english skill development – ইংরেজি ভাষা শিক্ষার সেন্টার কিভাবে খুলবেন, কি কি প্রয়োজন হবে সমস্ত কিছু জানেন বিস্তারিত।

Business ideas in Bengali, business ideas at home
Image by Pete Linforth from Pixabay

যে যার কাছে মাতৃভাষা সবচেয়ে বেশি প্রিয়। এবং মানুষ তার মাতৃভাষাতেই সঠিকভাবে কথা বলতে, লিখতে, পড়তে , বুঝতে এবং বোঝাতে পারে। তাই বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থায় বিশেষত প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। কারণ এটি মানুষের সবচেয়ে সহনশীল ভাষা।

কিন্তু বর্তমানে মাতৃভাষার গুরুত্বের পাশাপাশি রাষ্ট্রীয় এবং ইংরেজি ভাষা শিক্ষার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কেননা এখনকার যুগে এই কথা আর বলে বোঝাতে হয় না, যে ইংরেজি ভাষার গুরুত্ব কতটা খানি রয়েছে। কারণ আপনি যদি অনুসন্ধান করেন তাহলে লক্ষ্য করবেন যে প্রায় সব দেশেরই নিজস্ব দেশীয় ভাষার পাশাপাশি ইংরেজি ভাষা কেউ রাষ্ট্রীয় ভাষা হিসেবে ঘোষণা করা হয়েছে।

কারণ বেশিরভাগ দেশের রাষ্ট্রীয় ভাষা ইংরেজি হওয়ার কারণে, সেই দেশের সঙ্গে যোগাযোগ বা সমন্বয় সাধনের জন্য ইংরেজি ভাষা অবশ্যই প্রয়োজন হয়ে থাকে। কেননা আপনার মাতৃভাষা বাংলা, সেক্ষেত্রে আপনি যদি জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা বা অন্যান্য দেশের বিভিন্ন ভাষাভাষী মানুষের সঙ্গে যোগাযোগ করেন, সে ক্ষেত্রে আপনি তো ওই সমস্ত দেশের দেশীয় ভাষা জানেন না, তাহলে আপনি সেই সব মানুষদের সঙ্গে কিভাবে কথাবার্তা বলবেন, এই ক্ষেত্রেই ইংরেজি ভাষাকে অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় সংলাপের জন্য।

আপনি যদি আপনার নিজের দেশের অথবা রাজ্যের বেসরকারি বা সরকারি যে কোন পোর্টালেই যে কোন ফর্ম ফিলাপের জন্য যান না কেন, প্রায় ৯০% – ৯৯% পোর্টালি ইংরেজি ভাষায় হয়ে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে ইংরেজির পাশাপাশি রাষ্ট্রীয় অথবা রাজ্যের ভাষার অপশন থাকে। কিন্তু যখন আপনি বাংলা ভাষায় পোর্টালটিকে রি-ডাইরেক্ট করবেন, তখন ট্রান্সলেট হওয়া বাংলা গুলি এমনভাবে দেয়া থাকে, সেগুলি অনেক মানুষেরই বোঝার বাইরে থাকে। তাই লক্ষ্য করবেন ৯৯% ফর্ম ইংরেজি ভাষাতেই পূরণ করে থাকে। কারণ এটি বুঝতে এবং টাইপ করতে অনেক সুবিধা হয়।

পোর্টাল তো ছাড়ুন আপনি, আজকাল এমন কোন ব্যক্তি নাই যে তার কাছে মোবাইল ফোন নাই। আর সমস্ত মোবাইলেতেই প্রথম থেকে ইংরেজি ভাষায় সেট করা থাকে। তবে মোবাইলেতে ইংরেজির পাশাপাশি বাংলা বা অন্যান্য ভাষার অপশন থাকে, তাই ইংরেজি ভাষা পরিবর্তন করে বাংলা ভাষাতেও মোবাইল ব্যবহার করা যায়। কিন্তু বাংলা ভাষায় মোবাইল ব্যবহার করতে মানুষ কমফোর্টেবল অনুভব করে না। প্রায় সকলেই ইংরেজি ভাষাতেই মোবাইল ব্যবহার করে থাকে, যদি কেউ ইংরেজি নাও জানে অনুকরণের মাধ্যমে ইংরেজি ভাষাতেই মোবাইল ব্যবহার করে থাকে। এবং ইংরেজিতেই মোবাইল নাম্বার সেভ করে থাকে, যদি সম্পূর্ণ নাম ইংরেজিতে নাও লিখতে পারি, ইংরেজির দুই একটা লেটার দিয়ে সেভ করে থাকে।

তাছাড়া আজকাল মানুষ বাংলা ভাষায় কথা বলার পাশাপাশি, বাংলার সঙ্গে ইংরেজি কেউ মিক্স করে বলে থাকে। এমনও অনেক উপাদান রয়েছে যেগুলির উচ্চারণই ইংরেজি, যেমন চেয়ার, টেবিল, ব্রেঞ্চ, চক, ডাস্টার, টিভি, সিডি, স্ক্রু ড্রাইভার, মেমোরি ইত্যাদি অগণিত জী নিউজ কিন্তু ইংরেজি ভাষাতেই বলা হয়ে থাকে। কেননা এগুলির বাংলা অর্থ বলতে গেলে ভাষার বিকৃতি হয়ে যায়। যেমন টেবিল কে বাংলায় যদি বলা হয় চার পাইয়া বিশিষ্ট একটি বস্তু, তাহলে ভাষাটা কেমন একটা হচ্ছে।

যাইহোক আমাদের সাধারণ জীবনযাপনের ক্ষেত্রে মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষার গুরুত্ব অনেকটাই রয়েছে। তাই আজকাল ইংরেজি ভাষা শিক্ষার গুরুত্ব ও দিন দিন বেড়ে চলছে। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করেছেন যে বিভিন্ন ব্যক্তিরা ইংলিশ স্পিকিং স্কিল সম্পর্কিত বিভিন্ন পেইড কোর্স প্রদান করে থাকে। বা অনেক জায়গায় আপনি হয়তো অ্যাডভার্টাইজমেন্ট দেখেছেন যে এক মাসের মধ্যে বা দুই অথবা ছয় মাসের মধ্যে সম্পূর্ণ ইংরেজি ভাষায় কথা বলা শিখুন। এই ধরনের কোর্স বেঁচে ব্যক্তিরা হাজার হাজার থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে।

তাই এই পোষ্টের মাধ্যমে যে কিভাবে আপনি ইংলিশ স্পিকিং সেন্টার খুলে ইনকাম করতে পারবেন।

👉 যোগ্যতা

এর জন্য আপনার ইংরেজি ভাষায় গভীর জ্ঞান থাকতে হবে। ইংলিশ স্পিকিং স্কিল সংক্রান্ত নানান কোর্স করতে হবে। অথবা ইংলিশ স্পিকিং স্কিন সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।

তবে আপনার যদি ইংরেজি ভাষা শিক্ষায় তেমন জ্ঞান না থাকে, তাহলে ইংরেজি ভাষায় দক্ষ একজন বা কয়েকজন ব্যক্তিকে নিযুক্ত করেও আপনি ইংলিশ স্পিকিং স্কিল ডেভেলমেন্ট সেন্টার খুলতে পারেন। এক্ষেত্রে যাদেরকে আপনি ইংরেজি ভাষায় কথা শেখানোর জন্য নিযুক্ত করবেন, তাদেরকে মাসিক হিসেবে আপনাকে বেতন দিতে হবে।

👉 জায়গা

আপনি চাইলে এই ইংলিশ স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট সেন্টারটি আপনার বাড়িতেই খুলতে পারেন। পরবর্তীকালে আপনার সেন্টারের ছাত্র সংখ্যা যখন মোটামুটি বাড়বে তখন আপনি বাজার এলাকায় বা শহর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে বা রুম ভাড়া নিয়ে, ইংরেজি ভাষা শিক্ষার সেন্টার খুলতে পারে। এর জন্য আপনাকে বাড়ি ভাড়া বা রুম ভাড়া টাকা দিতে হবে।

👉 সময়

বিশেষত এই কোর্সটি এমন একটি কোর্স যেটি বাচ্চা থেকে ৩৫ বা ৪০ বছর বয়স পর্যন্ত ব্যক্তিরা ইংরেজি ভাষা শিক্ষার জন্য এই কোর্সটি গ্রহণ করে থাকে। কোর্সটির ক্লাস দুটি টাইমে করা উচিত , যেখানে ব্যক্তিরা তাদের পছন্দের যেকোনো সময় চুজ করে কোর্সটি গ্রহণ করতে পারে। আর মনে রাখবেন শনিবার এবং রবিবার এই দুই দিন বিশেষত বিকালে করলে সকলের সুবিধা হয়। কেননা কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা শনিবার জলদি ছুটি পায় এবং রবিবার সম্পূর্ণ ছুটি পেয়ে থাকে, তাই।

english skill development

👉 প্রয়োজনীয় সরঞ্জাম

ইংলিশ স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট সেন্টারটি খোলার জন্য আপনার কিছু উপকরণের প্রয়োজন হবে। যেমন চক ,ডাস্টার, ব্ল্যাকবোর্ড, নির্দেশীয়মান স্টিক, প্রয়োজন হলে হোয়াইট ইলেকট্রিক বোর্ড ও পেন। রুমটিকে খুব ভালোভাবে আকর্ষণীয় করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম। এছাড়া শিক্ষার্থীদের বসার জন্য একটি বড় বেঞ্চ তার সঙ্গে যুক্ত ছোট বেঞ্চ বসার জন্য।

👉কোর্স ফি (English skill development)

কোর্স ফি আপনাকে নির্ধারণ করতে হবে বিশেষত মাসিক হিসেবে অথবা ওয়ান টাইম পেমেন্ট হিসেবে। মাসিক হিসেবে যদি আপনি কোর্স ফি নির্ধারণ করেন তাহলে ৫০০ থেকে ৭০০ টাকা নির্ধারণ করবেন। এবং ওয়ান টাইম হলে ৪০০০ – ৫০০০ টাকার মতো কোর্স ফি নির্ধারণ করবেন। তবে কোর্স ফি নির্ধারণের ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে, যদি আপনার আশেপাশে অন্য কোন কম্পিটিটার থাকে, তারা কি পরিমান কোর্স ফি নির্ধারণ করছে তার উপর ডিপেন্ড করে আপনাকে আপনার কোর্স ফি নির্ধারণ করতে হবে।

👉 ইংলিশ স্পিকিং স্কিল সেন্টারের প্রচার

আপনি আপনার ইংলিশ স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট সেন্টার এর প্রচার বিভিন্ন পোস্টার বা ব্যানার তৈরি করে, সেটি কি বিভিন্ন জায়গায় টাঙিয়ে বা ছাপিয়ে প্রচার করতে পারেন। অথবা অনলাইনে বিভিন্ন এড নেটওয়ার্কের সাহায্যে সোশ্যাল মিডিয়া গুলিতে আপনার সেন্টারের প্রচার করতে পারেন।

👉 ক্লাস নেওয়ার পদ্ধতি

ক্লাস নেয়ার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। যেমন – অফলাইনে নির্দিষ্ট স্থানে শিক্ষক এবং শিক্ষার্থী উভয় উপস্থিতির মাধ্যমে ফেস টু ফেস ভাবে প্রশিক্ষণ দেয়া যায়, অনলাইনে লাইভ এর মাধ্যমে ক্লাস নেওয়া যেতে পারে, ভিডিও তৈরি করে স্টুডেন্টদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করে প্রশিক্ষণের কাজ চালানো যায়।

👉 একজন শিক্ষকের গুণাবলী

  • প্রশিক্ষক ইংরেজি শিক্ষাই উচ্চ শিক্ষিত হবেন ।
  • ইংরেজি শিক্ষায় নানান ডিগ্রী ব্যক্তির থাকতে হবে।
  • ভালো স্পিকিং স্কিল থাকতে হবে।
  • শিক্ষার্থীদের বোঝানোর মত ক্ষমতা, শিক্ষকের থাকতে হবে।
  • সঠিকভাবে সেন্টেন্স তৈরির পদ্ধতি ব্যক্তির থাকতে হবে।

খরচ – ইংলিশ স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট সেন্টার খোলার জন্য খরচ খুবই নগণ্য হয়ে থাকে। কারণ চক, ডাস্টার, বোর্ড এগুলি বিশেষত প্রয়োজন হয় এবং এটি খুবই স্বল্পমূল্যে পাওয়া যায়। তবে যদি আপনি ইলেকট্রিক হোয়াইট বোর্ড কিনেন সে ক্ষেত্রে আপনার খরচটা অনেক বাড়াতে পারে। যাইহোক মোটামুটি নিজে থেকে যদি ক্লাস নেন এবং নিজের বাড়িতেই যদি ক্লাস হয়ে থাকে তাহলে আপনার এই ব্যবসাটি ১০ হাজার টাকার মধ্যেই শুরু করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *