এর মাধ্যমে ভারতের Amazon বা Flipkart এবং বাংলাদেশের ShopZ বা Daraz , foodpanda মত ই-কমার্স ওয়েবসাইটের বিভিন্ন প্রোডাক্টট গুলির অ্যাফিলিয়েট লিংক আপনি তৈরি করতে পারবেন কেননা এই সমস্ত ই-কমার্স ওয়েবসাইট গুলি Cuelinks Affiliate marketing এর সঙ্গে যুক্ত রয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক Cuelinks Affiliate program এ একাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন এবং Affiliate links কিভাবে তৈরি করবেন তা থেকে ইনকাম করে কিভাবে উইথড্র করবেন সম্পূর্ণ বিস্তারিতভাবে।

📝👉 Affiliate Program সম্পর্কে ধারণা

👉 অ্যাফিলিয়েট প্রোগ্রাম কি ( affiliate marketing meaning )

– সোজা কথায় বলতে গেলে বলা যায় অ্যাফিলিয়েট প্রোগ্রাম হল এমন এক ধরনের প্রোগ্রাম যেখানে কোনো কম্পানির প্রোডাক্ট যদি আপনারা সেল অর্থাৎ বিক্রি করেন তা থেকে কমিশন পাবেন। যেমনটা Amazon, Flipkart, Alibaba, ShopZ , Daraz , foodpanda ( website for affiliate marketing ) – এদের নিজস্ব কোনো দোকান নাই কিন্তু বিভিন্ন সেলার এর মাধ্যমে তাদের প্রডাক্ট কে বিক্রি করে এর ফলে এই সমস্ত ই-কমার্স কম্পানি সেই সমস্ত সেলার ( Seller ) গুড়ির কাছ থেকে কিছু পারসেন্টেজ করে কমিশন পায় ।

আবার আপনি যদি এই সমস্ত ই-কমার্স কোম্পানীগুলির কোন প্রোডাক্ট এফিলিয়েট প্রোগ্রাম এর সাহায্যে প্রমোট করেন সে নিজস্ব কোনো website, blog, বা WhatsApp group বা Facebook, Twitter, Instagram ( affiliate marketing on instagram ) , অথবা যে কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর মাধ্যমে হোক না কেন, তা থেকে কিছু পার্সেন্টেজ করে কমিশন আপনি আবার পাবেন। এটিও এক ধরনের বিজনেস আইডিয়া ( for business ideas )যা থেকে অনেকেই হাজার হাজার থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে।

👉 অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করা যায় ( how to start with affiliate marketing )

– যদি আপনার নিজস্ব কোনো website, blog, বা WhatsApp group বা Facebook, Twitter, Instagram অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এ পেজ বা অ্যাকাউন্ট থেকে থাকে এবং তাতে যদি কিছু ফলোয়ার বা সাবস্ক্রাইবার বা কিছু ভিজিটার থেকে থাকে তাহলে আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রাম শুরু করতে পারেন। তবে সময় সাপেক্ষে ওই সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কনটেন্ট আপলোড করে আপনাকে ভিজিটরদের ইন্টারেকশন বজায় রাখতে হবে যাতে করে তারা আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলিতে ভিজিট করে এবং কনটেন্ট থেকে উপকৃত হয়।

এই ব্যবসাটি শুরু করার ( business ideas to start )জন্য আপনার কাছে একটি মোবাইল বা ল্যাপটপ থাকলে সঙ্গে ইন্টারনেটের সংযোগ থাকলেই আপনি ব্যবসাটি শুরু করতে পারবেন। এটি এক ধরনের অনলাইন ব্যবসার আইডিয়া ( business ideas online )।

এই বিজনেস আইডিয়া ভারত ( business ideas in india ) , বাংলাদেশ ( business ideas for bangladesh )ও বিশ্বের যে কোন জায়গায় থেকে আপনারা শুরু করতে পারেন। এই ব্যবসার আইডিয়াটি আপনি বাড়িতে বসেই ( business ideas at home ) করতে পারেন।

📝👉 Cuelinks Affiliate marketing সম্পর্কে বিস্তারিত আলোচনা

👉 কিউ লিংক কি ( what is cuelinks in )

– Cuelinks একটি অ্যাফিলিয়েট প্রোগ্রাম যেখানে আপনারা যেকোনো ধরনের প্রোডাক্টের এফিলিয়েট লিংক ক্রিয়েট করে প্রমোট করতে পারবেন। এর মাধ্যমে Amazon ( affiliate marketing amazon ), Flipkart, Alibaba, ShopZ , Daraz , foodpanda মত ই-কমার্স কোম্পানী গুলির যেকোনো ধরনের প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংক ক্রিয়েট করে প্রমোট করতে পারবেন। এবং তা থেকে কমিশন পেতে থাকবেন তবে প্রোডাক্টের কমিশন রেট এর উপরে ডিপেন্ড করে।

👉 Cuelinks এ অ্যাকাউন্ট কিভাবে তৈরি করা হয় ( How to create Cuelinks Affiliate marketing account )

Today Weather, Today temperature, Weather tomorrow, Weather 7 days,
  • প্রথম :- আপনাকে Cuelinks ওয়েবসাইটে ভিজিট করতে হবে । এর জন্য ক্লিক করুন =- Click Here
  • দ্বিতীয় :- Cuelinks এ একাউন্ট তৈরি করার জন্য ” GET STARTED ” এ ক্লিক করতে হবে।
  • তৃতীয় :- তারপর আপনাদের কাছে একাউন্ট ক্রিয়েট করার ফ্রম ওপেন হয়ে যাবে যেখানে আপনাকে আপনার নাম, email-id, পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে ” NEXT ” এ ক্লিক করতে হবে ।
  • চতুর্থ :- ” NEXT ” এ ক্লিক করার পর আপনাকে আপনার কোম্পানির নাম (ছেড়ে দিতে পারেন ), চ্যানেল URL ( যেকোনো blog বা website url বা twitter, Instagram, facebook page url ba YouTube channel url দিতে পারেন ) এবং চ্যানেলের নাম ( যার url আপনি দিবেন channel name এ ওই পেজ বা চ্যানেলের নাম দিবেন ) দেওয়ার কথা বলবে তো এগুলি দেওয়ার পর নিচে ” Sign Up ” এ ক্লিক করে দিবেন ।
  • পঞ্চম :- আপনি যে ইমেইল আইডি দিয়ে সাইন আপ করবেন তাতে একটি কনফার্মেশন মেইল আসবে । তো ইমেইল টিকে ওপেন করে ” Confirm Account ” এ ক্লিক করলে আপনার একাউন্ট ভেরিফাই হয়ে যাবে।
  • ষষ্ঠ :- এরপর আপনাকে ৭২ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে । কেননা Cuelinks এর টিম আপনার আইডি টিকে চেক করবে যদি সব কিছু ঠিক থেকে থাকে তাহলে আপনার account টিকে approved করবে, আর এপ্রুভ করার পরেই আপনি আপনার Cuelinks এর আইডি টি লগইন ( cuelinks login ) করতে পারবেন। এর পূর্বে নয় ।

👉 Cuelinks এ ইনকাম কিভাবে করা যায় ( how to earn money from Cuelinks Affiliate marketing account)

Cuelinks এ আপনি ইনকাম দুইভাবে করতে পারবেন, No.1 – এফিলিয়েট লিংক ক্রিয়েট করে No.2 – রেফার করে।

No.1 :– এফিলিয়েট লিংক ক্রিয়েট করে ~
Today Weather, Today temperature, Weather tomorrow, Weather 7 days,
  • > প্রথম :- Cuelinks এ Affiliate link তৈরীর জন্য আপনাকে Cuelinks অ্যাকাউন্ট এ login করার পর উপরের থ্রি-লাইনে চক্লিক করতে হবে।
  • দ্বিতীয় :- তারপর ” Campaign Explorer ” ক্লিক করতে হবে।
  • তৃতীয় :- আপনি বিভিন্ন ধরনের ই-কমার্স প্ল্যাটফর্ম দেখতে পেয়ে যাবেন যেমন Amazon, Flipkart, Alibaba, ShopZ , Daraz , foodpanda ইত্যাদি। এগুলির উপরে ক্লিক করেও আপনি লিঙ্ক জেনারেট করতে পারেন অথবা সার্চ বারে টাইপ করে সার্চ করলে আপনারা এই সমস্ত এস কোম্পানি গুলি দেখতে পেয়ে যাবেন । তার উপরে ক্লিক করবেন । উদাহণস্বরূপ Alibaba লিখে সার্চ করলাম এবং এর উপর ক্লিক করলাম।
Today Weather, Today temperature, Weather tomorrow, Weather 7 days,
  • চতুর্থ :- ওই পেজে তে সমস্ত তথ্য দেওয়া থাকবে যে কোন কোন প্রোডাক্ট এর ওপরে কত করে কমিশন পাবেন। ওই পেজে তেই ” GENERATE LINK ” এ ক্লিক করলে আপনার অ্যাফিলিয়েট লিংক ক্রিয়েট হয়ে যাবে।
  • পঞ্চম :- ওই লিঙ্কটি আপনাকে বিভিন্নভাবে প্রমোট করতে হবে আপনার বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া একাউন্ট এর সাহায্যে।
No.2 :- রেফার করে ~
Today Weather, Today temperature, Weather tomorrow, Weather 7 days,
  • প্রথম :- এর জন্য আপনাকে পুনরায় বাম দিকের উপরের থ্রি-লাইনে চক্লিক করতে হবে।
  • দ্বিতীয় :- এরপর ” Refer & Earn ” অপশনে ক্লিক করতে হবে। তো আপনারা রেফার করার পেজটিতে রি-ডাইরেক্ট হয়ে যাবেন।
  • চতুর্থ :- এখান থেকে আপনারা রেফারেল লিংক টি শেয়ার করলে এবং এর মাধ্যমে কোন ব্যক্তির join হলে আপনি ২৫% করে কমিশন পেতে থাকবেন তিনি যা ইনকাম করবেন।

👉 Cuelinks থেকে টাকা withdraw কীভাবে করবেন ( how to withdraw money from Cuelinks Affiliate marketing )

  • প্রথম :- এর জন্য আপনাকে পুনরায় বাম দিকের উপরের থ্রি-লাইনে চক্লিক করতে হবে।
  • দ্বিতীয় :- আপনার মেইন ব্যালেন্স এর নিচে Payout এর অপশন পেয়ে যাবেন যার সাহায্যে আপনি আপনার টাকা Bank এর মাধ্যমে, বা PayPal er মাধ্যমে ট্রান্সফার করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *