business for women’s – এই পোষ্টে আপনারা জানতে পারবেন মহিলাদের জন্য ২১টি বিশেষ ব্যবসার আইডিয়া বা কাজ। যেগুলি বাড়ির কাজকর্ম বা পড়াশোনার পাশাপাশি করা যেতে পারে।
আজকাল অনেক বিবাহিত মহিলারাই রয়েছেন যারা কোন না কোন কর্মচারীর পদে নিযুক্ত। কিন্তু দেখলে দেখা যাবে ৮০ শতাংশ বিবাহিত মহিলারাই শুধুমাত্র বাড়ির কাজকর্ম করে যায়। তারা অন্য কোন কাজের সঙ্গে যুক্ত নয়। ফলে তাদের কাছে কিন্তু টাকা সব সময় খুব একটা থাকে না। তাদেরকে সবসময় তার স্বামীর উপরে নির্ভর করতে হয়। যেকোনো কেনার ক্ষেত্রে টাকার জন্য।
তাছাড়া অনেক শিক্ষিত যুবতীও রয়েছেন, যারা কিনা শিক্ষিত হলেও তেমন কোন কাজের সঙ্গে নিযুক্ত নয়, বেকারি রয়েছেন। তাই তাদের পড়াশোনা চালানোর জন্য টিউশন খরচ, বইপত্র খাতা কলম কেনার খরচ, যেকোনো জামা কাপড় কেনার খরচ, এবং নিজস্ব প্রয়োজনের হাত খরচা তাদেরকে হয়তো তার পরিবারের প্রধান বা বাবার কাছ থেকেই নিতে হয়। তাই অনেক যুবতীও অনেক সময় লজ্জা বোধ করে টাকা বারবার যাওয়ার জন্য।
তাই আপনি যদি একজন বিবাহিত মহিলা হন বা শিক্ষিত বেকার যুবতী হন না কেন। আপনি যদি চান যে টাকার জন্য আপনি পরিবারের প্রধান বা বাবার কাছে বা স্বামীর কাছে কোন টাকা চাইবেন না। এই টাকার প্রয়োজন মেটার জন্য আপনি নিজস্ব ব্যবসা শুরু করবেন বা নিজে কোন কাজের সঙ্গে যুক্ত হবেন। তাহলে এই পোস্টটি আপনাদের জন্য খুবই সাহায্যকারী হবে।
এই পোস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি বিবাহিত মহিলা হন অথবা শিক্ষিত বেকার যুবতী ( business for women’s ) হন কিভাবে আপনি যে কোন একটি ব্যবসা শুরু করতে পারবেন বা যে কোন কাজের সঙ্গে যুক্ত হতে পারবেন। নিচে এমন অনেক ব্যবসার আইডিয়া বা কাজের আইডিয়া সম্পর্কে ধারণা প্রদান করা হলো। যেগুলি আপনি বাড়ির কাজকর্ম করার পাশাপাশি বা পড়াশোনার পাশাপাশি করতে পারবেন। এবং নিজের প্রয়োজনের টাকা নিজেই উপার্জন করতে পারবেন।
👉 মহিলাদের জন্য ২১ টি বিশেষ ব্যবসার আইডিয়া নিম্নে উল্লেখ করা হল
বিউটি পার্লারের আইডিয়া – আপনি চাইলে আপনার ফাঁক টাইমে বিউটি পার্লার খুলে বিউটি পার্লারের কাজগুলি করতে পারেন। এই কাজ আপনি যেকোনো সময় করতে পারেন। যদি আপনার খুব একটা ফাক নাও থাকে আপনি বিশেষত বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কাজটি করতে পারেন। আর এই কাজ থেকেও খুব ভালো ইনকাম করা যায়।
কাপড়ের ব্যবসা – কাপড় মানুষের জনজীবনে সব সময়ই প্রয়োজন হয়। তাই আপনি লেডিস হয়ে থাকলে বিশেষত লেডিসদের বিভিন্ন ধরনের কাপড়ের ব্যবসা শুরু করতে পারেন। এই ব্যবসা আপনি আপনার বাড়িতেও করতে পারেন বা কোন একটি দোকান খুলেও করতে পারেন। তবে অবশ্যই ধ্যান রাখবেন যে সমস্ত নতুন নতুন ডিজাইন আসবে সেই ধরনেরই পোশাক রাখার চেষ্টা করবেন। এতে গ্রাহকের দৃষ্টি আকর্ষণ হবে।
মেহেন্দি লাগানোর আইডিয়া – এই কাজটি আপনি আপনার অবসর সময় এর যে কোন সময় করতে পারেন। এই ধরনের ব্যবসা সবচেয়ে ভালো চলে যে কোন উৎসব অনুষ্ঠানে বা বিবাহে। তবে এর জন্য আপনাকে হাতে মেহেদি লাগানোর বিভিন্ন ডিজাইন সম্পর্কে জানতে হবে। আপনি চাইলে ইউটিউব ভিডিওর মাধ্যমে বিভিন্ন ডিজাইন দেখে নিতে পারেন।
রাধুনীর কাজ – আপনি যদি চান যে সমস্ত মেস বা হোস্টেল রয়েছে। সেগুলিতে ছাত্রদের জন্য বা অন্যান্য ব্যক্তিরা যে মেসে থাকি সেইমেস গুলিতে রান্না করেও আপনার জীবিকা নির্বাহ করতে পারেন। এর জন্য আপনাকে আপনার ফাক সময়ে সকালে এক টাইম এবং সন্ধ্যেই বা বিকেলে এক টাইম গিয়ে রান্না করতে হবে। এবং এই রান্নার মাধ্যমে প্রতিমাসে আপনারা খুব একটা ভালো বেতন পেতে পারেন।
টিফিন সার্ভিস – আপনি চাইলে যে সমস্ত স্কুল, কলেজ, অফিস, আদালত ও অন্যান্য সরকারি বা বেসরকারি কর্মকেন্দ্র রয়েছে সেগুলির আশেপাশে ঠেলা লাগিয়ে টিফিন প্রদান করতে পারেন। প্রয়োজনে আপনারা টিফিন কে প্যাক করেও বিভিন্ন কর্মকেন্দ্রে সরবরাহ করতে পারেন অফিসার বা কর্মচারীদের জন্য।
স্টেশনারি জিনিসপত্রের ব্যাবসা – আপনি চাইলে আপনার বাড়িতে বা আপনার আশেপাশে লোকালিটি এলাকায় একটি স্টেশনারি দোকান করতে পারেন। এবং ওই দোকানে মহিলাদের যাবতীয় স্টেশনারি জিনিসপত্র বিক্রয় করতে পারেন। স্টেশনারি জিনিসপত্রে ৬০% থেকে ৭০% পর্যন্ত লাভ থেকে থাকে।
মাটির বাসনপত্র তৈরি – যতই ডিস বা অ্যালুমিনিয়াম বা তামা বা কাঁসার বাসনপত্র বাজারে বিক্রি হোক না কেন। মানুষ যখন রান্নাবান্না করতে শেখে তখন থেকে শুরু করে আজ পর্যন্ত মাটির বাসনপত্রের চাহিদা থেকেই গিয়েছে। কেননা মাটির কলসি, হাড়ি, বা জিনিসপত্র বিভিন্ন হয়ে থাকে। তাই আপনি যদি একজন বিবাহিত মহিলা হোন এবং নিজের বাড়িতেই কোন একটি ব্যবসা শুরু করবেন এই ব্যবসাটি আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।
সবজি চাষ – আপনার যদি চাষযোগ্য কমপক্ষে ১২ থেকে ১৫ ডেসিমাল কিছু জায়গা থাকে । তাহলে আপনি ওই জায়গায় বিভিন্ন ধরনের সবজি চাষ করতে পারেন। যেমন তিন থেকে চার ডেসিমাল করে আলু, পেঁয়াজ, বরবটি, ভেন্ডী, অন্যান্য শাক- সবজি চাষ করে সেগুলি ডেলি হাটে বিক্রি করতে পারেন। বা আপনি সুবিশ্বাস করেছে জানতে পারলে আপনার প্রতিবেশীরাই আপনার বাড়ি থেকে টাটকা কাঁচা সবজি কিনে নিয়ে যাবে।
ফলের চাষ – আপনি চাইলে আপনার বাড়ির চারপাশে যদি আপনার কিছু ফল চাষের জন্য উপযুক্ত যেমন মাটি ফেলা উঁচু জায়গা থেকে থাকে। তাহলে আপনি নার্সারি থেকে বিভিন্ন ফলের চারা গাছ নিয়েছে লাগাতে পারেন। আর ওই সমস্ত ফলের চারাগাছি নিবেন যেগুলি লাগানোর দু’বছর পরেই যেন ফল দেয়। তাহলে ওই সমস্ত ফল গাছগুলি থেকে পাওয়া ফল আপনি বিক্রি করতে পারেন । অনেক গাছ রয়েছে যেগুলি একবার লাগানোর পর প্রতিবছর ফল দিতে থাকে। যেমন আম, পেয়ারা, বাতাবি লেবু, কমলা লেবু, পাতিলেবু, শপেদা, নাশপাতি, বেদানা বা আনার, আবহাওয়া ও মাটি উপযুক্ত হলে আপেল এবং আঙ্গুর চাষ করতে পারেন।
টেলারিং এর কাজ – আপনি এই কাজটি বাড়ির যেকোনো কাজকর্ম করার পাশাপাশি বা পড়াশোনা চালানোর পাশাপাশি ফাক টাইমে আরামে শহীদ করতে পারবেন। আপনি যদি সেলাইয়ের কাজ নাও জানেন তাহলে যারা সেলাই করছে বা সেলাই ট্রেনিং সেন্টারে গিয়েও শিখতে পারেন। তাছাড়া এটি খুব একটা টাফ বিষয় নয় আপনি যদি নজেও চেষ্টা করেন অবশ্যই পেরে যাবেন। এজন্য শুধুমাত্র আপনাকে চার থেকে পাঁচ হাজার টাকা খরচ করে টেলারিং মেশিন কিনতে হবে। এরপর আপনি বাড়িতে বসেই ফাক টাইমে ব্যক্তিদের ছেঁড়াফাটা জামাকাপড় সেলাই করতে পারবেন বা নতুন জামা কাপড় তৈরি করে দিতে পারবেন।
ভিডিও ক্রিয়েটরের কাজ – আপনার যদি কোন শিক্ষাগত যোগ্যতা নাও থাকে আপনি ইউটিউবে ভিডিও দেখে ভিডিও এডিটিং কিভাবে করতে হয় তা শিখে নিতে পারবেন। আর ভিডিও ক্রিয়েট করে এডিটিং করার পর সেটিকে আপনি বিভিন্ন ধরনের ভিডিও আপলোডিং প্ল্যাটফর্মেতে আপলোড করে। সেগুলির অ্যাড নেটওয়ার্ক কানেক্ট করে, সেগুলি থেকে ইনকাম করতে পারবেন। আপনি এখানে যেকোনো ধরনের ভিডিও আপলোড করতে পারেন। যেমন কোন ইনফরমেশন রিলেটেড, বা কোন টেকনিক্যাল রিলেটেড, বা কোন নিউজ রিলেটেড, বা কোন ভ্লগ রিলেটেড, কোন কিছু এক্সপেরিয়েন্স রিলেটেড, সে কোন ধরনের ভিডিও আপনি শুট করে সেটিকে আপলোড করতে পারেন।
আর্টিকেল লেখার কাজ – এই কাজটিও আপনি বাড়িতে বসে আপনার ফাক সময় করতে পারেন। তবে এক্ষেত্রে আপনার একটুকুও শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। কেননা যে ভাষায় আপনি আর্টিকেল লিখবেন সেই ভাষায় আপনার যথেষ্ট জ্ঞান থাকতে হবে। তবে আপনি চাইলে বাংলা ভাষাতেও আর্টিকেল লিখতে পারেন। কেননা বর্তমানে বিভিন্ন অ্যাট নেটওয়ার্ক কি বাংলা ভাষাকে এক্সেপ্ট করে তাদের দেখানোর জন্য। আপনি চাইলে কোন প্ল্যাটফর্ম বা কোম্পানির জন্য আর্টিকেল লিখতে পারেন।
অথবা আপনি যেকোনো একটি ব্লক বা ওয়েবসাইট ক্রিয়েট করে তাতেও আপনি আর্টিকেল পাবলিশ করতে পারেন। এবং ১০০০ ওয়ার্ড করে ২০ থেকে ২৫ টি আর্টিকেল পাবলিশ করার পর অ্যাড নেটওয়ার্কের জন্য এপ্লাই করলে, অবশ্যই আপনার ব্লগ বা ওয়েবসাইটটি এপ্রুভড হয়ে যাবে। তবে প্রথম যে ২০ থেকে ২৫ টি আর্টিকেল লিখবেন সেগুলি যেন ইউনিক হয় অর্থাৎ আপনি যেন নিজে থেকেই লিখেন, অন্য কারো যেন কপি করা না হয়। আপনি অন্যান্য ব্লক বা ওয়েবসাইট থেকে আইডিয়া নিতে পারেন কিন্তু হুবহু কপি পেস্ট চলবে না।
সাইবার ক্যাফ – এই কাজটি শিক্ষিত মহিলাদের জন্য। যারা মোটামুটি পড়াশোনা করেছেন কিন্তু কোন কাজ পাচ্ছেন না বেকার রয়েছেন। তারা চাইলে একটি ডেক্সটপ অর্থাৎ কম্পিউটার বা ল্যাপটপ কিনে, এর সঙ্গে স্ক্যান করতে পারি এমন একটি প্রিন্টার এবং একটি জেরক্স মেশিন কিনে সাইবার ক্যাফ খুলতে পারেন। এবং যাবতীয় অনলাইন কাজ করতে পারেন।
টুরস এন্ড ট্রাভেল এজেন্সি – আপনার যদি দক্ষতা থেকে থাকি তাহলে আপনি বিভিন্ন ট্যুরস এন্ড ট্রাভেলস সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং ট্যুরে যাবে এমন ব্যক্তিদের ট্যুরের ব্যবস্থা করে কাছ থেকে কমিশন অর্জন করতে পারেন। এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না। যে কাজ আপনাকে করতে হবে তা হলো আপনার নাম এবং মোবাইল নাম্বার দিয়ে কয়েকটি বড় পোস্টার তৈরি করা। এবং তাতে উল্লেখ করা ‘যে কোন জায়গায় ট্যুরে যাওয়ার জন্য যোগাযোগ করুন’ । এবং এই পোস্টারটিকে ছোট বড় বিভিন্ন বাজার এবং শহরতলীতে টাঙানো। যাতে করে ব্যক্তিরা দেখে যদি কোনদিন টুরে যেতে চাই কোন জায়গায় যেন আপনার সঙ্গে যোগাযোগ করে।
বই দোকান – আপনি যদি কিছুটা শিক্ষিত হয়ে থাকেন। তাহলে আপনার স্কুল কলেজ বা বড় বড় কোচিং সেন্টার গুলির পাশে বইয়ের দোকান খুলতে পারেন। বিভিন্ন ক্লাসের বইগুলি রাখার পাশাপাশি খাতা, কলম, পেন্সিল বিভিন্ন ধরনের শিক্ষামূলক উপকরণ রাখতে হবে।
মাদুর তৈরি – এই কাজটি শিক্ষিত-অশিক্ষিত সকল মহিলারাই করতে পারবে। তবে এর জন্য আপনাকে অবশ্যই তৈরি করার পদ্ধতি জানতে হবে। এই কাজ বাড়িতে অবসর সময় করতে পারেন। মাদুর প্রত্যেকটি ফ্যামিলির প্রত্যেকটি মানুষের জন্যই প্রয়োজন। কেননা মাদুর ছাড়া মানুষ ঘুমাতে পারে না।
লন্ড্রি ও ড্রাই ক্লিনিং – এই কাজটি যে কেউ মহিলায় করতে পারবেন। শুধুমাত্র এর জন্য আপনাকে কিছু ব্লিচিং পাউডার কিনতে হবে। যারা আপনার কাছে আসবে তাদের জামা কাপড় পরিষ্কার করার জন্য, তাদের জামা কাপড় গুলিকে ব্লিচিং পাউডারের সাহায্যে ২৫ মিনিট থেকে আধা ঘন্টা ভিজিয়ে সেটিকে হাতের সাহায্যে কেঁচে পরিষ্কার করে রোদে শুকিয়ে প্রেস করে দিতে হবে। চাইলে আপনি একটি ওয়াশিং মেশিনও কিনে নিতে পারেন।
বেবি সিটার – আপনি চাইলে একটি বেবি চিটার সেন্টার খুলতে পারেন। কারণ আজকাল বেশিরভাগ বাবা-মা উভয়েই যে কোন কাজের সঙ্গে যুক্ত থাকে। তাই কাজের সময় তারা তার সন্তানদেরকে বাড়িতে না রেখে একটি উপযুক্ত বেবি সিটার সেন্টারে রেখে যেতে বেশি ইচ্ছা করে। কারণ তারা জানে যে একমাত্র বেবি সিটার সেন্টারেই তার সন্তান যত্নের সহিত থাকবে।
বাঁশ ও কঞ্চির তৈরি জিনিসপত্র – মানুষ যতই খুশি বা অন্যান্য জিনিসের তৈরি সরঞ্জাম ব্যবহার করুক না কেন। বাঁশ ও কঞ্চির তৈরি বিভিন্ন সরঞ্জামের চাহিদা আগেও ছিল, বর্তমানেও রয়েছে এবং আগামীতেও থাকবে। আপনি বাঁশ ও কঞ্চির তৈরি বিভিন্ন সরঞ্জাম যেমন ঠেকা, কুলো, ধামা, ইত্যাদি তৈরি করে বিক্রি করতে পারেন। তবে এই কাজ গুলি করার জন্য প্রথমে আপনাকে নিজেকে শিখতে হবে। এটি একটি কুটির শিল্পের কাজ যা হাতেই তৈরি হয়ে থাকে।
চা বা কফি বিক্রির কাজ – আপনি একজন বিবাহিত মহিলা হন বা শিক্ষিত বেকার যুবতী হন, আপনি চাইলে যেকোনো বাজার বা সরকারি বেসরকারি অফিসের সামনে চা বা কফি তৈরি করে তা বিক্রি করতে পারেন। আপনি বর্তমানে জানেন যে এক একটি কাফের চায়ের মূল্য কমপক্ষে পাঁচ টাকা করে। যেখানে খরচা আপনার হয়তো দু টাকা হয়। তাহলে এখান থেকে আপনার ডবলেরও বেশি লাভ হতে পারে ।
ফ্রিল্যান্সিং কাজ – আপনি যদি একজন শিক্ষিত যুবতী বা মহিলা হন। এবং কোন একটি স্কিলে আপনার দক্ষতা থেকে থাকে। বা যদি নাও থেকে থাকি আপনি ইউটিউবে বিভিন্ন স্কিলের ওপর ভিডিও দেখে সেই স্কিলটি শিখে। সেই কাজ করে ইনকাম করার জন্য, আপনি বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মেতে অ্যাকাউন্ট তৈরি করে, ক্লায়েন্ট ধরে ওই কাজগুলি করেও ইনকাম করতে পারবেন।