Surgical mask, Bandage, gloves ইত্যাদি তৈরির ব্যবসা ,- কিভাবে শুরু করবেন, কি কি প্রয়োজন, কিভাবে বানাবেন, কিভাবে বিক্রি করবেন।

করোনার প্রভাবে গোটা বিশ্বের কর্মকেন্দ্র ক্ষতির সম্মুখীন। কিন্তু করোনা শুধুমাত্র অভিশাপ নয়, করোনার প্রভাবে মানুষের জীবনযাত্রার পরিবর্তন এসেছে। আর সেই পরিবর্তিত জীবন-যাপন খুলে দিয়েছে রোজগারের বিভিন্ন ধরনের পথ। এই corona পরিস্থিতিতে বিভিন্ন ধরনের সার্জিক্যাল জিনিসের প্রয়োজনীয়তা খুবই বেড়ে গিয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের সার্জিক্যাল মাস্ক , এপ্রোন, টুপি, গ্লাভস, ব্যান্ডেজ ইত্যাদির চাহিদা তো সারা বছর থেকেই থাকে।

Surgical mask making business ideas
Photo by Pixabay

বর্তমান করোনা পরিস্থিতিতে বিভিন্ন ধরনের মাস্কের কালোবাজারিও তুঙ্গে চলছে কারণ যে মাস্কের দাম 50 টাকা হওয়া দরকার সেই মাস্কের দাম আজ ১৫০, ২০০, ২৫০ আড়াইশো টাকায় বিক্রি হচ্ছে। তাই আপনারা যদি বিভিন্ন ধরনের সার্জিক্যাল মাস্ক , এপ্রোন, টুপি, গ্লাভস, ব্যান্ডেজ ইত্যাদি তৈরি করে বিভিন্ন ধরনের মেডিকেল শপ, হসপিটাল, নার্সিংহোম বিভিন্ন জায়গায় ন্যায্যমূল্যে সরবরাহ করেন তাহলে আপনার এই সমস্ত সামগ্রী তৈরির ব্যবসা খুব ভালো চলতে পারে । কারণ এই ধরনের ব্যবসা খুব একটা কেউ করে না বললেই চলে ।

👉 সার্জিক্যাল মাস্ক, ব্যান্ডেজ, গ্লাভস ইত্যাদি তৈরির ব্যবসা করার জন্য কোন লাইসেন্স করার প্রয়োজন

আপনারা যদি সার্জিক্যাল মাস্ক, ব্যান্ডেজ, গ্লাভস ইত্যাদি তৈরির ব্যবসা করতে চান তাহলে আপনাকে সরকারি অনুমতি সমেত ট্রেড লাইসেন্স করতে হবে । যা আপনারা পঞ্চায়েত এলাকায় থেকে থাকলে পঞ্চায়েত প্রধানের মাধ্যমে এবং কর্পোরেশন এলাকা হলে কর্পোরেটের বা জেলাশাসক অফিসের মাধ্যমে ট্রেড লাইসেন্স করে নিতে পারবেন। আরও কিছু লাইসেন্স করতে হতে পারে।

👉 প্রয়োজনীয় সামগ্রীর

সার্জিক্যাল মাস্ক, ব্যান্ডেজ, গ্লাভস ইত্যাদি তৈরির জন্য, যে প্রধান কাঁচামালের প্রয়োজন হয় তা হল এক বিশেষ ধরনের কাপড়। যা আপনারা আপনাদের নিকটস্থ শহরতলীতে খোঁজ করলেই পেয়ে যাবেন ।

👉 প্রয়োজনীয় মেশিন

সার্জিকেল ব্যান্ডেজ তৈরীর মেশিন যদি আপনারা নেন। তাহলে ওই মেশিনের সাহায্যে প্রয়োজনীয় বিভিন্ন ধরনের অ্যাটাচমেন্ট বা যন্ত্রাংশ লাগিয়ে সার্জিক্যাল মাস্ক, গ্লাভস, এপ্রোন, টুপি আরও বিভিন্ন ধরনের সার্জিক্যাল সামগ্রী তৈরী করতে পারবেন।

👉 প্রয়োজনীয় সামগ্রী ও মেশিন কিভাবে কিনবেন

সার্জিক্যাল মাস্ক, ব্যান্ডেজ, গ্লাভস ইত্যাদি তৈরির জন্য প্রয়োজনীয় সামগ্রী আপনারা আপনার নিকটস্থ শহরেতে পেয়ে যাবেন। আর যদি সামগ্রী না পান এবং মেশিন কেনার জন্য আপনারা অনলাইনে সার্চ করতে পারেন এই ভাবে ” surgical Mask making machine “, ” surgical bandage making machine ” তো আপনারা বিভিন্ন ধরনের সাইট দেখতে পেয়ে যাবেন , যেখান থেকে আপনারা মেশিন বা অন্যান্য সামগ্রী কিনতে পারে যাবেন।

👉 সার্জিক্যাল মাস্ক, ব্যান্ডেজ, গ্লাভস ইত্যাদি তৈরির পদ্ধতি

প্রথম – যে কাপড়টা আপনারা বাজার থেকে কিনে আনবেন প্রথমে আপনাকে সেটিকে ডেটল জলে ভালোভাবে ধুয়ে নিতে হবে।

এরপর – মেশিনের নির্দিষ্ট অংশে কাপড় জড়িয়ে দিয়ে যে মাপের ব্যান্ডেজ তৈরি করতে চান সেই মাপ সিলেক্ট করে মেশিন চালু করলেই, সেই মাপের ব্যান্ডেজ তৈরি হয়ে বেরিয়ে আসবে।

আর যদি – সার্জিক্যাল মাস্ক, গ্লাভস, টুপি অন্যান্য কিছু তৈরী করতে চান। তাহলে এর জন্য আলাদা আলাদা অ্যাটাচমেন্ট বা যন্ত্রাংশ আপনাকে মেশিনের সঙ্গে যুক্ত করে কাজটিকে করতে হবে।

👉 মোটর এবং বিদ্যুত

এই কাজটি করার জন্য যে মেশিনটি ব্যবহার করা হবে তার জন্য মোটর লাগবে ১ হর্সপাওয়ার । ও বিদ্যুৎ লাগবে 220 ভোল্ট এবং কাটিং এর জন্য যে মেশিনটি ব্যবহার করা হবে তার জন্য মোটর লাগবে হাফ হর্সপাওয়ার ।

👉 মেশিন গুলো কেনার জন্য দাম

আপনারা যদি মোটর সহ ব্যান্ডেজ তৈরীর মেশিন কিনেন তাহলে তার দাম পড়বে প্রায় 1 লাখ টাকার মতো। এবং এই মেশিনে আপনারা অন্যান্য সরঞ্জাম লাগিয়ে সার্জিক্যাল মাস্ক, গ্লাভস, টুপি ইত্যাদি তৈরি করতে পারবেন।

এবং কাটিং মেশিনের দাম পড়বে প্রায় 50 হাজার টাকার মতো। তবে যেখানেতে মেশিন কিনবেন সেখানে দামদর করলে কিছু হয়তো কম হতে পারে। তা যেখানেতে মেশিন কিনবেন সেই কর্তৃপক্ষের উপরে ডিপেন্ড করবে।

– তো এই পোষ্টের মাধ্যমে আপনারা জানতে পারলেন যে কিভাবে আপনারা সার্জিক্যাল মাস্ক, ব্যান্ডেজ, গ্লাভস টুপি ইত্যাদি তৈরির ব্যবসা করতে পারবেন। যদি এই বিষয়ে আরো কিছু জানার থাকে তা নিচে কমেন্ট করে জানাবেন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভাল থাকুন সুস্থ থাকুন। ধন্যবাদ !

সতর্কবার্তা :- এই ব্লগ বা ওয়েবসাইটটি কোন ব্যক্তিকে কাজ প্রদান করে না। এবং আর্থিকভাবে কোন সাহায্য করে না। এবং যে ইনকামের কথা উল্লেখ হয়েছে তা কাজের উপরে ডিপেন্ড করে ইনকাম হবে, সুতরাং ব্যবসা করে আপনার কিছু ইনকাম হতে পারে বা ইনকাম নাও হতে পারে। যে তথ্যগুলি দেওয়া রয়েছে, শুধুমাত্র ইনফরমেশন এর জন্য, এগুলির উপরে আপনি বিশ্বাসযোগ্যতা নাও রাখতে পারেন। এবং ব্যবসা করে যদি কোন সমস্যা হয় তার দায়বদ্ধ এই ব্লক বা ওয়েবসাইট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *