ladies corner near me – লেডিস কর্নারের ব্যবসা কিভাবে শুরু করবেন, কি কি সরঞ্জাম ও উপকরণের প্রয়োজন, খরচ সম্পর্কে বিস্তারিত জানুন।

Ladies corner

আমাদের সকলেরই জানা রয়েছে পুরুষদের থেকে মহিলারা বেশি নিজেদেরকে সাজিয়ে রাখে। যদি আপনি কোন সময় লক্ষ্য করেন দেখবেন, যে কোন জায়গা যাওয়ার ক্ষেত্রে বা এমনকি সাধারণ বাড়ির বাইরে বেড়ানোর ক্ষেত্রেই তারা নিজেদেরকে বিভিন্নভাবে সাজিয়ে তোলে। যাতে তাদেরকে দেখতে ভালো লাগে।

আর এই নিজেদেরকে সাজানোর জন্য তারা বিভিন্ন ধরনের উপকরণ শরীরের মধ্যে ব্যবহার করে থাকে। আবার লক্ষ্য করবেন মুখেতে অনেকে মেকআপ করে থাকেন। আবার নাকেতে সোনার অথবা যেকোনো ইমিটেশনের নাকফুল নাকেতে দিয়ে রাখেন। কানেতে বিভিন্ন ধরনের কানের দুল পড়ে থাকেন। চোখের ভুরু গুলোতে কাজল অথবা এই ধরনের অন্যান্য মেটেরিয়ালস লাগিয়ে থাকেন। মাথার চুলকে বাধার জন্য বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করেন। বাচ্চা মেয়েরা আবার মাথায় হেয়ার বেল দিয়ে থাকে।

আবার আপনি হয়তো লক্ষ্য করেছেন গলায় বিভিন্ন ধরনের হার পড়ে থাকেন। এছাড়া হাতেতে বিভিন্ন ধরনের চুড়ি, বালা ইত্যাদি ব্যবহার করে থাকেন। ঠোঁটেতে লাগানোর জন্য ঠোঁট পালিশ এবং নখগুলিকে সুন্দর দেখানোর জন্য নখেতে নখ পালিশও করে পড়ে থাকেন। তাছাড়া নখ গুলি যাতে সুন্দরভাবে কাটিং করা যায় তার জন্য তারা নখগুলিকে নখ কাটা মেশিন এর সাহায্যে কেটে থাকে। আবার চোখেতে বিভিন্ন ডিজাইনের চশমাও অনেকে পড়ে বাড়ি থেকে বেড়ান।

এই সমস্ত ম্যাটারিয়ালস গুলি বেশিরভাগ ক্ষেত্রে মহিলারাই সর্বাধিক ব্যবহার করে থাকেন। আর এই সমস্ত উপকরণগুলি যেই দোকানেতে পাওয়া যায়, সেই দোকানটিকে সাধারণভাবে লেডিস কর্নারি বলা হয়ে থাকে। লেডিস কর্নার বলতে বিশেষ করে মেয়েদের জন্য প্রয়োজন সব ধরনের বা উপকরণের একটি দোকান। আপনি যদি লক্ষ্য করেন দেখবেন মেয়েরা সবচেয়ে বেশি কিন্তু এই লেডিস কর্নার দোকানগুলোতেই ভিড় করে, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য।

তাই আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন, তাহলে আপনার আশেপাশে যদি কোন লেডিস কর্নার না থেকে থাকে, তাহলে আপনি চাইলে আপনার বাড়িতেও লেডিস কর্নারের দোকান খুলতে পারেন, অথবা যদি প্রয়োজন হয় একটি বাজার এলাকায় যেখানে আশেপাশে কোন লেডিস কর্নার দোকান নাই, সেখানেতেও আপনি এই দোকানটি খুলতে পারেন।

আজকের এই পোস্টটি শুধুমাত্র মহিলাদের জন্য নয় চাইলে পুরুষরাও এ লেডিস করার দোকান খুলতে পারে। তবে আপনি মহিলা হলে, কিভাবে আপনার লেডিস কর্নার দোকান খুলবেন, এবং দোকানের জন্য যাবতীয় সরঞ্জাম কিভাবে আপনি সংগ্রহ করবেন, এবং কিভাবে বেচবেন সেই সম্পর্কে যাবতীয় তথ্য আপনি এই পোষ্টের মাধ্যমে পেয়ে যাবেন।

👉 এই ব্যাবসার সুবিধা

  • এই কাজ বাড়ির বিবাহিত মহিলারাও তাদের পারিবারিক কাজের পাশাপাশি এই ব্যবসাটি শুরু করতে পারবে।
  • এই ব্যবসা শহরাঞ্চল বা গ্রাম অঞ্চল এমনকি বাজার এলাকা বা গ্রামের ভেতরে নিজের বাড়িতেও চাইলে এই লেডিস কর্নারির দোকান খুলে ব্যবসা করা যায়।
  • এই ব্যবসা খুবই অল্প টাকা ব্যয়ের ব্যবসা। তাই যাদের কাছে টাকার সমস্যা রয়েছে তারা চাইলে কম টাকায় এই ব্যবসাটি শুরু করতে পারবে।
  • এই ব্যবসাটি শুরু করার জন্য বিশেষ কোনো প্রশিক্ষণের প্রয়োজন হবে না। কেননা এই ধরনের প্রোডাক্ট সরবরাহ করে, এমন পাইকারি ব্যবসায়ীর কাছে গেলেই পাইকারি হিসেবে এই মাল পাওয়া যাবে।

👉 দোকানের জন্য জায়গা

এই ব্যবসায় দোকানটি খোলার জন্য একটুকু জায়গার প্রয়োজন হবে। মোটামুটি ধরে রাখতে পারেন এক থেকে দুই ডেসিমাল জায়গায় খুব ভালোভাবেই এই ব্যবসাটি করা যাবে। তাছাড়া আপনার নিজের বাড়িতে যদি কোন রাস্তার ধারের রুম খালি থাকে, তাহলে আপনি সেখানেও এই লেডিস কর্নারের দোকান খুলে ব্যবসা শুরু করতে পারেন।

👉 দোকানের জন্য বিভিন্ন সরঞ্জাম

এটি এমন একটি ব্যবসা যেখানে বিভিন্ন জিনিসপত্রগুলি মানুষ নিজের চোখে দেখে পছন্দ করে কিনে থাকে। তাই আপনাকে মালপত্র গুলিকে দেখিয়ে দেখিয়ে রাখার জন্য উপরে কাচের তৈরি বা সাইটে কাঁচের তৈরি রেক অথবা বাক্স তৈরি করতে হবে।

এবং কানের দুল, গলার চেন, হেয়ার বেল, হাতের বালা ইত্যাদি অন্যান্য সরঞ্জাম গুলিকে ঝোলানোর জন্য দড়ি বা সরু সিকের মতো সরঞ্জামের প্রয়োজন হবে। অর্থাৎ এমন কিছু সরঞ্জামের ব্যবস্থা করতে হবে যেগুলি সাহায্যে বিভিন্ন উপকরণগুলিকে ঝুলিয়ে রাখা যাবে। যাতে করে সকলে দেখতে পায়।

তাছাড়া এই ধরনের জিনিসপত্র গুলিতে ধুলো ময়লা লাগলে খুব একটা চকচকেই বা আই কেচিং দেখায় না। তাই প্রত্যেক দিন কমপক্ষে একবার করে মোছার জন্য কাপড় বা অন্য কোন সরঞ্জামের ব্যবস্থা রাখতে হবে।

আবার যেকোনো জিনিসপত্র কেনাকাটার পর সেগুলিকে দেয়ার জন্য খাম বা বাক্স বা মোলায়েম কাগজের প্রয়োজন হবে। প্রয়োজন হলে আপনাকে পলিথিনের চিকও সঙ্গে রাখতে হবে, কারণ যদি কোন মহিলা বা পুরুষ বেশি পরিমাণে সরঞ্জাম কিনে তাহলে সেগুলিকে তাদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য পলিথিনের ব্যবস্থা রাখতে হবে।

👉 কি কি রাখবেন দোকানে ( ladies corner items list )

মেয়েদের সাজার জন্য বা পড়ার জন্য যে সমস্ত সাজ সরাঞ্জাম বা উপকরণগুলি রয়েছে সেগুলির সমস্ত আপনি দোকানেতে রাখতে পারেন। যেমন নাকফুল, কানের দুল, নাকছামি, গলার হার বা গলার চেন, হেয়ার বেল, হেয়ার ক্লিপ, মেকআপ বক্স, ঠোঁট পালিশ, নখ পালিশ, নখ কাটার যন্ত্র, চুড়ি, হাতের বালা, শাখা ও সিন্দুর, রুমাল, বিভিন্ন ধরনের সুগন্ধী যুক্ত আতর এবং পারফিউম, কর্পূর, চিরুনি ও আয়না, এগুলি ছাড়াও আরো বিভিন্ন ধরনের মেয়েদের নিত্যপ্রয়োজনীয় উপকরণ যেগুলি আপনি দৈনন্দিন জীবনে দেখতে পাবেন সেগুলির সমস্তই আপনার দোকানেতে রাখতে পারেন।

👉 উপকরণগুলি কিভাবে সংগ্রহ করবেন

আপনার আশেপাশে যদি এই ধরনের উপকরণ সরবরাহকারী পাইকারি ব্যবসাদার থেকে থাকেন, তাহলে আপনি সেখানে নিজে গিয়েই মাল সংগ্রহ করতে পারেন। কিন্তু যদি আপনি একজন মহিলা হন এবং মাল সংগ্রহ করতে যেতে আপনি যদি না চান, তাহলে আপনার বাড়ির যে কেউ পুরুষকে দিয়ে সেখান থেকে মাল আপনি নিয়ে আনতে পারেন।

👉 খরচ

খরচ – এই ব্যবসা খুবই অল্প টাকা বিনিয়োগের ব্যবসা। আপনি খুবই কম টাকা দিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন। এই বাদশা শুরু করার জন্য আপনার মোটামুটি ১২ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকা হলেই চলে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *