form fill online job – এর জন্য কি কি প্রয়োজন, কত টাকা প্রয়োজন এবং কিভাবে কাজ করে ইনকাম করবেন সমস্ত তথ্য জানুন বিস্তারিত। ৫০০০ খরচ করে মাসে ১২,০০০ ইনকাম।
গাইজ আমরা যারা স্টুডেন্টস রয়েছি। আমাদের টাকার সমস্যা প্রায় কোন না কোন সময় হয়েই থাকে। তাই টাকার জন্য কোন না কোন সময় পরিবারের বাবা-মা বা অন্যান্য পরিবার প্রধানের কাছ থেকে টাকা নিতে হয়ে থাকে।
কিন্তু সব সময় অন্যান্য কারো কাছ থেকে টাকা নেওয়া আমাদের অনেক সময় খুবই খারাপ লাগে। মনে হয় যে যদি কিছু টাকা ইনকাম করতে পারতাম তাহলে হয়তো আমার পড়াশোনার পাশাপাশি নিজের হাত খরচাটাও চালাতে পারতাম।
আপনি যদি চাইছেন যে পড়াশোনার পাশাপাশি কিছু ছোটখাটো কাজ করে কিছু টাকা ইনকাম করবেন তাহলে এই পোস্টটি আপনাদের জন্য। আজকের এই পোস্টে আমি আপনাদেরকে বলবো, আপনারা কিভাবে পড়াশোনার পাশাপাশি আপনার কাছে যদি কোন ল্যাপটপ বা মোবাইল থেকে থাকে। তাহলে অনলাইনে ফর্ম ফিলাপের কাজ ( form fill online job ) করে, কিভাবে দৈনিক বা মাসিক খুব ভালো টাকা ইনকাম করতে পারবেন।
অনেকে রয়েছি যারা ফুল টাইম ফরম ফিলাপের কাজ করে অর্থাৎ দৈনিক সাত থেকে আট ঘন্টা কাজ করে মাসে ১৫ থেকে ২৫ হাজার টাকা ইনকাম করছে, এই অনলাইন ফরম ফিলাপের কাজ ( online form fill up ) করে। সেই জায়গায় আপনি যদি কমপক্ষে দু’ঘণ্টা কাজ করেন তাহলে হয়তো আপনার মাসে চার থেকে পাঁচ হাজার টাকা আরা মসে ইনকাম হয়ে যাবে।
👉 অনলাইন ফর্ম ফিলাপের কাজে সুবিধা
- এই কাজ খুব সহজেই বাড়িতে বসেই করা যায়
- এই কাজ পড়াশোনার পাশাপাশি করা যায়
- এই কাজের জন্য খুব একটা বেশি পরিশ্রম হয় না
- এই কাজ করার জন্য বিশেষ কোনো প্রশিক্ষণের প্রয়োজন নাই
- এই কাজ অনলাইনের মাধ্যমে করা যায়।
👉 এই কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম
এই কাজ করার জন্য বিসিএস তেমন কোন সরঞ্জামের প্রয়োজন নেই। আপনার কাছে যদি ল্যাপটপ থাকি তাহলে খুবই ভালো। আর যদি আপনার কাছে ল্যাপটপ নাও থাকে, একটি স্মার্ট ফোন থাকে তাহলে আপনারা এই কাজ খুব সহজেই করতে ( online form fillup ) পারবেন।
👉 এই কাজের জন্য যোগ্যতা
এই form filling job কাজ করার জন্য বিশেষ তেমন কোন ডিগ্রী বা যোগ্যতার প্রয়োজন নাই । আপনার যদি হালকা ইংরেজি পড়তে পারেন তাহলে খুব ভালো, আর যদি ইংরেজি পড়তে একটু আধটু সমস্যা হয়, তাহলে বর্তমানে বেশিরভাগ সাইটেই ফর্ম ফিলাপের কাজ বাংলা ভাষাতেও করা যায়।
তাছাড়া ইংরেজি কোন ওয়ার্ডের মানে যদি না জানা থাকে। তাহলে গুগল ট্রান্সলেটের সাহায্যে চাইলে ওই শব্দের মানে জেনে নিতে পারবেন।
👉 স্টুডেন্টসরা কখন কাজ করবে
আপনি যদি একজন স্টুডেন্টস না হন। তাহলে আপনি ফুল টাইম এই কাজটি করতে পারেন একটি সাইবার ক্যাফ খুলে। আর যদি আপনি স্টুডেন্ট হন তাহলে আপনার ফাঁক টাইমে অর্থাৎ সকালবেলা পড়াশোনার জন্য সময় রেখে। বিকেল থেকে ঘন্টা তিনেক কাজ করতে পারেন।
👉 এই কাজের জন্য ব্যয়
অনলাইনে ফর্ম ফিলাপের কাজ ( form fill online job ) করার জন্য আপনার খুব একটা খরচ হবে না বললেই চলে। শুধুমাত্র ফর্ম প্রিন্ট আউট করার জন্য একটি প্রিন্টার কিনতে হবে। যাক আপনারা চার থেকে পাঁচ হাজার টাকায় মোটামুটি একটা প্রিন্টার পেয়ে যাবেন।
বাকি বাদ আপনার কাছে যদি ল্যাপটপ থাকে তাহলে খুবই ভালো, আর না থাকলে মোবাইলের সাহায্যেও ফর্ম ফিলাপ করে সেটিকে প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে নিতে পারবেন। আর আজকাল মোবাইল রয়েছে মানে সকলের কাছেই আশা করি ইন্টারনেটের সঙ্গে রয়েছে। তাহলে শুধুমাত্র প্রিন্টার কেনার টাকাটাই প্রয়োজন হবে।
👉 ফর্ম ফিলাপে ইনকামের পদ্ধতি
আজকাল যে কোন কাজই প্রায় অনলাইনেতে করা হচ্ছে । সরকারি বা বেসরকারি কোনো যোজনা বলুন, কোন কাজ বলুন, কোন কিছুর জন্য এপ্লাই করা বলুন, কোন কিছু ডকুমেন্ট বা সার্টিফিকেট সংশোধন বলুন, সমস্ত কিছুই বর্তমানে অনলাইনের মাধ্যমে করা হচ্ছে।
তাই দিন দিন অনলাইনের কাজের ( form fill online job ) প্রতি প্রবণতা বেড়েই চলেছে। মানুষও অফলাইনের পরিবর্তে অনলাইনকেই সহজবোধ্য এবং নির্ভরযোগ্য মনে করছে। তাই যে কোন কাজে অনলাইনের মাধ্যমে করাকে তারা সহজবোধ্য এবং নির্ভরযোগ্য মনে করছে ।
তাই উপরিক্ত কাজগুলি ছাড়াও আরো অনেক কাজ রয়েছে যা অনলাইনের মাধ্যমে করা হয়ে থাকে। আপনি উপরোক্ত কাজ গুলো ছাড়াও আরো অন্যান্য কাজগুলি করেও খুব ভালো টাকা ইনকাম করতে পারবেন।
👉 অনলাইনে ফরম ফিলাপের কাজে কত টাকা ইনকাম করা যায়
অনলাইনের মাধ্যমে ফরম ফিলাপে ( form fill online job ) খুব ভালই টাকায় ইনকাম করা যেতে পারে। কেননা ৫ থেকে ১০ মিনিট লাগে এমন একটি ফর্ম ফিলাপ করতে প্রায় ৪০ – ৬০ টাকা পর্যন্ত মানুষ নিয়ে থাকে। এর বেশি সময় লাগলে তো আরো বেশি টাকা নিয়ে থাকে।
তাই আপনি যদি এই ধরনের কাজ দৈনিক দু থেকে তিন ঘন্টা কমপক্ষে ১০ টি ও করেন। এবং ৪০ টাকা করে পান তাহলে ৪০×১০ = ৪০০ টাকা দৈনিক আপনার ইনকাম হবে। এবং মাসিক ধরলে প্রায় ১২ হাজার টাকা আপনার ইনকাম হবে।
👉 FAQ of form fill online job
Q) অনলাইন ফর্ম ফিলাপের কাজ কি ?
অফলাইনের মাধ্যমে যে সমস্ত ফর্ম গুলি ফিলাপ ( form to fill up ) হয়। সেগুলির ই-ফর্ম হচ্ছে অনলাইন ফর্ম। যেগুলি ইন্টারনেটের সংযোগে অনলাইনের মাধ্যমে করা যায়। বর্তমানে সরকারি বা বেসরকারি যে কোন কাজে অনলাইনের মাধ্যমে করা হয়ে থাকে।
Q) অনলাইনে ফর্ম ফিলাপের কাজে কি প্রয়োজন ?
অনলাইনের মাধ্যমে ফর্ম ফিলাপের (form fill up online) জন্য আপনার একটি ল্যাপটপ প্রয়োজন, যদি ল্যাপটপ না থাকে তাহলে স্মার্টফোনের সাহায্য করতে পারবেন। এছাড়া একটি প্রিন্টার এবং ইন্টারনেটের সংযোগ প্রয়োজন।
Q) অনলাইনে ফর্ম ফিলাপের কাজে খরচ ?
অনলাইনে ফরম ফিলাপের কাজে ( form fill online job ) আপনার কাছে ল্যাপটপ বা মোবাইল এবং ইন্টারনেট সংযোগ থাকলে, শুধুমাত্র প্রিন্টারের টাকা খরচ হবে। যা চার থেকে পাঁচ হাজার টাকার মতো।
Q) অনলাইনে ফর্ম ফিলাপে ইনকাম ?
৫ থেকে ১০ মিনিটের এক একটি ফর্ম ফিলাপে অনেকে ৪০-৬০ টাকা চার্জ করে থাকে। তাই আপনি দৈনিক দুই থেকে তিন ঘন্টা কাজ করে, যদি দৈনিক দশটি ফর্মও ফিলাপ করেন । তাহলে ৪০×১০=৪০০ টাকা আপনার প্রতিদিন ইনকাম হবে। এবং মাসে যা আপনার ১২ হাজার টাকা ইনকাম করে দেয়।