Foap earn money online app – Foap App কি, এতে একাউন্ট তৈরি, ইনকামের পদ্ধতি, টাকা ব্যাংকে উইথড্র পদ্ধতি সমস্ত কিছু জানুন বিস্তারিত।
বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভাল আছেন। আমরা তো অনেক সময় আমাদের আশেপাশের বা যে কোনো জায়গায় বেড়াতে গিয়ে গাছপালা, পশুপাখি, নদী-নালা, পাহাড়-পর্বত, রাস্তাঘাট, মানুষজন বা প্রকৃতির যে কোন ফটো মোবাইলে তুলেই থাকি। কিন্তু আপনি কি জানেন এই সমস্ত তোলা ফটোগুলি আপনাকে ইনকামের একটি পথ দিতে পরে।
আপনারা বলবেন কীভাবে, তো দেখুন বিভিন্ন ধরনের ফটো আপলোডিং ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন ( earn money online app ) রয়েছে যেগুলিতে ফটো সেল করে ইনকাম করা যায়। অর্থাৎ ফটোগুলো আপলোড করার পর যদি কেউ ওই ফটোগুলি কে কিনে, অর্থাৎ পারচেজ করে তখন আপনি ওইখান থেকে ইনকাম অর্থাৎ কমিশন পেয়ে থাকেন কোনো ব্যায় ছাড়া ( how earn money online without investment ) ।
আপনি ভাববেন ফটোগুলো কে আবার কিনবে ( image selling ) , তো দেখুন যারা ভিডিও ক্রিয়েটর অর্থাৎ ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এ ভিডিও আপলোড করার জন্য, ভিডিও তৈরি করার সময় ভিডিও কনটেন্ট রিলেটেড ইমেজ বা ফটো ব্যবহার করে থাকে। বা থামনেল তৈরীর সময় ফটো বা ইমেজ ব্যবহার করে থাকে, কিন্তু যে কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ফটো বা ইমেজ গুলি তাদের ভিডিওতে বা থামনেল গুলিতে ব্যবহার করতে পারেনা কপিরাইট রুলস অনুযায়ী।
তাই ওইসব ভিডিও ক্রিকেটাররা এই সমস্ত ফটো সেলিং ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে আসে তাদের ভিডিওর কনটেন্ট রিলেটেড বা থামনেল তৈরি করার জন্য প্রয়োজনীয় ইমেজ বা ফটো কেনার জন্য। আর এই সমস্ত ফটো সিলিং ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনগুলি তাদেরকে ফটো সেল ( photo selling ) করে । এবং আপনার যদি ওই ফটোটি হয়ে থাকে তাহলে আপনাকেও ফটোটি বিক্রি হওয়ার জন্য কিছু ইনকাম দিয়ে থাকে।
তো আজকে আমি আপনাদেরকে Foap image selling অ্যাপ্লিকেশন (earn money online app)সম্পর্কে ডিসকাস করে বলবো যে আপনারা কীভাবে এই অ্যাপ্লিকেশনে ফটো আপলোডিং করে অনলাইন ইনকাম করতে পারবেন।
👉 Foap Application কি
Foap App একটি ফটো আপলোডিং ইনকামের অ্যাপ্লিকেশন ( earn money online app ) যেখানেতে যেকোনো ধরনের ফটো আপলোডিং করে ইনকাম করা যায়। Foap App টির একটি নিজস্ব ওয়েবসাইট রয়েছে যা foap.com । Foap App তার এই নিজস্ব ওয়েব সাইটটিতে ফটো গুলোকে সেল করে থাকে যেগুলি Foap App এ আপলোড করা হয়।
এবং ওই ওয়েবসাইট থেকে ফটোগুলি সেল অর্থাৎ বিক্রি হওয়ার পর তা থেকে কমিশন দিয়ে থাকে। এছাড়া এই Foap App এ বিভিন্ন ধরনের কনটেস্ট চলে $১০০ & $২০০ & $৩০০ & $৫০০ এর এই সমস্ত কন্টাক্ট গুলিতে পার্টিসিপেট করেও ইনকাম করা যায়। Play Store এ অ্যাপ্লিকেশনটির ১ মিলিয়ন অর্থাৎ 10 লাখেরও বেশি ডাউনলোড রয়েছে।
👉Foap App এ Account তৈরির পদ্ধতি
Foap App এ ফটো আপলোডিং করে আরনিং করার জন্য একটি একাউন্ট ক্রিয়েট করতে হবে। এর জন্য সর্বপ্রথম আপনাকে প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশন থেকে ইন্সটল করতে হবে ( earn money online app )। শত নিচে অ্যাপ্লিকেশন এর লিঙ্ক দেয়া রয়েছে, লিংকে ক্লিক করলে আপনারা প্লে স্টোরে তে রিডাইরেক্ট হয়ে যাবেন ওখান থেকে ইন্সটল করে নিবেন।
– প্রথম,- ইনস্টল করার পর অ্যাপ্লিকেশন টিকে ( foap earn money online app ) ওপেন করে নিবেন । তারপর নিচে যে ” Start Using Foap ” এর অপশন পাবেন এর উপরে ক্লিক করে দিবেন।
– দ্বিতীয়,- এরপর আপনারা একাউন্ট ক্রিয়েট করার পেজেতে রিডাইরেক্ট হয়ে যাবেন। ওইখানে নিচে ” Creat Account ” এ ক্লিক করবেন।
– তৃতীয়,- এরপর আপনাদের কাছে একাউন্ট ক্রিয়েট করার জন্য ফর্ম ওপেন হয়ে যাবে ওইখানে Username, Email, Password দেওয়ার পর নিচে ” Creat Account ” এ ক্লিক করবেন। তো আপনার একাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং আপনি যে ইমেইল আইডি দিয়ে একাউন্ট ক্রিয়েট করবেন তাতে একটি কনফারমেশন ইমেইল আসবে ইমেইল টিকে ওপেন করে নিচে ” activate your account ” এ ক্লিক করলে একাউন্ট ভেরিফাই হয়ে যাবে।
👉 Foap App এ ফটো আপলোড পদ্ধতি
Foap App এ ফটো আপলোড করে সেই ফটো সেল হলে , তা থেকে আপনি কমিশন পাবেন। উপরে ফটো অফ রিডিং এর প্রসেস জানানো হয়েছে।
– প্রথম,- Foap App এ ফটো আপলোড করার জন্য নিচে ” + ” আইকনে ক্লিক করতে হবে। তো আপনাদের কি আপনার গ্যালারিতে রি-ডাইরেক্ট করে দেবে। ওখান থেকে যে ফটোটি আপনি আপলোড করতে চান সেই ফটোটি সিলেক্ট করে নিবেন ।
– দ্বিতীয়,- তো আপনার ফটো আপলোডিং স্টার্ট হয়ে যাবে এবং ওই পেজতেই ফটোটির টাইটেল বা ডেসক্রিপশন লিখে, এবং ট্যাগ ( Tages ) এড করার পর, উপরে ” publish ” বাটনে ক্লিক করে দিবেন। তো আপনার ফটোটি published হয়ে যাবে।
👉 Foap App থেকে ইনকাম কিভাবে করা যায়
– Foap earn money online app এ ফটো আপলোড করে সেই ফটো সেল হলে ( image selling ) , তা থেকে আপনি কমিশন পাবেন। উপরে image uploading এর প্রসেস জানানো হয়েছে।
– এছাড়া এই অ্যাপ্লিকেশনে বিভিন্ন ধরনের কনটেস্ট চলে। কনটেস্ট গুলিতে পার্টিসিপেট করার জন্য ডানদিকের নিচে ” Missions ” এ ক্লিক করতে হবে। তো আপনারা বিভিন্ন ধরনের মিশন বা কনটেস্ট দেখতে পেয়ে যাবেন। ওই কনটেস্ট এর মধ্যে কত ডলার কি করা হবে এবং কত দিনের মধ্যে পারসেন্ট করতে হবে তা লেখা থাকবে। ওই কনটেস্টের উপরে ক্লিক করবেন কনটেস্টে পার্টিসিপেট করার জন্য।
– তো আপনারা কনটেস্ট এ সম্পর্কে আরও বিস্তারিত ভাবে জানতে পেরে যাবেন। যে কত রেংক এর মধ্যে আসেনি কত ডলার পাবেন এবং কিভাবে পার্টিসিপেট করবেন কি ধরনের ফটো আপলোড করতে হবে এই কনটেস্ট এর মধ্যে। কন্টেস্টের মধ্যে ফটো আপলোড করার জন্য ডানদিকে নিচে ” + ” আইকনে ক্লিক করে ফটো বা ইমেজ আপলোড করতে পারবেন ।
👉 Foap App থেকে টাকা নেওয়ার পদ্ধতি
Foap earn money online app থেকে টাকা উইথড্র করার পদ্ধতি নিচে উল্লেখ করা হল –
প্রথম,- ভিডিও ইনকাম করার পর উইথড্র করার জন্য সর্বপ্রথম ওপরে বামদিকে থ্রি-লাইনে ক্লিক করতে হবে ।
দ্বিতীয়,- তারপর আপনাকে ” Your Sales ” এ ক্লিক করতে হবে।
তৃতীয়,- এরপর আপনাকে পেমেন্ট মেথড এড করতে হবে। অর্থাৎ টাকা তোলার জন্য একাউন্ট এড করতে হবে, এর জন্য ডানদিকে ওপরের দিকে সেটিং এর আইকনে ক্লিক করবেন।
চতুর্থ,- আপনাদের কাছে PayPal এর ডিটেলস এড করার কথা বলবে তো পেপালের ইমেইল আইডি দেওয়ার পর ডান দিকে উপরে টিক চিহ্ন ক্লিক করে দিবেন। তো আপনার পেমেন্ট মেথড এড হয়ে যাবে এবং এই PayPal Account এর সঙ্গে যেই ব্যাংক একাউন্ট এড থাকবে উইড্র করার পর ওই ব্যাংকে টাকা ট্রান্সফার হয়ে যাবে।
পঞ্চম,- পেমেন্ট মেথড এড করার পর ডলার বা টাকা রিডিম করার পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। ওইখানে আপনার টোটাল ব্যালেন্স দেখাবে নিচে ” Withdraw ” অপশন এ ক্লিক করে উইথড্রো করতে পারবেন।
- www.foap.com/
👉 FAQ of Foap earn money online app
Q) Foap App কি ?
এটি একটি আর্নিং অ্যাপ্লিকেশন। যেখানে ফটো আপলোড করার পর photo selling এর মাধ্যমে ইনকাম করা যায়।