alamy photo stock Selling Business – Alamy কি, অ্যাকাউন্ট তৈরি, ফটো আপলোড পদ্ধতি, কমিশন রেট, ইনকাম করে উইথড্র পদ্ধতি সম্পূর্ণ আলোচনা করা হয়েছে।

কোথাও বেড়াতে গিয়ে আপনার আশেপাশের বিভিন্ন ধরনের ফটো যেমন গাছ, পশু, পাখি, নদী, নালা, পাহাড়-পর্বত, রাস্তাঘাট, মানুষজন অথবা প্রাকৃতিক বিভিন্ন ধরনের ফটো বা আপনি যেখানে বসবাস করেন সেখানকার আশেপাশের বিভিন্ন ধরনের ফটো তো মোবাইলে তুলেই থাকেন।

এবং ওই সমস্ত ফটোগুলি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এ ফটো আপলোড ( photo upload in google ) করে থাকেন।

আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা ( share your photo ) বিভিন্ন ধরনের স্টক ইমেজেস বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর ফ্রিতে ওই সমস্ত স্টক ইমেজেস ( stock images free ) তাদের কনটেন্টে ব্যবহার করে থাকে, যা আপনি জানতেই পারেন না, যে আপনার আপলোড করা স্টক ফটোসগুলি কেউ তার কনটেন্টে ব্যবহার করছে। এতে আপনার কিছু লাভও হয় না।

কিন্তু আপনি কি জানেন এই সমস্ত তোলা ফটোগুলি আপনি বিভিন্ন ধরনের ফটো আপলোডিং আর্নিং বা ইনকামের ওয়েবসাইটে ( photo uploading website ) আপলোড করে আর্নিং বা ইনকাম করতে পারবেন। তো আমি আপনাদেরকে এমন একটি ফটো আপলোডিং ইনকামের ওয়েবসাইট সম্পর্কে বলব যেখানে আপনি ফটো আপলোড করে, ফটো সিলিং ( photo selling ) এর মাধ্যমে ইনকাম করতে পারবেন।

ওয়েব সাইটটির নাম হল alamy । নিম্নে ওয়েবসাইটটি ( alamy photo stock ) সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। যে কিভাবে আপনি alamy তে একাউন্ট তৈরি করে ফটো আপলোডিং এর মাধ্যমে ইনকাম করতে পারবেন।

📝👉 alamy.com ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত তথ্য ( Full Discuss About Alamy photo stock )

👉 alamy website কি ( what is alamy.com )?

alamy.com একটি ফটো সেলিং ইনকামের ওয়েবসাইট। যেখানে আপনারা মোবাইল বা ক্যামেরায় তোলা যে কোন ধরনের ফটো আপলোড করে ইনকাম করতে পারবেন। অর্থাৎ ফটো আপলোড করার পর যদি ওই ফটো বা ইমেজ সেল ( image selling ) অর্থাৎ বিক্রি হয় তা থেকে আপনি কমিসন পাবেন। এই Alamy ওয়েবসাইটটি আপনার আপলোডিং করা ফটোটি ( stock photos alamy ) বিভিন্ন ধরনের কনটেন্ট ক্রিয়েটরদের মধ্য সেল করে থাকে।

👉 alamy.com website একাউন্ট কিভাবে ক্রিয়েট করা যায় ( how to create account on alamy.com )?

alamy photo stock

প্রথম,- সর্বপ্রথম আপনাকে alamy.com ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর ডানদিকে ওপরে প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে।

দ্বিতীয়,- তারপর আপনাদের কাছে নতুন একটি উইন্ডো ওপেন হয়ে যাবে যেখানে আপনাকে ” Creat An Account ” এ ক্লিক করে, ” Sell Images ” এ ক্লিক করতে হবে ।

তৃতীয়,- এরপর আপনাদের কাছে একাউন্ট ক্রিয়েট করার জন্য ফ্রম ওপেন হয়ে যাবে, যেখানে আপনাকে আপনার বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো দিতে হবে, এরপর একেবারে নিচে এসে প্রথমে এর ” terms and conditions ” গুলিকে এক্সেপ্ট করার জন্য ঘরটিতে ঠিক চিহ্ন দিতে হবে তারপর নিচে ” became a contributor ” এ ক্লিক করতে হবে। তো আপনার একাউন্ট ক্রিয়েট হয়ে যাবে।

 > Account Verification process

একাউন্ট ক্রিয়েট হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাকে অন্য একটি পেজে তে রি-ডাইরেক্ট করে দেবে। সেখানে আপনার একাউন্ট টি ভেরিফাই করার জন্য তিনটি ফটো আপলোড করতে হবে। যা ফটো আপলোডিং করারই স্টেপ যা নিম্নে উল্লেখ করা হল –

alamy photo stock

প্রথম,- প্রথমত ফটো আপলোড করার জন্য আপনাকে ” Get Started ” এ ক্লিক করতে হবে।

দ্বিতীয়,- এরপর আপনাকে আপনার ফটোর ক্যাটাগরি টি সিলেক্ট করতে হবে তারপর নিচে ” Next ” ক্লিক করতে হবে। তো আপনাদের কাছে নতুন একটি উইন্ডো ওপেন হয়ে যাবে।

তৃতীয়,- তারপর আপনাকে ” Browse file ” এ ক্লিক করে যেই যেই ফটোগুলো আপলোড করবেন সেগুলিকে সিলেক্ট করে আপলোড করে নিতে হবে , এরপর আপলোডিং শেষ হয়ে গেলে নিচে ” Submit ” এ ক্লিক করলেই আপনার ফটোগুলি সাবমিট হয়ে যাবে।

এরপর, alamy এর কর্মচারীরা আপনার একাউন্টে চেক করবেন যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনার একাউন্ট টিকে ভেরিফাই করে দেওয়া হবে, এরপর থেকে আপনি ফটো আপলোড করতে পারবেন ।

আপনার একাউন্টি ভেরিফাই করে দেওয়ার পর আপনার হোম ড্যাশবোর্ডে আপলোডিং এর অপশন পেয়ে যাবেন যেখান থেকে আপনি ফটো আপলোড করতে পারবেন নিচে হোম ড্যাশবোর্ডে ফটো দেওয়া হল সঙ্গে আপলোডিং এর জায়গা চিহ্নিত করা হল।

alamy photo stock

👉 alamy.com website টির হোম ড্যাশবোর্ড ( home dashboard of alamy.com )

alamy.com website টির হোম ড্যাশবোর্ডে আপনি আপনার ফটো আপলোডিং এর স্ট্যাটাস, আর্নিং এর স্ট্যাটাস, এবং অন্যান্য তথ্য গুলি দেখতে পেয়ে যাবেন। এছাড়া এই হোম ড্যাশবোর্ডে ডানদিকে ওপরের দিকে ফটো আপলোডিং এর অপশন রয়েছে। এখান থেকেই ফটো আপলোড করতে পারবেন।

alamy photo stock

👉 alamy photo stock এ ফটো সেলিং কমিশন কত করে পাওয়া যায় ?

Today Weather, Today temperature, Weather tomorrow, Weather 7 days,

alamy.com website এ আপনারা প্রত্যেকটি ফটো বিক্রি তে কমিসন পাবেন। বিশেষত আপনার যে সমস্ত ফটোগুলি এক্সপ্লোসিভ ক্যাটাগরির মধ্যে পড়বে সেগুলো বিক্রি হলে তা থেকে আপনারা ৫০% পর্যন্ত কমিশন পাবেন। এবং যে সমস্ত ফটোগুলি আপনার নন এক্সক্লোসিভ ক্যাটাগরির মধ্যে পড়বে সেগুলিতে আপনারা ৪০% পর্যন্ত কমিশন পেয়ে যাবেন।

👉 Alamy.com website থেকে Withdraw কিভাবে নেওয়া যায় ?

alamy.com website থেকে ইনকাম করার পর তা উইথড্র ( withdraw ) করার জন্য নিচের স্টেপ গুলি ফলো করতে হবে –

alamy photo stock

প্রথম,- হোম ড্যাশবোর্ডেই আপনি দেখতে পেয়ে যাবেন ” Account Settings ” সর্বপ্রথম ক্লিক করতে হবে। এরপর অন্য একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে ” Edit ” এ ক্লিক করতে হবে।

দ্বিতীয়,- এরপর আপনাকে অন্য একটি পেজে রি ডাইরেক্ট করে দেবে যেখানে আপনাকে পাসওয়ার পুট করার কথা বলবে। পাসওয়ার্ড টি দেওয়ার পর অন্য একটি পেজে আবার রি ডাইরেক্ট হয়ে যাবেন, যেখানে ” please choose a payment options ” এ ক্লিক করতে হবে।

alamy photo stock

তৃতীয়,- এরপর আপনারা বিভিন্ন ধরনের পেপেন্ট নেওয়ার অপশন পেয়ে যাবেন। যার সাহায্যে নিতে চান সেই পেমেন্ট মেথড এড করে পেমেন্ট নিতে পারবেন।

📝👉 FAQ For Alamy.com Website

Q) Alamy.com কি ?

alamy.com একটি ফটো সেলিং ইনকামের ওয়েবসাইট।

Q) অনলাইনে কি ফটো বিক্রি ( photo selling online ) করা যায় ?

হ্যাঁ, বিভিন্ন ধরনের stock images বা ফটো আপলোডিং ওয়েব সাইটে ফটো আপলোডিং এর মাধ্যমে ফটো সেল করা যায়।

Q) alamy photo stock এ কি ধরনের ফটো আপলোড করা যায় ?

Alamy.com এ আপনারা যেকোনো ধরনের photo upload করতে পারেন যেগুলি আপনি মোবাইল থেকে তুলে থাকেন। সে হতে পারে গাছ, পশু, পাখি, নদী, নালা, পাহাড়-পর্বত, রাস্তাঘাট, মানুষজন অথবা প্রাকৃতিক বিভিন্ন ধরনের ফটো ( stock photo ) বা আপনি যেখানে বসবাস করেন সেখানকার আশেপাশের বিভিন্ন ধরনের ফটো।

Q) Alamy website এ কমিশন কত পাওয়া যায় ?

Alamy.com এ stock photos সেল থেকে আপনি ৪০% – ৫০% পর্যন্ত কমিশন পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *