logo design ideas for business – logo কি , Logo design কিভাবে শিখবেন, কি কি বিষয়ে লক্ষ রাখবেন, এরজন্য খরচ এবং লাভ , কিভাবে কাজ ধরে ইনকাম করবেন সমস্ত তথ্য।
লোগো ডিজাইন ব্যবসা ( logo design ideas for business ) এমন একটি ব্যবসা যা বিনিয়োগ ছাড়াই শুরু করা যায়। এটি এমন একটি ব্যবসা যার চাহিদা দিন দিন বাড়ছে। সেটা যেকোনো কোম্পানি, ব্র্যান্ড, ওয়েবসাইট বা ব্লগ হোক। প্রত্যেকের অবশ্যই তাদের নিজস্ব লোগো আছে।
এমতাবস্থায়, আপনি যদি এই ব্যবসাটি শুরু করতে চান, তবে আপনি কোনও সমস্যা ছাড়াই এটি শুরু করতে পারেন। কারণ আপনি লোগো ডিজাইন ব্যাবসা ( ideas to design a logo for business ) থেকে অনেক টাকা আয় করতে পারবেন। প্রথম অবস্থায় আপনি নিজে থেকেই লোগো তৈরি ( logo making ) করতে পারেন।
পরবর্তীকালে আপনার যখন পেহচান তৈরি হয়ে যাবে এবং আপনার কাছে যখন বেশি বেশি করে লোগো ডিজাইন ( logo design ) এর কাজ আসবে, তো তখন আপনি অন্যান্য ব্যক্তিদেরও লোগো ডিজাইনিং কাজেতে নিযুক্ত করতে পারেন।
এবং নির্ধারিত লোগোটি তৈরি করতে যে টাকা নির্ধারিত থাকবে তার কিছু অংশ যে তৈরি করে দিচ্ছে তার সঙ্গে শেয়ার করি বাকি অংশ আপনি রাখতে পারেন। এইভাবে আপনার ইনকাম ভালোভাবেই হতে পারে।
আপনি বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং এ গিয়ে অ্যাকাউন্ট তৈরি করে কাজ পেতে পারেন। পরবর্তীকালে বেশি লোগো ডিজাইন এর কাজ পেলে ওই ফ্রিল্যান্সিং সাইটগুলিতে আপনি আবার অন্যান্য ব্যক্তিদের কাজ করাতে পারেন।
এই লোগো ডিজাইনের কাজটি বাড়ির মহিলা বা স্টুডেন্ট সকলেই কিন্তু, অবসর সময়ে অর্থাৎ পার্ট টাইমে করতে পারে।
Logo design এর জন্য আপনাকে লোগো ডিজাইন সংক্রান্ত কিছু বিষয় মাথায় রাখতে হবে। এই পোস্টে আমরা আপনাকে বলবো একজন লোগো ডিজাইনার ( logo maker ) হওয়ার জন্য কী কী বিষয় অনুসরণ করতে হবে। তাই আপনিও যদি নিজের লোগো ডিজাইনের ব্যবসা শুরু করতে চান। তাই এই পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন।
📝👉 লোগো ডিজাইন সম্পর্কিত বিষয় সমূহ ( logo design ideas for business )
👉 লোগো কি?
লোগো’ হল ( what logo ) একটি প্রতীক বা চিহ্ন যা একটি কোম্পানি, ব্র্যান্ড, ওয়েবসাইট, ব্লগ, ইউটিউব চ্যানেলকে চিহ্নিত করে। লোগো হল ছবি বা টেক্সটের সমন্বয়ে গঠিত একটি চিহ্ন বা প্রতীক। লোগোর আকার ছোট। লোগোটি দেখায় যে আপনার ব্যবসা কিসের সাথে সম্পর্কিত।
👉 লোগো ডিজাইনিং ব্যবসার জন্য যোগ্যতা
লোগো ডিজাইনিং এমন একটি ব্যবসা ( logo design ideas for business ) যেখানে আপনার অবশ্যই একটি ডিগ্রি থাকতে হবে। আপনার লোগো ডিজাইন এর জন্য বা গ্রাফিক্স ডিজাইনিং এর জন্য একটি কোর্স বা সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়।এই ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে হলে ডিজাইনিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে এবং ডিজাইন করতে ভালোবাসতে হবে । অর্থাৎ কিভাবে লোগো ডিজাইনিং করতে হয় ( how are logos designed ) এই সম্পর্কে সাম্য জ্ঞান থাকা প্রয়োজন। অন্যথায় আপনি কখনই একজন সফল লোগো ডিজাইনার হতে পারবেন না।
👉 লোগো ডিজাইনিং এর সুযোগ
আজকাল প্রতিটি ব্যবসায় লোগোর প্রয়োজন, বিশেষ করে যখন কেউ তার ব্যবসাকে কোম্পানি বা ব্র্যান্ড বানাতে চায়। এই ব্যবসার সুযোগ অনলাইন এবং অফলাইন উভয়ই। অফলাইনে আপনি যেকোন কোম্পানিতে লোগো ডিজাইনার হিসেবে কাজ করতে পারেন। এবং অনলাইনে আপনি লোগো তৈরীর ( logo maker free online ) কাজ হাতে নিয়ে ফ্রিল্যান্সার হিসাবে কাজ করতে পারেন। আর আপনি আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন।
অনলাইনে অনেক ফ্রিল্যান্সিং ওয়েবসাইট রয়েছে, যেগুলোতে আপনি অ্যাকাউন্ট তৈরি করে কাজ করতে পারেন। ফ্রিল্যান্সিং সাইট যেমন – Fiverr, people per hour , Upwork, freelancer ইত্যাদি। এই ফ্রিল্যান্সিং সাইটে অনেক কোম্পানি আছে, যারা লোগো ডিজাইনার নিয়োগ করে। তাদের লোগো ডিজাইন করে টাকা উপার্জন করতে পারেন ।
আপনি যদি ইতিমধ্যে লোগো ডিজাইনের ব্যবসা করার বিষয়ে চিন্তাভাবনা করে থাকেন। তো চলুন আপনাকে বলি এর সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। যাতে আপনি একজন ভালো লোগো ডিজাইনার হিসেবে গড়ে ওঠেন ।একটি ভাল এবং সফল লোগো ডিজাইনিং ব্যবসা শুরু করতে আপনার নিম্নলিখিত বিষয়গুলি থাকতে হবে ।
📝👉 ভালো লোগো ডিজাইনিং এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ( best logo design ideas )
👉 ডিজাইনের আইডিয়া থাকা উচিত
একজন ভালো লোগো ডিজাইনার হওয়ার জন্য ভালো ডিজাইন সেন্স ( logo design ideas ) থাকাটা খুবই জরুরি। আপনার চিন্তা এবং বোঝার ক্ষমতা শক্তিশালী হতে হবে। লোগোর মাধ্যমে আপনি মানুষকে কী বলতে চান তা আপনাকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। আর সেই অনুযায়ী লোগো ডিজাইন করতে হবে।
একই সময়ে, আপনার প্রফেশনাল সফটওয়্যার টুলস সম্পর্কেও জ্ঞান থাকতে হবে। এবং একই সাথে কোন টুল কোন জায়গায় ব্যবহার করতে হবে তাও বোঝা উচিত।
শুধুমাত্র আপনার চিন্তাভাবনাকে সৃজনশীল করে আপনি একজন পেশাদার লোগো ডিজাইনার হতে পারেন। এবং সুন্দর এবং পেশাদার লোগো ডিজাইন করতে পারেন। এবং লোগো ডিজাইনার হিসেবে আপনার ব্যবসাটিকে ( logo design ideas for business ) সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন।
👉 লোগোর আকার সম্পর্কে সঠিক ধারণা
একজন পেশাদার লোগো ডিজাইনারকেও লোগোর আকার জানা উচিত। লোগোর আকার খুব বড় বা খুব ছোট হওয়া উচিত নয়। আপনার লোগোর সাইজ ঠিক রাখতে হবে যতটা সেই জায়গায় মানানসই।
👉 রং সংমিশ্রণের যত্ন নিন –
লোগো ডিজাইন করার সময় একজন লোগো ডিজাইনারকে অবশ্যই তার রঙের সংমিশ্রণের কথা মাথায় রাখতে হবে। অর্থাৎ তিনি যে লোগো বানাতে যাচ্ছেন, তাতে কোন রঙ ব্যবহার করতে হবে। কোন রঙ প্রয়োগ করলে লোগো আকর্ষণীয় হবে আর কোনটি খারাপ হবে। সেই বিষয়টি মাথায় রাখতে হবে। তবে একটি সুন্দর লোগো ( ideas to design a logo ) তৈরি হবে।
সেই সঙ্গে ফন্ট স্টাইল, কালার কনট্রাস্ট, ব্রাইটনেস, শ্যাডো ইত্যাদির যত্ন নেওয়াও জরুরি।
👉 লোগোটি নিখুঁত হতে হবে
আপনি যে ব্র্যান্ডের লোগো বানাবেন, সেই ব্র্যান্ডের সাথে মিল থাকা উচিত। অর্থাৎ ব্যবসার ধরন এবং লোগোটিও তার সাথে সম্পর্কিত হওয়া উচিত। যাতে গ্রাহক লোগো দেখার সাথে সাথে সেই ব্যবসা সম্পর্কে জানতে পারেন।
👉 লোগো ডিজাইনিং ব্যবসার প্রযুক্তিগত জ্ঞান
আপনি যদি লোগো ডিজাইনের ব্যবসা ( logo design ideas for business ) করতে চান। তাই এর জন্য আপনার প্রযুক্তিগত জ্ঞান থাকতে হবে। এর জন্য আপনাকে কম্পিউটার অপারেট করতে জানতে হবে। আপনাকে বিভিন্ন ধরনের সফটওয়্যার ( logo design software best ) সম্পর্কে জ্ঞান থাকতে হবে। যেমন- CorelDraw, Adobe Photoshop, In Design, Illustration, Premier, After Effects ইত্যাদি।
চাইলে আপনারা মোবাইলের মাধ্যমে লোগো তৈরীর অ্যাপ ( logo making apps ) যেমন – PicsArt , Adobe apps , Canva , Iris Logo maker , Ibis paint X , Font Rush অ্যাপ্লিকেশন এর সাহায্যেও লোগো ডিজাইন করতে পারবেন। এক্ষেত্রে অ্যাপ্লিকেশনটির বিভিন্ন ফাংশন সম্পর্কে আপনার জ্ঞান থাকার প্রয়োজন। এর জন্য আপনারা google অথবা ইউটিউবে PicsArt , Adobe apps , Canva , Iris Logo maker , Ibis paint X , Font Rush টিউটোরিয়াল দেখতে পারেন। এবং কিভাবে প্রফেশনাল লোগো তৈরি হয় ( logo how to make ) তা প্র্যাক্টিক্যাল ভাবে শিখে যাবেন ।
এছাড়া অনেক অনলাইন ফ্রি লোগো মেকিং ওয়েবসাইট এবং টুলস রয়েছে যার সাহায্যে আপনি অনলাইনে লোগো মেকিং ( logo maker online ) করতে পারবেন । যেমন – Designevo.Com, Logoshi.Com, Looka.Com ইত্যাদি। এই লোগো জেনারেটর গুলি ব্যবহার করে আপনি খুব সুন্দর সুন্দর লোগো তৈরী করতে পারেন পারেন।
এছাড়া আপনি wix logo maker এর সাহায্যেও প্রফেশনাল লোগো তৈরি করতে পারবেন।
আপনার কাছে এই সমস্ত প্রযুক্তিগত জ্ঞান থাকবে, তবেই আপনি একজন পেশাদার লোগো ডিজাইনার হতে পারবেন।
👉 লোগো ডিজাইন কিভাবে শেখা যায়
বিভিন্ন ধরনের ইনস্টিটিউট রয়েছে যারা লোগো ডিজাইনিংয়ের জন্য ( for logo design ) কোর্স প্রোভাইড করে থাকে। সেই সমস্ত ইনস্টিটিউশনে অ্যাডমিশন নিয়ে লোগো ডিজাইনিং শিখতে ( how to make logo for free ) পারেন।
তাছাড়া গুগলে সার্চ করলে বিভিন্ন ধরনের ব্লগ বা ওয়েবসাইট পেয়ে যাবেন, সেগুলিতে বিস্তারিতভাবে উল্লেখ করা থাকে যে আপনারা কিভাবে লোগো ডিজাইন শিখতে ( logo making online ) পারবেন। আপনারা ওই সমস্ত ব্লগ বা ওয়েবসাইটের আর্টিকেলগুলিকে পড়ে লোগো ডিজাইন শিখতে ( logo design free online ) পারেন।
এছাড়া প্রাকটিক্যাল ভাবে ভিডিওর মাধ্যমে লোগো ডিজাইননিং শেখার জন্য ( logo designing ideas ) আপনারা Youtube, Facebook page, Dailymotion ইত্যাদি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম গুলি ফলো করতে পারেন। যেখানে লোগো ডিজাইনিং এর ওপর অনেক ভিডিও পেয়ে যাবেন। যেগুলিতে প্র্যাকটিক্যাল ভাবে ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে লোগো ডিজাইনিং করা যায়। ওই সমস্ত ভিডিওগুলিকে আপনি দেখে বাড়িতে বসেই মোবাইলের সাহায্যে অনলাইনে প্রাকটিক্যাল ভাবে লোগো ডিজাইন ( logo design online ) শিখতে পারেন।
👉 লোগো ডিজাইনিং ব্যবসার জন্য প্রয়োজনীয় জিনিস
লোগো ডিজাইন করার জন্য আপনার অবশ্যই একটি কম্পিউটার, ইন্টারনেট সংযোগ, ডিজাইন করার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ইত্যাদি থাকতে হবে। আপনি শুধুমাত্র এই তিনটি জিনিস ব্যবহার করে একটি পেশাদার লোগো ডিজাইন করতে পারেন।
📝👉 লোগো ডিজাইনিং ব্যাবসার খরচ ও ইনকাম
👉 লোগো ডিজাইনিং ব্যবসার জন্য খরচ ( cost of logo design ideas business )
এটি একটি শূন্য বিনিয়োগ ব্যবসা। কিন্তু এটি শুরু করতে আপনাকে কম্পিউটার, ইন্টারনেট সংযোগ, পেইড সফ্টওয়্যার ইত্যাদিতে অর্থ ব্যয় করতে হবে। এর পরে আপনি আরামে আপনার ব্যবসা শুরু করতে পারেন।
এছাড়া আপনার কাছে যদি মোবাইল থেকে থাকে, আপনি প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে PicsArt এপ্লিকেশনটি ইন্সটল করে তাতেই লোগো তৈরি করতে পারবেন। এবং বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সার ওয়েবসাইটে একাউন্ট তৈরি করে কাজ করে ইনকাম করতে পারবেন। এক্ষেত্রে আপনার বিশেষ তেমন খরচ হবে না।
👉 লোগো ডিজাইনিং ব্যবসায় লাভ ( profit of logo design ideas business)
এটি এমন একটি ব্যবসা, যা শুরু করার পরে আপনি প্রচুর মুনাফা অর্জন করতে পারেন। অনেক ব্যক্তি রয়েছে যারা এক একটি লোগোর জন্য ৫০০ থেকে ১০,০০০ পর্যন্ত চার্জ করে থাকে। আবার অনেক বড় বড় ব্র্যান্ড বা কোম্পানির রয়েছে তারা তাদের লোগো তৈরির জন্য লক্ষ লক্ষ টাকাও পে করে থাকে।
তাই আপনি বিভিন্ন কোম্পানির জন্য লোগো ( logo design for company ) তৈরি করে খুব ভালো ইনকাম করতে পারবেন। প্রয়োজনে তাদের সঙ্গে কন্ট্রাক্ট করে। ওই কোম্পানির বিভিন্ন ধরনের প্রোডাক্টের জন্য আপনি লোগো ডিজাইন করে দিয়ে ইনকাম করতে পারবেন।
আপনি বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সার সাইটে অ্যাকাউন্ট তৈরি করে। সেখানেতে লোগো ডিজাইন এর কাজ করতে পারেন। এবং নিজের পছন্দ অনুযায়ী চার্জ করতে পারেন।
এছাড়া বর্তমানে বিভিন্ন ধরনের গেমিং প্লাটফর্মে । যেমন pubg, free fire যে সমস্ত ব্যক্তিরা খেলে তারা প্রত্যেকেই ওই সমস্ত গেমিং প্ল্যাটফর্মেতে অ্যাকাউন্ট তৈরি করে থাকে। এবং প্রত্যেকটি অ্যাকাউন্টে একটি করে প্রোফাইল লোগো ( logo maker gaming ) লাগিয়ে রাখে। বিশেষত তারা এট্রাক্টিভ ধরনেরই লোগো লাগিয়ে থাকে। তাই আপনি ওই সমস্ত ব্যক্তিদের গেমিং আইডির জন্য লোগো ( logo maker gaming free ) তৈরি করে ইনকাম করতে পারেন। তাদের সঙ্গে কন্ট্রাক্ট করে।
এবং বর্তমানে ইউটিউব খুব পপুলার হচ্ছে। প্রতিদিন হাজার হাজার ব্যাক্তি ইউটিউবে চ্যানেল তৈরি করছে। প্রত্যেকটি চ্যানেলের জন্য এক একটি করে চ্যানেল লোগো ( logo maker youtube ) এবং ব্যানার ইমেজ এর প্রয়োজন হয়, চ্যানেলটিকে ভালোভাবে কাস্টমাইজ করার জন্য। আপনি ওই সমস্ত ইউটিউবারদের ইউটিউব চ্যানেলের জন্য লোগো ( logo maker for youtube ) বা ব্যানার ইমেজ তৈরি করেও ইনকাম করতে পারবেন।
তাছাড়া বর্তমানে ব্লক বা ওয়েবসাইট দিন দিন পপুলার হচ্ছে। তাই প্রতিদিন হাজার হাজার ব্লগ বা ওয়েবসাইট তৈরি হচ্ছে। ওই সমস্ত ব্লক বা ওয়েবসাইটের জন্য লোগো এবং কাভার ফটোর প্রয়োজন হয়। তাই আপনি ওই সমস্ত ব্লক বা ওয়েবসাইটের জন্যও লোগো বা কভার ফটো তৈরি করে দিয়ে ইনকাম করতে পারবেন।
এছাড়া বিভিন্ন ধরনের মোবাইল কোম্পানির জন্য মোবাইলের লোগো তৈরি ( logo for mobile company ) করে দিয়ে সেখান থেকেও আপনি মোটা টাকা ইনকাম করতে পারবেন। তবে এর জন্য আপনাকে একজন প্রফেশনাল লোগো মেকার হতে হবে।
তবে অবশ্যই মনে রাখবেন যতটা সম্ভব কম টাকায় করার এবং ভালো কাজ প্রদান করার। তাহলেই আপনি বেশি পরিমাণে কাজ পাবেন এবং আপনার উপরে ট্রাস্ট বাড়বে আর ফল স্বরূপ আপনি বেশি পরিমাণে কাজ পাবেন।
∆ উপরিক্ত কাজগুলি প্রথম অবস্থায় আপনি নিজে থেকেই করতে পারেন। পরবর্তীকালে আপনাদের কাছে যখন বেশি বেশি করে লোগো ডিজাইন এর কাজ আসবে। তো তখন আপনি বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের মাধ্যমেই অন্যান্য ব্যক্তিদের কে কাজ দিয়ে, লোগো ডিজাইনিং এর কাজগুলি করে নিতে পারবেন। এক্ষেত্রে যে কোম্পানি বা ব্যক্তির সঙ্গে কোন লোগো ডিজাইনিং করে দেওয়ার জন্য যে টাকাটি চুক্তি হিসেবে ধার্য হবে, সেই টাকার কিছু অংশ আপনি তিনাকে পে করবেন, জিনার মাধ্যমে আপনি লোগোটিকে ডিজাইন করবেন। এক্ষেত্রে আপনার এটি একটি ব্যবসায়িক ক্ষেত্রেতেও ( logo design ideas business ) পরিণত হবে। এইখানে আপনার লোগো ডিজাইনও করতে হবে না, আপনি মধ্যস্ত তা হিসেবে কাজ করবেন। এবং এ থেকেই আপনার ভালো ইনকাম হতে থাকবে।
📝👉 FAQ of Logo Design Business
Q) লোগো মেকার অ্যাপ বা ওয়েবসাইট কি লোগো ডিজাইনিংয়ের জন্যও ব্যবহৃত হয় ( can I used logo maker apps and website for Logo design ) ?
হ্যাঁ, লোগো তৈরির জন্য অনেক ধরনের লোগো মেকার অ্যাপ এবং ওয়েবসাইট রয়েছে। যার সাহায্যে আপনি বিভিন্ন ধরনের লোগো তৈরি করতে পারেন। এর জন্য, আপনি যেই লেখা দিয়ে লোগো তৈরি করতে চান সেই লেখা বা টেক্সটি ইনপুট করতে হবে, এবং সাবমিট বা কনফার্ম এ ক্লিক করতে হবে। এরপর আপনার কোম্পানির সাথে সম্পর্কিত অনেক লোগো প্রস্তুত হয়ে যাবে।
Q) লোগোটির পুরো নাম কী (Full form of Logo)?
লোগোটির পূর্ণরূপ হল ল্যাঙ্গুয়েজ অফ গ্রাফিক্স ওরিয়েন্টেড( Language Of Graphics Oriented )
Q) আমি কি মোবাইল দিয়ে লোগো তৈরি করা যায় ( make a logo used mobile ) ?
হ্যাঁ, আজকাল বেশিরভাগ মানুষই স্মার্ট ফোন ব্যবহার করে। যেগুলোতে অনেক ধরনের অ্যাপ ইন্সটল করে লোগো তৈরি করা যায়। যেমন PicsArt, Adobe, Canva এপ্লিকেশনের সাহায্যে খুব সুন্দর, হাই কোয়ালিটি এবং প্রফেশনাল লোগো তৈরি করা যায়। কিন্তু আপনি যদি উচ্চ পর্যায়ের গ্রাফিক ডিজাইনার হতে চান। তাই এর জন্য আপনার একটি কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন হতে পারে।
Q) কোন ওয়েবসাইটগুলি লোগো তৈরির সুবিধা প্রদান করে ( logo design online free website ) ?
আপনি গুগলে অনলাইনে এরকম অনেক ওয়েবসাইট ( free logo maker online ) পাবেন। যার মাধ্যমে আপনি অনলাইনে ( logo maker free online ) তৈরি করতে পারেন সুন্দর, আকর্ষণীয় এবং বিভিন্ন ধরনের লোগো। যেমন – Designevo.Com, Logoshi.Com, Looka.Com ইত্যাদি। এই লোগো জেনারেটর ব্যবহার করে আপনি খুব সুন্দর সুন্দর লোগো পেতে পারেন।
Q) প্রফেশনাল লোগো ডিজাইনিং কোথায় শিখবেন ( how to learn Logo Design ) ?
লোগো ডিজাইনিং কোর্সের জন্য অনেক প্রতিষ্ঠান রয়েছে। যেখান থেকে আপনি লোগো ডিজাইনিং কোর্স করে একজন পেশাদার লোগো ডিজাইনার হতে পারেন। এ ছাড়া আপনি ইন্টারনেটে ইউটিউব এর মাধ্যমে লোগো ডিজাইনিং ভিডিও দেখে ঘরে বসে লোগো ডিজাইন করা শিখতে পারেন।
Q) অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য কয়েকটি লোগো তৈরীর অ্যাপ ( logon maker app for Android mobile)?
মোবাইলের সাহায্যে লোগো তৈরির জন্য কয়েকটি লোগো মেকিং এপ্লিকেশন ( logo making apps ) হলো PicsArt , Adobe apps , Canva , Iris Logo maker , Ibis paint X , Font Rush , Dotpict , Logo maker plus , Logo maker by Shopify , Z Mobile Logo maker , Palette logo maker app ,