বন্ধুরা, সেন্ট্রাল গভর্নমেন্ট মনে করে, এডুকেশন সেক্টরের মধ্যে একটি বড় ক্রান্তি আসতে পারে এই গুরুত্বপূর্ণ আপডেটের মাধ্যমে। এই পদক্ষেপ হচ্ছে ‘ওয়ান নেশান , ওয়ান স্টুডেন্ট আইডি কার্ড’ । এই পোস্টের মাধ্যমে জানতে পারবেন ‘ওয়ান নেশান , ওয়ান স্টুডেন্ট আইডি কার্ড’ কি? এর ব্যবহার কি?

Today Weather, Today temperature, Weather tomorrow, Weather 7 days,
Image by Pexels.com

আপনার মনে হয়তো এখন প্রশ্ন জাগছে, আধার আইডি যেহেতু রয়েছে তাহলে এই ওয়ান নেশান স্টুডেন্ট আইডির প্রয়োজন কি? তাছাড়া এটি প্রত্যেক স্টুডেন্টের জন্য এপ্লাই করা ম্যান্ডেটরি কি? অথবা অপশনাল রয়েছে কি? এই বিষয় সম্পর্কে সম্পূর্ণ জানকারি পোস্টের মাধ্যমে পেয়ে যাবেন।

বর্তমানে যে নতুন স্টুডেন্ট আইডি কার্ড তৈরি করা হবে, তার নাম দেয়া হয়েছে আপার আইডি (Appar id)।

বিশেষত দেখুন, ২০২৩ সালের অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে ভারতের বিভিন্ন রাজ্যের স্কুলগুলিতে Apaar বিষয়ে যখন রেজিস্টার চলছিল, তখন সেই সমস্ত রাজ্যের স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়, রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বাচ্চাদের অভিভাবকের পারমিশন নিতে। যাতে করে পরবর্তীকালে রেজিস্ট্রেশনকে নিয়ে কোন সমস্যা না হয়।

‘ওয়ান নেশান , ওয়ান স্টুডেন্ট আইডি’ বা Apaar নিয়ে আসা হয়েছে নতুন জাতীয় এডুকেশন পলিসি ২০২০ (National Education Policy-2020) এর রেকমান্ডেশন অনুযায়ী। এই নতুন এডুকেশন পলিসিতে বিভিন্ন ধরনের নতুন নতুন পদক্ষেপ নেওয়া হয়েছিল, যার মধ্য এটি একটি।

👉 Apaar Id কি

তো দেখুন প্রত্যেকটি শিক্ষার্থী, যারা বিশেষত বর্তমানে পড়াশুনা করছেন, তাদের প্রত্যেককেই একটি করে ইউনিক আইডি দেওয়া হবে। এবং এর মধ্যে তাদেরকে রেজিস্টার করা হবে।

বিশেষত শিশুর জন্মানোর পর যখন সে প্রথম বিদ্যালয়তে ভর্তি হবে, তখনই তাদেরকে Apaar এর মধ্যে রেজিস্টার করে দেওয়া হবে। আর এর মধ্যে তার সমস্ত কোয়ালিফিকেশনকে যুক্ত করা হবে, যতদিন পর্যন্ত সে পড়াশোনা চালিয়ে যাবে, এবং যে যে কোর্স সে কমপ্লিট করবে।

এই Apaar সারা জীবন পর্যন্ত লাইভ থাকবে। যেমনটা আধার কার্ড ব্যক্তির সারাজীবন পর্যন্ত থাকবে। তেমনি Apaar আইডি কার্ডও থাকবে সারা জীবন পর্যন্ত।

👉 Apaar আইডির সাহায্যে কি হবে

এর সাহায্যে সমস্ত শিক্ষার্থীদের একেবারে নিম্ন ক্লাস থেকে পড়াশোনা শুরু করে উচ্চ ক্লাস পর্যন্ত, সমস্ত শিক্ষা সংক্রান্ত ইনফরমেশনকে প্রয়োজনের সাপেক্ষে ট্রাক করতে পারবে। এমন কি শিক্ষা প্রতিষ্ঠানকেও ট্র্যাক করা যাবে। যে কে কোন প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করেছে, বা সত্যিই কি ওই প্রতিষ্ঠান রয়েছে, বা শিক্ষার্থীটিকি সত্যি ওই প্রতিষ্ঠান থেকে ডিগ্রিটি অর্জন করেছে, ইত্যাদি বিষয়ে নানান তথ্যকে ট্রাক করা অনেক সহজ হয়ে যাবে।

এমনকি Apaar ধীরে ধীরে Digilocker এর রাস্তা তৈরি হয়ে যাবে। মনে করুন আপনি চতুর্থ বা পঞ্চম ক্লাস পাস করেছেন, অন্য কোন রাজ্যে যাচ্ছেন বা অন্য কোন স্কুলে গিয়ে এডমিশন নিচ্ছেন, সেখানে আপনাকে স্কুল লিভিং সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন ডকুমেন্টসকে বয়ে নিয়ে গিয়ে সাবমিট করতে হয়, কিন্তু Apaar এ আপনার যাবতীয় তথ্য আগে থেকেই এস্টাবলিশ থাকার কারণে আপনাকে আর বিশেষ তেমন কোন ডকুমেন্টস সাবমিট করতে হবে না।

কারণ Digilocker এ আপনি আপনার যাবতীয় ডকুমেন্টসকে লিংক করে বা স্ক্যান করে আপলোড করে রাখতে পারবেন, তাই Digilocker এবং Apaar যখন একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যাবে, তখন আপনি Apaar এর মাধ্যমে Digilocker এ থাকা যাবতীয় ডকুমেন্টস তাদেরকে দেখাতে পারবেন। যেকোনো জায়গায় আপনাকে আর অরজিনাল ডকুমেন্টস বা তার হার্ডকপিকে বয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন হবে না।

এর ফলে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়েই লিটারেসি রেটকে সঠিকভাবে track করতে পারবে। অর্থাৎ কোন বাচ্চা জন্মানোর পর সে কত দূর পর্যন্ত শিক্ষা অর্জন করেছে তা সরকার সঠিক ভাবে জানতে পারবে। সুতরাং বাচ্চাটি কমপক্ষে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছে কি না? কতজন বাচ্চা মাধ্যমিক পাস করেছে, বা কতজন বাচ্চা উচ্চশিক্ষা অর্জন করেছে ইত্যাদি বিষয়ে সরকার জানতে পারবে।

কারণ, আপনি যদি ভারতের বেশিরভাগ রাজ্যের প্রতি লক্ষ্য রাখেন, সেখানেতে ডিজিটালই শিক্ষার্থীদের তেমন কোন ডাটা নাই। এই Apaar রেজিস্ট্রেশনের মাধ্যমে ধীরে ধীরে শিক্ষার্থীদের ডাটা সংরক্ষণ হতে থাকবে, এবং এর উপরের ডিপেন্ড করে পরবর্তীকালে শিক্ষা কেন্দ্রিক বিভিন্ন পলিসি তৈরি করা যেতে পারে।

এমনকি Apaar ধীরে ধীরে ফ্রড এবং ডুবলিকেট ডকুমেন্টস বা সার্টিফিকেটকেও রিডিউস করতে পারবে। যেমনটা আপনি শুনেছেন, ওই ব্যক্তির ডুপ্লিকেট সার্টিফিকেট বানাই, ওই ছেলেটি বা মেয়েটি ডুবলিকেট সার্টিফিকেট নিয়ে ওই কলেজে ভর্তি হয়েছিল। এই সমস্ত বিষয়গুলো আর তেমন ঘটবে না। কারণ যেহেতু প্রত্যেকটি ইনস্টিটিউট তাদের শিক্ষার্থীদের সার্টিফিকেটগুলিকে আপডেট করবে। Apaar রেজিস্ট্রেশনের মাধ্যমে এই সমস্যার অনেকটা সমাধান করতে পারে।

এমনকি মনে করুন, আপনি কোন স্কুল বা কলেজ থেকে কোন ডিগ্রী পাস করেছেন। সেই ইনস্টিটিউটের মাধ্যমে আপনার Apaar আইডিতে ক্রেডিটও সে অনুপাতে জমা হতে থাকবে। যার মাধ্যমে অথনটিকেশন করা যাবে, যে আপনি ওই ইনস্টিটিউট থেকে ওই ডিগ্রিটি পাস করেছেন। এর ফলে কোর্সটির ডুব্লিকেট নিয়ে কোন প্রশ্নই থাকবে না।

👉 ক্রেডিট সিস্টেম কিভাবে কাজ করবে

দেখুন আগেই বলেছি প্রত্যেক ব্যক্তির জন্য একটি করে ইউনিক Apaar id থাকবে। যেটি লিংক থাকবে ABC অর্থাৎ academic bank credit এর সঙ্গে। অর্থাৎ যেমনটা ব্যাংকে একাউন্ট তৈরি হয়, তেমনি Apaar id তৈরির মাধ্যমে আপনার একটি এডুকেশনাল অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।

এরপর আপনি যেই যেই শিক্ষা বা কোর্স কমপ্লিট করবেন, সেই হিসেবে আপনার ওই Apaar একাউন্টে ক্রেডিট অ্যাড হতে থাকবে। এবং এটি আপনার সারা জীবনব্যাপী চলবে, এর কোন বয়স লিমিট নাই। যেমন কোন ব্যক্তি ৪৫ বছর বয়সে গ্রাজুয়েশন বা পিএইচডি কমপ্লিট করেছে, সেই বছর সেই হিসেবে তার একাউন্টে ক্রেডিট যুক্ত হয়ে যাবে।

এমনকি শুধুমাত্র প্রথাগত শিক্ষার কোর্সগুলি কমপ্লিট করলেই তার ক্রেডিট যুক্ত হবে এমনটা নয়, যদি কোন শিক্ষার্থী প্রথা বহির্ভূত কোন কোর্স কমপ্লিট করে, তার ক্রেডিটও এই Apaar একাউন্টে যুক্ত হবে।

এমনকি আপনি নিজের রাজ্য থেকে অন্য রাজ্যে পড়াশোনার জন্য গেলেন, সে ক্ষেত্রে আপনার নিজের রাজ্যে Apaar একাউন্টে যে ক্রেডিট থাকে, সেগুলি আপনার অন্য রাজ্যে সিকিউর ভাবে ট্রান্সফার হয়ে যাবে। এতে ক্রেডিটের কোন কম বা বেশি হবে না।

👉 Apaar আইডি কিভাবে তৈরি করবেন

দেখুন অনলাইনে যে কোন কিছু ব্যবহার করতে গেলে, প্রথমে তাতে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয়, তেমনটা এখানেও করতে হবে। এখানে আপনারা আপনাদের নাম, জন্ম তারিখ, জেন্ডার, এবং একটি ফটোগ্রাফ দিয়ে একাউন্ট তৈরি করতে পারবেন। তবে এর সঙ্গে আপনাকে আপনার আঁধার আইডিটিকে ভেরিফাই করতে হবে।

তবে শুধুমাত্র ভেরিফিকেশনের জন্যই আঁধার আইডি ব্যবহার করা হবে। এটিকে অন্য কোন পারপাসের ক্ষেত্রে ব্যবহার করা হবে না। এবং সমস্ত তথ্য সিকিউর থাকবে। অবশ্যই মনে রাখবেন অ্যাকাউন্ট তৈরি করার সময় যে ডিটেলস দিবেন, তা যেন আপনার আধার আইডির সঙ্গে ম্যাচ থাকে।

কিন্তু যাদের বয়স ১৮ বছরের নিচে, তাদের Apaar আইডি তৈরি করার ক্ষেত্রে তার বাবা-মায়ের পারমিশন লাগবে। অর্থাৎ তাদের আধার ডিটেলসগুলি মিনিস্ট্রি অফ এডুকেশনের সঙ্গে শেয়ার করবেন কি না। তবে এটা অবশ্যই মনে রাখবেন Apaar আইডি তৈরি করা ম্যান্ডেটরি নয়। অর্থাৎ আপনি Apaar আইডি তৈরি করতেও পারেন, আবার নাও করতে পারেন।

👉Apaar আইডির ডাটা সুরক্ষিত বিষয়

Apaar আইডির কথা যবে থেকে শুরু হয়েছে, তখন থেকেই শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যেই বিশেষ প্রশ্ন জাগিয়েছে। কারণ Apaar আইডির সঙ্গে Aadhar আইডিকে ভেরিফাই করতে হচ্ছে। তাই সকলের মনে প্রশ্ন জাগছে, এর মাধ্যমে আধারের কোন তথ্য লিক হয়ে যাবে না তো। কারণ আধারের সঙ্গে ব্যক্তির চোখের রেটিনার ও বায়োমেট্রিকও লিংক রয়েছে।

এই প্রশ্নের উত্তরে এডুকেশন মিনিস্ট্রির তরফ থেকে জানানো হয়েছে, এখানে স্টুডেন্টদের আধার সম্পর্কিত যে যে তথ্য সংরক্ষণ করা হচ্ছে, সেগুলিকে ১০০% সিকিউর করে রাখা হবে, এবং কোন থার্ড পার্টি প্লাটফর্ম বা ব্যক্তিদের সঙ্গে শেয়ার করা হবে না।

এডুকেশন মিনিস্ট্রি এও বলেছেন স্টুডেন্টরা যখন অ্যাকাউন্ট তৈরি করছে তখন আধারকে তো ভেরিফাই করছে, কিন্তু স্টুডেন্টরা পরবর্তীকালে চাইলে এটিকে বন্ধ করতে পারবে।

Conclusion

সরকার চায় ভারতবর্ষকে ডিজিটাল করার। তাই এই আইডির সাহায্যে শিক্ষার্থীদের যাবতীয় তথ্য ডিজিটাল ভাবে সংরক্ষিত থাকবে। যেকোনো প্রয়োজনে শিক্ষার্থীরা তাদের অরজিনাল ডকুমেন্টসগুলি ডিজিটাল ভাবে ব্যবহার করতে পারবে। এর ফলে শিক্ষার্থীদের সব জায়গা অরিজিনাল হার্ডকপিকে বহন করে নিয়ে যাওয়ার প্রয়োজন হবে না। এবং সরকারও জানতে পারবে যে কোন শিক্ষার্থীর সঠিক কোন ডিগ্রী রয়েছে এবং ভারতে সাক্ষরতার হার কতটা রয়েছে।

FAQ

Apaar full form কি?

Apaar আইডির সম্পূর্ণ নাম হচ্ছে ‘automated permanent academic account registry’.

Apaar আইডি কাদের জন্য প্রয়োজন?

যারা বিশেষত পড়াশোনা করছে তাদের সকলের জন্যই এই Apaar আইডির প্রয়োজন। এমনকি যে সমস্ত শিশুরা পড়াশোনা শুরু করেছে তাদের জন্যও প্রয়োজন।

Apaar আইডি তৈরি করা কি বাধ্যতামূলক?

না, Apaar আইডি বাধ্যতামূলক নয়। শিক্ষার্থীরা চাইলে আইডি তৈরি করতে পারে, আবার নাও পারে।

Apaar আইডির সঙ্গে আধার লিঙ্ক কি বাধ্যতামূলক?

না, Apaar আইডির সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক নয়। এমনকি যদি কোন শিক্ষার্থীর লিঙ্ক করে, তবে যে কোনো সময় সে ডি-লিংকও করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *