language translation online – ভাষা ট্রান্সলেশন কি, এক ভাষা থেকে অন্য ভাষায় কিভাবে ট্রান্সলেট করবেন জানুন বিস্তারিত।

Language Translation Online

আজকাল শিক্ষিতর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এবং সকলেই চাই উচ্চশিক্ষা অর্জন করে যে কোন একটি সরকারি খাতে চাকরি করতে। দিন দিন যত যাচ্ছে সরকারি খাতে যেকোনো চাকরি পাওয়ার কম্পিটিশন দিন দিন বেড়ে যাচ্ছে। বিশেষ করে যারা আমরা জেনারেল ডিগ্রী অর্জন করছি, তাদের কাছে বিষয়টি আরো কষ্টের। এমত অবস্থায় যেকোনো ধরনের সরকারি চাকরি পাওয়া দুঃসাধ্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

তাই জেনারেল ডিগ্রী অর্জনের পাশাপাশি কিছু টেকনিক্যাল বা প্রফেশনের ডিগ্রীও অর্জন করা বিশেষ প্রয়োজন। যার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের টেকনিক্যালি বিষয় প্র্যাকটিক্যাল ভাবে বুঝে উঠতে পারবেন। এবং ওই টেকনিক্যাল আইডিয়াকে কাজে লাগিয়ে বিভিন্ন বেসরকারি খাতে কাজ করেও মোটা অংকের বেতন পেতে পারবেন।

তাছাড়া আজকের যে কাজটি সম্পর্কে বলবো তার জন্য আপনাকে একটুকু দক্ষ হতে হবে। কেননা কোন বিষয় যতটাই কঠিন মনে হোক না কেন যদি সঠিক পদ্ধতি জানা থাকে তাহলে তা করা খুবই সহজ হয়। তো কাজটি হল ট্রান্সলেটর বা অনুবাদকের কাজ।

আজকাল আপনি হয়তো লক্ষ্য করেছেন স্কুল কলেজ অফিস আদালত বা যেকোনো ধরনের সরকারি ও বেসরকারি কর্মক্ষেত্রে একজন অনুবাদকের প্রয়োজন হয়েই থাকে। যিনি অন্য কোন ভাষায় যদি কোন ফরমেট থেকে থাকে, সেটিকে ওই কর্মক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা যেই ভাষা বুঝতে পারে সেই ভাষায় ট্রান্সলেট করে তাদেরকে বুঝিয়ে দেন।

এখন আপনি ভাবছেন যে তাহলে সমস্ত ভাষায় জানা দরকার এই ট্রান্সলেটরের কাজের জন্য। বিষয়টা কিন্তু এমনটা নয়, কেননা আজকাল এমন কিছু টুলস বা টেকনিক আবিষ্কার হয়ে গিয়েছে যেগুলিকে ব্যবহার করে আপনি খুব সহজেই যে কোন ভাষা থেকে অন্য যেকোনো ভাষায় ট্রান্সলেট করে পড়তে পারবেন। এবং অন্যদেরকে বোঝাতে পারবেন।

আপনি এখন ভাবছেন যে তাহলে এইস কে ব্যবহার করে অন্যান্যরাও তো এই ট্রান্সলেটরের কাজ করতে পারবে। হ্যাঁ বিষয়টা ঠিকই কিন্তু অনেকেই এই বিষয়টা জানে না বা জানলেও যদি ৫০ থেকে ১০০ টা পেজ ট্রান্সলেট করতে হয়। তাহলে অনেকেও কিন্তু জানা সত্ত্বেও এই কাজটি করতে চাই না। কারণ হয় তাদের কাছে সময় থাকে না বা সময় থাকলেও সময়টাকে ব্যয় না করে কিছু অর্থ প্রদান করে অন্যদের দ্বারা কাজ করিয়ে নিতে চায়। বা যদি কোন অফিসে হয়ে থাকি তাহলে অন্যান্য কর্মীরা এই কাজ করতে চায় না, কারণ ট্রান্সলেটরের জন্য যে ব্যক্তিকে নিয়োগ করা হয় সেই ব্যক্তির কাছেই এই সমস্ত কাজগুলিকে দেওয়া হয়ে থাকে করার জন্য।

আপনি চাইলে এই কাজগুলি কোন জব করার পাশাপাশি বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মেতে অ্যাকাউন্ট তৈরি করে। সেখানে যে সমস্ত ট্রান্সলেটরের কাজগুলি রয়েছে সেগুলির জন্য এপ্লাই করতে পারেন। এপ্লাই করার পর যে ব্যক্তি কাজটি প্রদান করেছেন তিনি যদি আপনার রিকোয়েস্ট থেকে এপ্রুভ করে থাকি তাহলে আপনি ওই ট্রান্সলেটরের কাজটি করে তাকে প্রদান করলেই সে কিন্তু ওই ফ্রিল্যান্সার প্ল্যাটফর্মেই আপনার একাউন্টে টাকা ট্রান্সফার করে দেয়। এতে আপনার পার্ট টাইম ইনকাম হয়ে থাকবে। আপনি জানলে অবাক হবেন যে, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে এই ধরনের ট্রান্সলেটরের কাজ করেও অনেকেই কিন্তু প্রতিমাসের লক্ষ লক্ষ টাকা অর্জন করছে।

আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে এই ট্রান্সলেটরের কাজটি আপনি বাড়িতে থেকেও (translation jobs at home) করতে পারবেন। এর জন্য আপনার কাছে শুধুমাত্র একটি ল্যাপটপ অথবা মোবাইল ফোন থাকলেও আর আমি শহীদ কাজ চলে যাবে।

কিভাবে আপনি পড়াশোনার পাশাপাশি বাড়িতে বসে এই কাজ করবেন, এই প্রশ্ন মনে জাগতেই পারে। তো দেখুন এটি খুব একটি কঠিন কাজ যেমন নয় তেমনি এই কাজটি করতে খুব বেশি সময় লাগবে না যদি আপনার টেকনিক্যাল জ্ঞান থেকে থাকে। তাই আপনি স্কুল বা কলেজ টাইমের বাড়তি সময়ে এই কাজগুলি করতে পারেন।

বেশিরভাগ ক্ষেত্রেই কোম্পানিগুলি বাড়িতে বসে এই কাজগুলি করার জন্যই আপ্রোজ করে থাকে। আপনি ট্রান্সলেট করে যাকে পাঠানোর তাকে পাঠিয়ে দিলেই আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। বা যদি আপনি ফ্রিল্যান্সিং সাইটেও এই কাজ করেন তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনদিন যেকোনো সময় আপনার ভালো লাগলে এই কাজটি করতে পারবেন।

👉 ট্রান্সলেটরের কাজের সুবিধা

  • এই ট্রান্সলেটরের কাজটি ঘরেতে বসে করা যায়।
  • এই অনুবাদের কাজ যেকোনো সময় ফ্রি সময়ে করা যায়।
  • এর জন্য কোন মেশিনের প্রয়োজন হয় না, মোবাইল ফোন থাকলেই কাজ চলে যাবে।
  • পদ্ধতি জানা থাকলে এক ক্লিকেই ট্রান্সলেট হয়ে যায়।

👉 ট্রান্সলেটরের পদ্ধতি

এই কাজ আপনি দুটি মাধ্যমে করতে পারবেন ।

প্রথম পদ্ধতি~ নিজে থেকে

যে ভাষায় স্ক্রিপটি অর্থাৎ তথ্যগুলি দেওয়া হচ্ছে, ওই ভাষা আপনি যদি জেনে থাকেন। তাহলে সেগুলিকে পড়ে তার অর্থ আপনি যেখানে উপস্থিত ব্যক্তি থেকে শোনাতে পারেন যারা ওই ভাষায় দক্ষ নয়। বা যদি আপনি বাড়িতে এ কাজটি করেন তাহলে চাইলে আপনি রেকর্ডারের সাহায্যে ট্রান্সলেট করা ভাষাটিকে আপনি রেকর্ডিং করে রাখতে পারেন। অথবা চাইলে আপনি খাতা এবং পেন এর সাহায্যে সেগুলিকে ট্রান্সলেট করে লিখেও রাখতে পারেন।

দ্বিতীয়পদ্ধতি~ ট্রান্সলেটর টুলসের সাহায্য ( language translation online )

প্রথম ধাপ – এর জন্য অনলাইনে আপনাকে সার্চ করতে হবে language translator লিখে। তো আপনার কাছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট এবং এপ্লিকেশন দেখিয়ে দেবে translating এর জন্য। এপ্লিকেশনের সাহায্যে করতে চাইলে, অ্যাপ এর ওপরে ক্লিক করে ইনস্টল করে নিবেন। আর যদি কোন ওয়েবসাইটের সাহায্যে করতে চান তাহলে তার উপরে জাস্ট ক্লিক করলেই ওই ট্রান্সলেটর টুলসটি ওপেন হয়ে যাবে।

Today Weather, Today temperature, Weather tomorrow, Weather 7 days,

দ্বিতীয় ধাপ – এরপর ট্রান্সলেটর টুলসটির ইন্টারফেসের বামদিকে আপনাকে ওই ভাষাটি সিলেক্ট করতে হবে যেই ভাষাতে স্ক্রিপ্টটি লেখা রয়েছে। অর্থাৎ যেই ভাষা থেকে আপনি অন্য ভাষায় ট্রান্সলেট করবেন।

এবং ডানদিকে আপনি যেই ভাষাতে ট্রান্সলেট করবেন অর্থাৎ যে ভাষাটি সকালে বুঝতে পারে সেই ভাষাটিকে আপনাকে সিলেক্ট করতে হবে। বা যেই ভাষাতে আপনাকে ট্রান্সলেট করার কথা বলা হবে, ওই ভাষাটি অ্যাড করতে হবে।

তৃতীয় ধাপ – এরপর আপনাকে টেক্সট লেখার জায়গায় ওই টেক্সট গুলি লিখতে হবে যেগুলি আপনাকে ট্রান্সলেট করতে দেওয়া হবে। লেখার সঙ্গে সঙ্গে অর্থাৎ টাইপ করার সঙ্গে সঙ্গেই হয়তো অটোমেটিক্যালি আপনি যেই ভাষা সিলেক্ট করবেন তাতে ট্রান্সলেট করে দিতে পারে।

যদি না করে তাহলে ভাষাগুলির টাইপ করার পর তীর চিহ্নের আইকন (➡️) বা Translate লেখা যেখানে দেখতে পাবেন তারপরে ক্লিক করলেই আপনার ওই ভাষায় লেখাগুলি ট্রান্সলেট হয়ে যাবে।

Today Weather, Today temperature, Weather tomorrow, Weather 7 days,

এরপর – এরপর চাইলে আপনি ওই ট্রান্সলেট হয়ে যাওয়া ভাষাগুলিকে কপি আইকনে ক্লিক করে, কপি করে নিতে পারবেন। এবং স্পিকার আইকনে ক্লিক করে ট্রান্সলেট হওয়া ভাষাগুলি শুনতে ও পারবেন।

এইভাবে আপনারা অনলাইনের মাধ্যমে (language translation online) যে কোন ভাষা থেকে আপনার মনোনানসই ভাষাতে অনুবাদ করতে পারবেন। তাও আবার অটোমেটিক অথবা এক ক্লিকেই অনুবাদ হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *