Business license – ভারত ও বাংলাদেশে ব্যবসা শুরু করতে গেলে কোন কোন লাইসেন্সের প্রয়োজন হবে তা সম্পূর্ণ জানতে পেরে যাবেন।

Today Weather, Today temperature, Weather tomorrow, Weather 7 days,

📝👉Business license কি ?

যেকোনো ব্যবসা শুরু করার জন্য সরকার কর্তৃক বিভিন্ন ধরনের লাইসেন্স বা সার্টিফিকেট প্রাপ্ত করতে হয় ( licence for business )। যার মাধ্যমে ব্যবসাটির একটি নিজস্ব আইডেন্টিটি গড়ে ওঠে। এমনকি ওই লাইসেন্স গুলির মাধ্যমে সরকার কর্তৃক অনেক কিছু সুযোগ সুবিধা ও পাওয়া যায়। তাছাড়া কিছু কিছু লাইসেন্স প্রোডাক্টের গুণমান বৃদ্ধির জন্যও প্রসিদ্ধ।

এবং কিছু কিছু লাইসেন্স রয়েছে যেগুলি কি আপনাকে বাধ্যতামূলক করতেই হতে পারে। না হলে হয়তো স্থানীয় কর্তৃপক্ষ বা সরকার কর্তৃপক্ষ আপনার উপর কেসও হতে পারে, অর্থাৎ আপনাকে জেলাও যেতে হতে পারে। কিছু কিছু লাইসেন্স রয়েছে যেগুলি ছোট বড় যে কোন ব্যবসার জন্য করা বিশেষ প্রয়োজন যেমন- ট্রেড লাইসেন্স । এ ছাড়া অন্যান্য লাইসেন্স গুলি বিভিন্ন ব্যবসার বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে প্রয়োজন।

নিম্নে ভারত এবং বাংলাদেশে ছোট বড় ব্যবসা শুরু করতে গেলে কোন কোন লাইসেন্স বা সার্টিফিকেট এর প্রয়োজন তা নিম্নে আলাদা আলাদা ভাবে উল্লেখ করা হল।

📝👉 ভারতের business license সমুহ

👉 ট্রেড লাইসেন্স ( Trade License )

একটি ট্রেড লাইসেন্স হল একটি নির্দিষ্ট বাণিজ্য বা ব্যবসা করার অনুমতি । অর্থাৎ যে কোনো ধরনের ছোট-বড় ব্যবসা শুরু করার জন্য, ব্যবসাটি যে এলাকা বা অঞ্চলে করা হবে সেই এলাকা বা অঞ্চলের স্থানীয় সরকার কর্তৃপক্ষ মাধ্যমে ট্রেড লাইসেন্স তৈরি করতে হবে। এটি রাজ্য সরকার জারি করে থাকে । ব্যবসা শুরুর ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে। এর জন্য আপনারা অনলাইনের মাধ্যমেও অ্যাপ্লাই করতে পারেন ( trade license online ) । আর ট্রেড লাইসেন্স প্রতিবছর রেনুয়েল ( trade license online ) করতে হয়।

👉 Company or LLP Registration

যেকোনো ব্যবসা শুরু করার আগে কোম্পানিটিকে রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ ব্যবসাটির জন্য Company বা LLP Registration করতে হবে। যাতে কোম্পানিটির একটি নিজস্ব পরিচয় থাকে। এবং কোম্পানিটি স্থায়িত্ব লাভ করে।

👉 GST Registration

যে সমস্ত ব্যবসার বাৎসরিক টার্ন ওভার ২০ লক্ষের বেশি, সে সমস্ত ব্যবসার জন্য জিএসটি রেজিস্ট্রেশন করতে হবে৷ প্রথমে আপনাকে জিএসটির জন্য রেজিস্ট্রেশন করতে হবে ( gst registration new ) । এরপর আপনারা gst registration status চেক করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এবং জিএসটি নাম্বারও আপনারা অনলাইনের মাধ্যমে পেয়ে যাবেন এর অফিসিয়াল ওয়েবসাইটে।

👉 Udyog Aadhaar Registration

এটি এমন এক ধরনের রেজিস্ট্রেশন যা বিশেষত ছোট থেকে মাঝারি ব্যবসার জন্য। Uyog Aadhaar Registration করলে এটি ভারত সরকার দ্বারা যে সমস্ত স্কিন এবং ভর্তুকি নিয়ে আসে সেগুলির লাভ উপভোগ করতে পারবে। এবং ওই সমস্ত ছোটখাটো ব্যবসা গুলি সরকারের দ্বারা বিভিন্নভাবে সাহায্য পাবে।

👉 FSSAI License

Food safety and standard authority of India (FSSAI) দেশব্যাপী খাদ্য পণ্যের নিরাপত্তা ও মান যাচাই করার জন্য কাজ করে থাকি। দোকান, রেস্তোরাঁ, এবং যেকোনো ধরনেরই খাদ্যদ্রব্য তৈরি করা বা সরবরাহ করা কোম্পানিগুলি তাদের প্রোডাক্টের জন্য FSSAI License করে থাকে। এটি গ্রাহকদের দ্রব্যের প্রতি আকৃষ্ট করে। কেননা গ্রাহকরা জানে যে এই প্রোডাক্টটি Food safety and standard authority of India দ্বারা যাচাই করা হয়েছে।

👉 Import Export License / Code

ভারত থেকে পণ্য/পরিষেবা আমদানি বা রপ্তানির সাথে জড়িত যেকোনো ব্যক্তিকে অবশ্যই DGFT বিভাগ থেকে আমদানি ও রপ্তানি লাইসেন্স পেতে হবে।

👉 Shop and Establishment Act License

“Shop and Establishment License” বা “দোকান ও স্থাপনা আইন” কাজের সময়, শিশু শ্রম, মজুরি প্রদান, নিরাপত্তা এবং কর্মচারীদের সাধারণ স্বাস্থ্যের মতো ব্যবসা পরিচালনা বা নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত একটি লাইসেন্স। ব্যবসাটি যে রাজ্যে করা হবে তার উপর ভিত্তি করে Shop and Establishment Act License পাওয়ার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে৷

~ ® ~

📝👉 বাংলাদেশের business license সমূহ

ভালো ভাবে ব্যবসা শুরু করা এবং পরিচালনা করার জন্য আপনার ব্যাবসার লাইসেন্স থাকা বিশেষ প্রয়োজন। বাংলাদেশে যে কোন ব্যবসা শুরু করার জন্য কোন কোন লাইসেন্স প্রয়োজন তা উল্লেখ করা হল ~

👉ট্রেড লাইসেন্স ( Trade License )

যেকোনো ছোট বড় ব্যবসা শুরু করার জন্য আপনার অবশ্যই ট্রেড লাইসেন্স প্রয়োজন হবে। যা সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ/পৌরসভা দ্বারা প্রদান করা হয়ে থাকে । যিনি ব্যবসাটিস শুরু করছেন তার নামে ট্রেড লাইসেন্স টি করতে হয়। এর জন্য ট্রেড লাইসেন্সের ফর্ম নিয়ে ফিলআপ করে সিটি কর্পোরেশন বা পৌরসভায় আবেদন করতে হবে। এবং সেখান থেকেই আপনারা ট্রেড লাইসেন্স টি পেয়ে যাবেন।

👉 ইলেকট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (ETIN registration)

এটি বাংলাদেশে আয়কর বিভাগ থেকে জারি করা একটি ট্যাক্স প্রদানের ব্যবস্থা। ই-টিন পেতে হলে অনলাইনে আবেদন ( e tin registration ) করতে হবে। এটি আপনি আপনার নিজের নামে অথবা আপনার কোম্পানির নামে বা আপনার সঙ্গে শেয়ারহোল্ডারের নামেও করতে পারেন।

👉 ভ্যাট ( VAT )

যদিও VAT and SD Act- 2012 অনুযায়ী, বলা হয় শুধুমাত্র যাদের বার্ষিক টার্নওভার ৩ কোটি টাকা বা তার বেশি তাদেরই ভ্যাট নিবন্ধন করতে হবে। পরবর্তীকাল VAT Act- 2019 23/07/2019 এ বলা হয় বাংলাদেশে ব্যবসার লাইসেন্স হিসাবে সমস্ত কর্পোরেশনকে ভ্যাট রেজিস্ট্রেশন করতে হবে। তবে তারা তাদের বাৎসরিক টার্নওভার অনুযায়ী ভ্যাট রেজিস্ট্রেশন করবে।

ভ্যাট অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য মুশাক ফর্ম 2.1 পূরণ করতে হবে। এরপরে আপনার নিকটবর্তী কোন সরকারি আয়কর বিভাগে গিয়ে ফর্ম সমেত অন্যান্য ডকুমেন্টস জমা দিতে হবে।

👉 Export or import license

বাংলাদেশে রপ্তানি এবং আমদানিকারকের জন্য রপ্তানি বা আমদানি লাইসেন্স প্রয়োজন।

👉 Fire License

বাংলাদেশে ব্যবসায়িক লাইসেন্স হিসেবে কল-কারখানা স্থাপনের জন্য এটি বাধ্যতামূলক। এর জন্য পূর্বে আপনাকে কোম্পানি রেজিস্ট্রেশন করতে হবে, ভ্যাট রেজিস্ট্রেশন করতে হবে, ট্রেড লাইসেন্স করতে হবে। এর পরে আপনারা ফায়ার লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন।

👉 RAJUK/ Local building plan

কারখানা চালু করতে RAJUK বা স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি লাগে। এর জন্য প্রয়োজন জমির মালিকানার কপি , কারখানা স্থাপনের জন্য পার্শ্ববর্তী মানুষদের অনুমতি পত্র ।

👉 Ministry or concern department permission

বাংলাদেশে ব্যবসা, সঠিকভাবে পরিচালনার জন্য মিনিস্ট্রি আর কনসার্ন ডিপার্টমেন্ট থেকে টেলিযোগাযোগ, রাসায়নিক, শিক্ষা, কৃষি, সম্পত্তি বিকাশকারী, পরিবহন, স্বাস্থ্য এবং আরও অন্যান্য দিক থেকে বিশেষ পারমিশন নিতে হবে প্রয়োজন অনুসারে।

👉 BOI / BEPZA license

বাংলাদেশে বিদেশী মূল কোম্পানির শাখা বা প্রতিনিধি অফিস খোলার জন্য এবং ওয়ার্ক পারমিট ভিসার জন্য এই অনুমতির প্রয়োজন। আয়কর মুক্ত এলাকা অর্থাৎ বাংলাদেশের যে সমস্ত জায়গায় ব্যবসা করলে কোন ট্যাক্স দিতে হয় না, সেই সমস্ত জায়গায় ব্যবসা শুরু করার জন্য BEPZA লাইসেন্স করতে হবে। বা BEPZA এর অনুমতি নিতে হবে।

👉 Factory manpower permission

বাংলাদেশের যে কোন জায়গায় মাঝারি থেকে বড় আকারের কলকারখানা স্থাপনের জন্য ম্যানপাওয়ার বিভাগ থেকে অবশ্যই পারমিশন নিতে হবে।

📝👉 FAQ

Q) Business license কি ?

যেকোনো ব্যবসা শুরু করার জন্য সরকার দ্বারা বিভিন্ন ধরনের সার্টিফিকেট বা লাইসেন্স প্রাপ্ত করতে হয় যা বিজনেস লাইসেন্স হিসেবে পরিচিত। যার মাধ্যমে ব্যবসাটির একটি নিজস্ব আইডেন্টিটি গড়ে ওঠে। এমনকি ওই লাইসেন্স গুলির মাধ্যমে সরকার কর্তৃক অনেক কিছু সুযোগ সুবিধাও পাওয়া যায়। তাছাড়া কিছু কিছু লাইসেন্স প্রোডাক্টের গুণমান বৃদ্ধির জন্য বিশেষ প্রয়োজন।

Q) বিজনেস লাইসেন্স কিভাবে করা হয় ?

কিছু কিছু বিজনেস লাইসেন্স রয়েছে যেগুলি অনলাইনের মাধ্যমে আবেদন করা যায়। আবার কিছু কিছু বিজনেস লাইসেন্স রয়েছে , যেগুলি কে নির্দিষ্ট অফিসে গিয়ে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হয়।

Q) ভারতে business license গুলি কি কি ?

ভারতের যে কোন ব্যবসা শুরু করার জন্য যে যে লাইসেন্স প্রয়োজন সেগুলি হল Trade License , GST Registration , FSSAI License, Import Export License / Code , Uyog Aadhaar Registration , Shop and Establishment Act License ইত্যাদি।

Q) বাংলাদেশে business license গুলি কি কি ?

বাংলাদেশের যে কোন ব্যবসা শুরু করার জন্য যে সমস্ত লাইসেন্স গুলির বিশেষ প্রয়োজন সেগুলি হল Trade License, ETIN , Export or import license , RAJUK/ Local building plan , BOI / BEPZA license , Factory manpower permission , Fire License ইত্যাদি।

সতর্কবার্তা – উপরের দেওয়া তথ্যগুলো কোন সরকারি অফিসিয়াল তথ্য নয়। শুধুমাত্র জানকারি জন্য দেয়া হয়েছে। যে কোনো ব্যাবসা রতে হলে অবশ্যই তার সঙ্গে যুক্ত সরকারি কর্মকর্তাদের সঙ্গে অবশ্যই পরামর্শ নিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *