১৯৭০ থেকে ১৯৭১ সালের মধ্যে ভারতের রাজস্থানের  রণথমবারে একটি বাঘিনী দুটি বাচ্চার জন্ম দেয়। জন্ম দেয়ার পর বাঘিনীটি মারা যায়। ওই সময় রাজস্থান এলাকায় ভারতীয় বনদপ্তর বিভাগের একজন অফিসার থাকতো, যার নাম ছিল কৈলাস শঙ্খলা। ইনি বাঘের সংরক্ষণের বিষয়ে অনেক আগে থেকেই আন্দোলন করছিল। কৈলাস শঙ্খলা ওই দুটো বাঘের বাচ্চাকে নিয়ে দিল্লিতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে এসেছিল।

Contents hide
tiger reserve in india
Image from Pexels.com

কৈলাস শঙ্খলা এই বাঘের বাচ্চা দুটির কাহিনী এবং প্রতিনিয়ত ভারতে বাঘের সংখ্যা কমার বিষয়ে প্রধানমন্ত্রী ইন্দ্রা গান্ধীকে  অবগত করেন। তিনি প্রধানমন্ত্রীকে বলেন, যে অবৈধভাবে গাছ কাটা রোধ করা এবং বনজঙ্গলকে বাঁচিয়ে রাখার জন্য বাঘের বাঘের থাকা কতটা প্রয়োজন। 

এমনকি ১৯৬৯ সালে IUCN (International Union for Conservation of Nature) এর বৈঠকে বাঘের সংখ্যা কমে যাওয়ার ব্যাপারেও চিন্তা করা হয়েছিল। প্রধানমন্ত্রী ইন্দ্রিয়া গান্ধী কৈলাস শঙ্খলার কথাকে খুবই সিরিয়াস ভাবে নিয়েছিল। এবং একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল বাঘকে সংরক্ষণের জন্য। এই টাস্ক ফোর্সের সুপারিশ গুলিকে প্রয়োগ করার জন্য কৈলাস শঙ্খলাকে নিয়োগ করা হয়। 

যার কারণে ১৯৭৩ সালের ব্যাঘ্র প্রকল্প শুরু থেকে এখন পর্যন্ত ভারতে বাঘের সংখ্যা বেড়ে ৩৬৮০ টির বেশি হয়েছে। যদি দেখা যায় বিশ্বের মোট বাঘের সংখ্যার মধ্যে ভারতবর্ষেই প্রায় ৭৫% বাঘ রয়েছে। এবং কৈলাস শঙ্খলার ঈমানদার প্রয়াস এর জন্য তিনি “tiger man of India” হিসেবে বলা হয়।

আজকের এই পোস্টে পশ্চিম ভারত, মধ্য ভারত এবং দক্ষিণ ভারতের বাঘ সংরক্ষণ কেন্দ্রগুলি সম্পর্কে আলোচনা করা হল।

🌍 রাজস্থান বাঘ সংরক্ষণ কেন্দ্র

এই রাজ্যে মোট চারটি সংরক্ষণ কেন্দ্র রয়েছে। যেমন সারিস্কা ভাগ সংরক্ষণ কেন্দ্র, রান্থাম্বার বাঘ সংরক্ষণ কেন্দ্র, রামগড় বিষধারি বাঘ সংরক্ষণ কেন্দ্র, মুকুন্দরা হিলস বাঘ সংরক্ষণ কেন্দ্র।

১) মুকুন্দরা হিলস বাঘ সংরক্ষণ কেন্দ্র

এই বাঘ সংরক্ষণ কেন্দ্রটি কোটা, বুন্ডি, চিত্তর্গড়, ঝালাওয়ার রাজস্থানের এই চারটি জেলা নিয়ে বিস্তৃত। এখানে সংরক্ষিত বাঘের সংখ্যা একটি বলে জানানো হয়েছে।

২) রামগড় বিষধারি বাঘ সংরক্ষণ কেন্দ্র

এটি রাজস্থানের বুন্ডি এলাকায় রয়েছে। এটি রাজস্থানের একটি নতুন বাঘ সংরক্ষণ কেন্দ্র, যেটি ২০২২ সালে ঘোষণা করা হয়। এটি রাজস্থানের মেজ নদীর পাশে অবস্থিত। এখানেও একটি বাঘ রয়েছে বলে জানানো হয়েছে।

৩) রান্থাম্বার বাঘ সংরক্ষণ কেন্দ্র 

১৯৭৩ সালে বাঘ প্রকল্পের সময় তৈরি করা ৯টি বাঘ সংরক্ষণ কেন্দ্রের মধ্যে একটি  হল রান্থাম্বার বাঘ সংরক্ষণ কেন্দ্র। এটি রাজস্থানের সাওয়াই মধুপুর, বুণ্ডি, কারলি জেলার মধ্যে বিস্তৃত। বর্তমানে এখানে ৫৭ টি বাঘ সংরক্ষণ রয়েছে।

৪) সারিস্কা ভাগ সংরক্ষণ কেন্দ্র

এটি রাজস্থানের হিমালয় পর্বতের মধ্যে আলওয়ার জেলার মধ্যে অবস্থিত।  এখানেতে ১৯ টি বাঘ রয়েছে বলে জানানো হয়েছে।

🌍 মধ্যপ্রদেশ বাঘ সংরক্ষণ কেন্দ্র 

মধ্যপ্রদেশে মোট সাতটি বাঘ সংরক্ষণ কেন্দ্র রয়েছে। সেগুলি হল পান্না বাঘ সংরক্ষণ কেন্দ্র, সঞ্জয় দুবরি বাঘ সংরক্ষণ কেন্দ্র, বান্ধবগড় বাঘ সংরক্ষণ কেন্দ্র, কান্নাহ বাঘ সংরক্ষণ কেন্দ্র, পেঞ্চ বাঘ সংরক্ষণ কেন্দ্র, সাতপুরা বাঘ সংরক্ষণ কেন্দ্র, বীরাঙ্গনা দুর্গাবতী বাঘ সংরক্ষণ কেন্দ্র।

১) বান্ধবগড় বাঘ সংরক্ষণ কেন্দ্র 

 বান্ধবগড় বাঘ সংরক্ষণ কেন্দ্রের পাশে অবস্থিত বান্ধবগড় পাহাড়ের নাম অনুসারে এই সংরক্ষণ কেন্দ্রের নাম হয়। এটি মধ্যপ্রদেশের কাঠনি এবং উমারিয়া অঞ্চলে অবস্থিত। এখানে প্রায় ১৩৫ টি বাঘ সংরক্ষণ রয়েছে।

২) কান্নাহ বাঘ সংরক্ষণ কেন্দ্র

 এই বাঘ সংরক্ষণ কেন্দ্রটি মধ্যপ্রদেশের বান্ডলা এবং বালাঘাট জেলা জুড়ে অবস্থিত। এটিও ভারতের তৈরি করা প্রথম নয়টি বাঘ সংরক্ষণ কেন্দ্রের মধ্যে একটি। এখানে বর্তমানে ১০৫টি বাঘ সংরক্ষণ রয়েছে।

৩) পান্না বাঘ সংরক্ষণ কেন্দ্র

  এটি মধ্যপ্রদেশের পান্না এবং ছাত্তরপুর জেলা জুড়ে অবস্থিত।  বর্তমানে এখানেতে ৫৫ টি বাঘ সংরক্ষণ রয়েছে। 

৪) পেঞ্চ বাঘ সংরক্ষণ কেন্দ্র

এটি সাতপুরা পাহাড়ের পাশে মধ্যপ্রদেশের সিওনি ও ছিন্দওয়ারা জেলাকে কেন্দ্র করে অবস্থিত। এর সঙ্গে ইন্দ্রা প্রদর্শনি পেঞ্চ ন্যাশনাল পার্ক ও পেঞ্চ মাওগলি সেঞ্চুরিও যুক্ত রয়েছে। বর্তমান তথ্য অনুযায়ী এখানেতে ৭৭ টি বাঘ সংরক্ষণ রয়েছে।

৫) সঞ্জয় দুবরি বাঘ সংরক্ষণ কেন্দ্র

এই বাঘ সংরক্ষণ কেন্দ্রের সঙ্গে সঞ্জয় দুবরি ন্যাশনাল পার্ক যুক্ত রয়েছে। এটি টি মধ্যপ্রদেশের শাহডল ও সিধি জেলা নিয়ে বিস্তৃত। এবং এটি দক্ষিণে গুরুদাস ন্যাশনাল পার্কের সঙ্গে সংযুক্ত। মাহি, উম্রারি, বানাস নদীগুলি এই বাবু সংরক্ষণ কেন্দ্রের পাশ দিয়ে প্রবাহিত গিয়েছে। রিসেন্ট সার্ভে অনুযায়ী এখানে তে ভাগ সংরক্ষণ রয়েছে বলে জানা গিয়েছে।

৬) সাতপুরার বাঘ সংরক্ষণ কেন্দ্র

১৮৬২ সালে তৎকালীন ব্রিটিশ ভারতে ক্যাপ্টেন জেমস ফর্সিথ প্রথম অনুসন্ধান করেছিল। ১৯৮১ সালে ন্যাশনাল পার্ক এবং ২০০০ সালে বাঘ সংরক্ষণ হিসেবে পরিচিতি লাভ করা এই সাতপুরা বাঘ সংরক্ষণ কেন্দ্রে বর্তমানে ৫০টি বাঘ সংরক্ষণ রয়েছে ।

৭) বীরাঙ্গনা দুর্গাবতী বাঘ সংরক্ষণ কেন্দ্র

এটি মধ্য প্রদেশের সপ্তম তম এবং ভারতের ৫৪তম বাঘ সংরক্ষণ কেন্দ্র হিসেবে পরিচিত। এটি মধ্যপ্রদেশের দামো, সাগর ও নার্সিংহপুর জেলা নিয়ে গঠিত। রানী বীরাঙ্গনার নাম অনুসারে এই বাল সংরক্ষণ কেন্দ্রের নাম হয় বীরঙ্গনা দুর্গাবতী বাঘ সংরক্ষণ কেন্দ্র। এখানে বর্তমানে ১৫ টি বাঘ সংরক্ষণ রয়েছে।

🌍 মহারাষ্ট্রের বাঘ সংরক্ষণ কেন্দ্র

মহারাষ্ট্রে বর্তমানে ৬টি বাঘ সংরক্ষণ কেন্দ্র রয়েছে। সেগুলি হল মেলঘট, পেঞ্চ, নওয়েগাঁও, বোর, টাডোবা অন্ধেরি, শায়াদ্রি বাঘ সংরক্ষণ কেন্দ্র। এ সমস্ত বাঘ সংরক্ষণ কেন্দ্র গুলির মধ্যে শায়াদ্রি ছাড়া বাকি সব বাঘ সংরক্ষণ কেন্দ্রগুলি মহারাষ্ট্রের উত্তর-পূর্ব দিকে অবস্থিত।

১)মেলঘট বাঘ সংরক্ষণ কেন্দ্র –

এটি গাউইলগড় পাহাড়ে অবস্থিত। এটি মহারাষ্ট্রের আকলা, আমরাবতী ও বুলধারা জেলা জুড়ে রয়েছে। এটি ১৯৭৩ থেকে ১৯৭৪ সালের মধ্যে তৈরি করা হয়। এখানেতে ৫৭টি ভাগ সংরক্ষণ রয়েছে।

২) পেঞ্চ বাঘ সংরক্ষণ কেন্দ্র

এটি মহারাষ্ট্রের নাগপুর জেলায় অবস্থিত। পেঞ্চ নদী এর উপর দিয়ে বয়ে যাওয়ার কারণে এর নাম হয়েছে পেঞ্চ বাঘ সংরক্ষণ কেন্দ্র। এখানে বর্তমানে ৪৮ টি বাঘ সংরক্ষণ রয়েছে।

৩) নওয়েগাঁও বাঘ সংরক্ষণ কেন্দ্র

এটি মহারাষ্ট্রের গন্ডিয়া এবং ভান্ডারা জেলা জুড়ে অবস্থিত। এখানে বর্তমানে ১১ টি বাঘ সংরক্ষণ রয়েছে বলে জানা গিয়েছে। 

৪) বোর বাঘ সংরক্ষণ কেন্দ্র

এটি মহারাষ্ট্রের ওয়ার্ধা জেলায় অবস্থিত। এটি ২০১৪ সালে বাঘ সংরক্ষণ কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। এটি ভারতের সবচেয়ে ছোট বাঘ সংরক্ষণ কেন্দ্র। এখানে বর্তমানে ৯টি বাঘ সংরক্ষণ রয়েছে।

৫) টাডোবা অন্ধেরি বাঘ সংরক্ষণ কেন্দ্র

এটি মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায় অবস্থিত। এখানে বর্তমানে ৯৭ টি বাঘ সংরক্ষণ রয়েছে বলে জানা গিয়েছে।

৬) শায়াদ্রি বাঘ সংরক্ষণ কেন্দ্র

এটি মহারাষ্ট্রের সাতারা, সাঙ্গলি, কলহাপুর এবং রাত্নাগিরি জেলা জুড়ে রয়েছে। এটি মহারাষ্ট্র ছাড়াও গোয়া এবং কর্নাটকের কিছু অংশে অবস্থান রয়েছে। তবে বর্তমানে এখনো পর্যন্ত এখানে কোন বাঘ সংরক্ষণ নাই।

🌍 কর্নাটকের বাঘ সংরক্ষণ কেন্দ্র সমূহ

কর্নাটকে মোট পাঁচটি বাঘ সংরক্ষণ কেন্দ্র রয়েছে। 

১) দান্দেলি আন্সি বাঘ সংরক্ষণ কেন্দ্র

এটি কর্ণাটকের উত্তর কান্নাড়া জেলায় অবস্থিত। এটি ২০০৮ থেকে ২০০৯ সালে পরিচিতি লাভ করে। পরবর্তীকালে ২০১৫ সালে এর নাম পরিবর্তন করে কালী বাঘ সংরক্ষণ রাখা হয়। বর্তমানে এখানে ১৭টি বাঘ সংরক্ষণ রয়েছে।

২) ভদ্রা বাঘ সংরক্ষণ কেন্দ্র 

এটি কর্ণাটকের চিকমাংলুর ও শিমোগা জেলা জুড়ে অবস্থিত। এটি একটি পর্যটন কেন্দ্র হিসেবে খুব পরিচিত। এখানে ২৮টি বাঘ সংরক্ষণ রয়েছে।

৩) নাগারাহোল বাঘ সংরক্ষণ কেন্দ্র 

 ওই অঞ্চলে প্রবাহিত নাগারাহোল নদীর নাম অনুসারে এই বাঘ সংরক্ষণ কেন্দ্র টির নাম হয়। এই বাঘ সংরক্ষণ কেন্দ্রটি মাইসুর এবং কোডাগো জেলায় অবস্থিত। এখানে ১৪১ টি বাঘ সংরক্ষণ রয়েছে।

৪) বান্দিপুর বাঘ সংরক্ষণ কেন্দ্র

এটি কর্নাটকের মাইসুর জেলায় অবস্থিত। এটি প্রথম ৯টি বাঘ সংরক্ষণ কেন্দ্রের মধ্যে একটি। বর্তমান রিপোর্ট অনুযায়ী এখানে তে ১৫০ টি বাঘ সংরক্ষণ রয়েছে।

৫) বিলিগিরি রাঙ্গনাথ মন্দির বাঘ সংরক্ষণ কেন্দ্র

বিলিগিরির অর্থ হল সাদা মাটির ভূমি। এটি কর্ণাটকের চামরাজানগর জেলায় অবস্থিত। বর্তমানে এখানে ৩৭ টি বাঘ  সংরক্ষণ রয়েছে।

🌍 অন্ধ্রপ্রদেশের বাঘ সংরক্ষণ কেন্দ্র

অন্ধ্রপ্রদেশে বর্তমানে শুধুমাত্র একটি বাঘ সংরক্ষণ কেন্দ্র  রয়েছে। সেটি হল নাগার্জুনা সাগর শ্রীসালাম বাঘ সংরক্ষণ কেন্দ্র রয়েছে। 

১) নাগার্জুনা সাগর শ্রীসালাম বাঘ সংরক্ষণ কেন্দ্র 

এটি ভারতে বড় বাঘ সংরক্ষণ কেন্দ্র গুলির মধ্যে একটি। এটি অন্ধ্রপ্রদেশের পাঁচটি জেলা জুড়ে অবস্থান করেছে। এটি ১৯৮৩ সালে সংঘটিত হওয়া ভারতের প্রথম ৯টি বাঘ সংরক্ষণ কেন্দ্রের মধ্যে একটি। এখানে বর্তমানে ৫৮ টি বাঘ সংরক্ষণ আছে।

🌍 তেলেঙ্গানার বাঘ সংরক্ষণ কেন্দ্র

ভারতের এই রাজ্যটি ২০১৪ সালে আত্মপ্রকাশ করে। তেলেঙ্গা নাই দুটি বাঘ সংরক্ষণ কেন্দ্র রয়েছে। সেগুলি হল তাওয়াল ও অমরাবাদ বাঘ সংরক্ষণ কেন্দ্র।

১) তাওয়াল বাঘ সংরক্ষণ কেন্দ্র

এটি গোদাবরী নদীর পাশে অবস্থিত। এটি তেলেঙ্গানার আদিলা জেলায় অবস্থিত। এটি ২০১২-১৩ সালের মধ্যে পরিচিতি লাভ করে। তবে এখানে তে বর্তমানে কোন বাঘ সংরক্ষণ নেই।

২) অমরাবাদ বাঘ সংরক্ষণ কেন্দ্র

এটি তেলেঙ্গানার নাল্লামালা পাহাড়ে অবস্থিত। এটি তেলেঙ্গানার মাহবুবনগর এবং নালগণ্ডা জেলা জুড়ে রয়েছে। এটি ২০১৩-১৪ সালে ভাগ সংরক্ষণ কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। বর্তমানে এখানে ১২টি বাঘ সংরক্ষণ রয়েছে।

🌍 তামিলনাড়ুর বাঘ সংরক্ষণ কেন্দ্র

 তামিলনাড়ুতে পাঁচটি বাঘ সংরক্ষণ কেন্দ্র রয়েছে। সেগুলি হল সাথ্যামাংলাম, মধুমালাই, আনামালাই, শ্রীভেল্লিপুথুর মেঘামালাই, কালাকাড় মুন্ডানথুরাই বাঘ সংরক্ষণ কেন্দ্র।

১) সাথ্যামাংলাম বাঘ সংরক্ষণ কেন্দ্র

এটি তামিলনাড়ুর এরোড জেলায় অবস্থিত। ২০১৩-১৪ সালে এই বাঘ সংরক্ষণ কেন্দ্রটি পরিচিতি লাভ করে। এখানে বর্তমানে ৮৫টি বাঘ সংরক্ষণ রয়েছে।

২) মধুমালাই বাঘ সংরক্ষণ কেন্দ্র

এটি তামিলনাড়ুর নীলগিরি জেলায় অবস্থিত। এবং এটি মইয়ার নদীর পাশে রয়েছে। এখানে বর্তমানে 114 টি বাঘ সংরক্ষণ রয়েছে।

৩) আনামালাই বাঘ সংরক্ষণ কেন্দ্র

এটি তামিলনাড়ুর তিনটি জেলা অর্থাৎ কোয়েম্বাটুর, টিরুপ্পুর ও ডিন্ডিগুল জেলায় অবস্থিত। UNESCO আনামালাই বাঘ সংরক্ষণ কেন্দ্রের কারিয়ান শোলা, গ্রেস হিলস ও মানজামপট্টিকে ওয়ার্ল্ড হেরিটেজের দরজা দিয়েছে। এখানে বর্তমানে ১৬ টি বাঘ রয়েছে।

৪) শ্রীভেল্লিপুথুর মেঘামালাই বাঘ সংরক্ষণ কেন্দ্র

২০২০-২১ সালে এই বাঘ সংরক্ষণ কেন্দ্রটি পরিচিতি লাভ করে। এটি তামিলনাড়ুর মাধুরাই, বিরুধুনগর ও থেনি জেলা জুড়ে অবস্থান করে। এখানে বর্তমানে ১২টি বাঘ রয়েছে।

৫) কালাকাড় মুন্ডানথুরাই বাঘ সংরক্ষণ কেন্দ্র

এটি তামিলনাড়ুর তৃণেলুভেলি জেলায় অবস্থিত। এখানেতে আগাস্থ্যামালাই পর্বত শৃঙ্গ রয়েছে। বর্তমানে এই বাঘ সংরক্ষণ কেন্দ্রে মাত্র পাঁচটি ভাগ রয়েছে।

🌍 কেরালার বাঘ সংরক্ষণ কেন্দ্র

কেরালায় দুটি বাঘ সংরক্ষণ কেন্দ্র রয়েছে। একটি হল প্রারাম্ভিকুলাম এবং অপরটি হল পেরিয়ার বাঘ সংরক্ষণ কেন্দ্র। 

১) প্রারাম্ভিকুলাম বাঘ সংরক্ষণ কেন্দ্র

এটি তামিলনাড়ুর পালাক্কার ও থ্রিসসুর জেলা জুড়ে রয়েছে। ২০২৩ সালের ডাটা অনুযায়ী এই বাক সংরক্ষণ কেন্দ্রে বর্তমানে  ৩১টি বাঘ রয়েছে।

২) পেরিয়ার বাঘ সংরক্ষণ কেন্দ্র

এটি তামিলনাড়ুর ইডুক্কি জেলায় অবস্থিত। ১৮৯৫ সালে এই এলাকায় একটি ডাম্প বা জল সংরক্ষণ ব্যবস্থা তৈরি হয়েছিল, যার ফলে ডাম্প থেকে আশেপাশে ২৬ স্কয়ার কিলো মিটার পর্যন্ত একটি হ্রদের সৃষ্টি হয়। তাই এই হ্রদ এবং আশেপাশের বনজঙ্গলকে যুক্ত করে প্রথমে পেরিয়ার হ্রদ সংরক্ষণ হিসেবে পরিচিত হয়েছিল। 

এরপরে ১৯৫০ সালে হাতি সংরক্ষণ কেন্দ্র, এরপরে ১৯৮২ সালে ন্যাশনাল পার্ক, এর পরবর্তীকালে ১৯৭৮ সালে পেরিয়ার বাঘ সংরক্ষণ কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। বর্তমানে এই বাঘ সংরক্ষণ কেন্দ্রে ৩০টি বাঘ সংরক্ষিত রয়েছে।

Conclusion 

যেকোনো ধরনেরই অভয়ারণ্য বিভিন্ন ধরনের পশু, পাখি  ও অন্যান্য জীবজন্তু এবং কীটপতঙ্গদের বিলুপ্ত হওয়া থেকে বাঁচিয়ে রাখার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই এই বাঘ সংরক্ষণ কেন্দ্রগুলি বিলুপ্ত হওয়া থেকে বাঁচিয়ে রাখার একটি ভালো পদক্ষেপ।

FAQ

Q) ভারতে বাঘ সংরক্ষণ প্রকল্প কত সালে শুরু হয়?

১৯৭৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীনে ভারতে প্রথম বাঘ সংরক্ষণ প্রকল্প শুরু হয়।

Q) “টাইগার ম্যান অফ ইন্ডিয়া” কাকে বলা হয়?

ভারতে বাঘের সংরক্ষণের বিষয়ে কৈলাস শঙ্খলার অনেক বেশি যোগদান ছিল। তাই কৈলাস শঙ্খলাকে “টাইগার ম্যান অফ ইন্ডিয়া” বলে অভিহিত করা হয়।

Q) ভারতের বৃহত্তম বাঘ সংরক্ষণ কেন্দ্র কোনটি?

কর্নাটকের বন্দিপুর বাঘ সংরক্ষণ কেন্দ্রটি হল ভারতের বৃহত্তম বাগ সংরক্ষণ কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *